সেকশন

রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

তুরস্কের কোনিয়ায় দ্বিতীয়বারের মতো ‘বাংলাদেশ শাপলা দিবস’ উদযাপন

আপডেট : ১৪ জুন ২০২৫, ১০:৫৫ পিএম

আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হক শুক্রবার তুরস্কের বেইশেহিরে ‘বাংলাদেশ শাপলা দিবস’ অনুষ্ঠানে যোগ দেন, যা এবার নিয়ে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়। কোনিয়ার অবস্থিত বাংলাদেশের অনারারি কনসাল ডেনিজ বুলগুর ও বেইশেহির পৌরসভার সহযোগিতায় এবং বেইশেহির জাতীয় উদ্যান অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ দূতাবাস আঙ্কারার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বেইশেহিরের শাপলা হ্রদে নৌকা ভ্রমণ অনুষ্ঠানের অংশ হিসেবে, রাষ্ট্রদূত হক এবং তার প্রতিনিধিদল বেইশেহির হ্রদে নৌকা ভ্রমণ করেন। তিনি বিখ্যাত শাপলা উদ্যান পরিদর্শন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেট ইস্তাম্বুলের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমানও সপরিবারে উপস্থিত ছিলেন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মনোরম হ্রদে ভ্রমণের পর, রাষ্ট্রদূত তার উষ্ণ অনুভূতি ব্যক্ত করেন।

ভ্রমণ শেষে আয়োজিত অনুষ্ঠানে তার বক্তৃতায় রাষ্ট্রদূত এম. আমানুল হক বলেন, ‘বেইশেহিরে পুনরায় আসতে পেরে আনন্দ অনুভূত হচ্ছে। যখন আমি বেইশেহিরে আসি, তখন আমার মোটেও অপরিচিত মনে হয় না। আমি ঘরে থাকার মতো অনুভূতি অনুভব করি। এই সুন্দর অনুষ্ঠানের আয়োজক এবং অবদান রাখা সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমরা এখন একটি পরিবার।’

বেইশেহিরের মেয়র আদিল বেইন্দির বলেন, ‘এই আয়োজনের ফলে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে। আমি এই অনুষ্ঠানটিকে একটি ঐতিহ্যে পরিণত করার স্বপ্ন দেখি। আশা করি এই অর্থবহ দিনটি, যা আমরা এই বছর দ্বিতীয়বারের মতো আয়োজন করছি, তা চিরকাল স্থায়ী হবে এবং তুরস্ক ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন আরও দৃঢ় হবে।’

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা সবার মনোযোগ আকর্ষণ করে, তুরস্কের বিখ্যাত জানিসারি ব্যান্ড শো, লোকনৃত্য। মিনি কনসার্টের আয়োজন করা হয় এবং অংশগ্রহণকারীরা আনন্দময় এক সময় কাটায়।

উল্লেখ্য, অনুষ্ঠানটি বাংলাদেশ এবং তুরস্কের মানুষের এক মিলনমেলায় পরিণত হয়। এতে তুরস্কে অধ্যয়নরত বাংলাদেশি কয়েকজন শিক্ষার্থীও অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানটিকে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ডিজিটাল অবকাঠামো আধুনিকীকরণ এবং বৈশ্বিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে নতুন ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) চালু করেছে কুয়েত। যেখানে ভ্রমণকারী এবং বাসিন্দা উভয়ের জন্য প্রবেশ প্রক্রিয়া হবে আরও সহজ, দ্রুত ও...
বনভোজনে ছিল কুইজ প্রতিযোগিতা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। দুপুরে পরিবেশন করা হয় বিভিন্ন স্বাদের রকমারি খাবার। দিনব্যাপী সবাই এখানে আনন্দ উপভোগ করেন। এই বনভোজন পরিণত হয়েছিল...
সিডনির ক্যাসুলা পাওয়ার হাউজ অডিটরিয়ামে গত ২৮ জুন অনুষ্ঠিত হয়ে গেল বাংলা সংস্কৃতির প্রাণপ্রবাহ ‘ভবের হাট’-এর নবম পর্ব। সিডনিপ্রবাসী বাউল গানের অনুরাগীদের হৃদয় ছুঁয়ে গেল এক অভূতপূর্ব সাংস্কৃতিক...
আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক শহরে গত ২৮ জুন ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনন্দের মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মিশিগানের সনাতন সংঘের উদ্যোগে এ রথযাত্রার...
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র-জনতার আন্দোলনের ফলে স্বৈরাচারের পতন হয়েছে। কিন্তু এখন নানা কারণে বিভাজন তৈরি হয়েছে। এক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্ব...
যারা রাজনীতিকে কলুষিত করতে চায়, তাদের দেশের জনগণ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.