সেকশন

রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

উদীচীর প্রতি উত্তর আমেরিকা প্রবাসীদের আহ্বান 

আপডেট : ১৮ জুন ২০২৫, ০৫:২২ পিএম

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি প্রকাশিত উদীচী সংক্রান্ত খবরাখবরে বিচলিত উল্লেখ করে বুধবার বিবৃতি দিয়েছে উত্তর আমেরিকা প্রবাসীরা। এ ধরনের সংবাদে কর্মীদের বুকে রক্তক্ষরণের পাশাপাশি লাখো প্রবাসী বাংলা ভাষাভাষীর হৃদয় ভেঙে যায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামসহ ৫৫ শিল্পী–সংগঠকের দেওয়া এই বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছেন ‘‘বাঙালীয়ানা’’ সম্পাদক সাগর লোহানী। এতে অনুরোধ করে বলা হয়েছে, সংগঠনের বর্তমান নেতৃত্ব নিজেদের মধ্যে মতপার্থক্য দূরে ঠেলে এক টেবিলে বসবে। তারা আলোচনার মাধ্যমে ‘রুচির আকালে’ নিপতিত বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের হাল শক্ত হাতে ধরবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, স্বাধীনতা উত্তর বাংলাদেশে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম ‘বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’। দেশের অন্যতম আদর্শিক সংগঠন উদীচী কেবলমাত্র একটি সাংস্কৃতিক সংগঠনই নয় এটি বাংলাদেশের মানুষের ন্যায়বিচার ও মানবিক অধিকার আদায়ে ১৯৬৮ সালে প্রতিষ্ঠাকাল থেকে যে গুরুদায়িত্ব পালন করেছে তা অতুলনীয়। মুক্তিযুদ্ধ পরবর্তীকালে এই সংগঠনটি জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির নানা ঘাতপ্রতিঘাতকে প্রতিহত করতে প্রবল প্রত্যয়ে পথে নেমেছে। সারাদেশে বিস্তৃত শাখা কার্যক্রমের মাধ্যমে পৌঁছে গেছে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে। কৃষক-শ্রমিক, পেশাজীবীদের পাশাপাশি ছাত্রদের সাথে একাট্টা হয়েছে, সামরিক-বেসামরিক স্বৈরশাসক উৎপাটনে, উগ্রধর্মজীবী জঙ্গি সংগঠনের উল্লম্ফন প্রতিহত করতে, ধর্ষণ-নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে, ইতিহাস-ঐতিহ্য-শিক্ষা-সংস্কৃতির ক্ষেত্রে অনাচারের বিরুদ্ধে উদীচী দিশারী হয়ে শুধুমাত্র সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনকেই নয় পথ দেখিয়েছে রাজনৈতিক আন্দোলনকেও।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মানুষের অধিকার আদায়ের কণ্টকাকীর্ণ পথে উদীচীর বুক থেকে ঝরেছে রক্ত। যশোর, নেত্রকোণায় উগ্র-সাম্প্রদায়িক শক্তির বোমার আঘাতে শহীদ হয়েছে অসংখ্য উদীচী সদস্য। কিন্তু স্বৈরশাসকের, জঙ্গি ধর্মব্যবসায়ীদের চোখরাঙানি, বুলেট, বোমা স্তব্ধ করতে পারেনি উদীচীর কর্মকাণ্ড।

বিবৃতিদাতারা উল্লেখ করেন, রণেশ দাশগুপ্ত, সত্যেন সেনের প্রতিষ্ঠিত উদীচী যার লালিত বাণী ‘মানুষের লাগি ঢেলে দিয়ে যাব মানুষের দেয়া প্রাণ’ সেই উদীচীর কর্মীরা জনসাধারণকে নিরন্তন অনুপ্রাণিত করেছে, কর্মীরা ছুটে গেছে মানুষের কাছে, মানুষের মননকে মুক্তির আদর্শে অনুপ্রাণিত করেছে। ফলে উদীচী বাংলার মানুষের অকুণ্ঠ ভালোবাসা আর সহায়তা পেয়েছে। সক্রিয় ও জীবন-জীবিকার প্রয়োজনে নিষ্ক্রিয় লাখো কর্মীসহ উদীচী সদস্য না হয়েও অসংখ্য হিতৈষী মানুষ চেয়ে থাকে উদীচীর দিকে।  

বিবৃতিতে উল্লেখ করা হয়, দুর্ভাগ্যজনকভাবে বিগত কিছুদিন যাবত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত উদীচীসংক্রান্ত খবরাখবর আমাদের বিচলিত করেছে। বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিতে উদীচীকে কেন্দ্র করে কোনো দুর্ঘটনা বিভেদ বিসম্বাদ বাংলাদেশের গ্রহণগ্রস্থ সাংস্কৃতিক আকাশে অমানিশা ডেকে আনবে বলে আমরা মনে করি। এমনতর সংবাদে লাখো কর্মীর বুকে যেমন রক্তক্ষরণ হয় তেমনই লক্ষ লক্ষ প্রবাসী বাংলা ভাষাভাষীর হৃদয় ভেঙে যায়। দেশের এই ঘোর অন্ধকারে উদীচীই পারে মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে জাগিয়ে রাখতে। যে মশাল হাতে মুক্তিযুদ্ধপূর্ব বাংলাদেশে উদীচী যাত্রা শুরু করেছিল তা ম্রিয়মাণ হলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ হেরে যাবে, কারা জয়ী হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

বিবৃতিতে আরও বলা হয়, তাই উত্তর আমেরিকায় বসবাসরত উদীচী-শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ, উদীচীর বর্তমান নেতৃত্ব নিজেদের মাঝে সমস্ত মতপার্থক্য দূরে ঠেলে এক টেবিলে আলোচনার মাধ্যমে ‘রুচির আকালে’ নিপতিত বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের হাল শক্ত হাতে ধরবে। আমরা মনে করি, সকল কালোমেঘ সরিয়ে উত্তর আকাশে জ্বলজ্বল করবে বাংলার প্রগতিশীল সংস্কৃতিমনা মানুষের দিশারী ‘উদীচী’।

বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন– সৈয়দ হাসান ইমাম, রথীন্দ্রনাথ রায়, লায়লা হাসান, বেলাল বেগ, মুহম্মদ ফজলুর রহমান, সুব্রত বিশ্বাস, কাজী ইসলাম, কৌশিক আহমেদ, হুসনে আরা, হাসান মাহমুদ, ক্ল্যারা রোজারীও, আশীষ রায়, মো. আলীম উদ্দীন, মহিতোশ মজুমদার তাপস, সাগর লোহানী, আলপনা গুহ, ফরিদা ইয়াসমিন, মিথুন আহমেদ, আনোয়ার শাহাদাত, তাহমিনা শহীদ, কল্লোল দাশ, সুলেখা পাল, হিরো চৌধুরী, এজাজ আহমেদ, হোসেন শাহরিয়ার তৈমুর, ওবায়দুল্লাহ মামুন, মজিব বিন হক, কাশেম আলী, মোজাম্মেল লস্কর, মোকলেস মোনতাসির, সৈয়দ রেজাউল করিম, এবাদুল হক চৌধুরী, আবু মনসুর, মুহিবুল হক রুকন, আবদুল কুদ্দুস মাখন, গোলাম মর্তুজা, শরাফ সরকার, জেবু চৌধুরী, রতন কর্মকার, আব্দুল বারী, টিংকু দাস, মহিউদ্দিন মাসুম, নাসিম আহমেদ, শাহাব আহমেদ, প্রতাপ দাস, সৈয়দ জাকির আহমেদ রনী, কাজী আতীক, বাশিরুল হক, জুলফিকার হোসেন বকুল, আব্দুল হাফিজ চৌধুরী ইমু, সৌদ চৌধুরী, শীলা মোস্তাফা, রওশন আরা নীপা, নজরুল কবীর ও সৈয়দ মুজিবুর রহমান। 

 

ডিজিটাল অবকাঠামো আধুনিকীকরণ এবং বৈশ্বিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে নতুন ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) চালু করেছে কুয়েত। যেখানে ভ্রমণকারী এবং বাসিন্দা উভয়ের জন্য প্রবেশ প্রক্রিয়া হবে আরও সহজ, দ্রুত ও...
বনভোজনে ছিল কুইজ প্রতিযোগিতা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। দুপুরে পরিবেশন করা হয় বিভিন্ন স্বাদের রকমারি খাবার। দিনব্যাপী সবাই এখানে আনন্দ উপভোগ করেন। এই বনভোজন পরিণত হয়েছিল...
সিডনির ক্যাসুলা পাওয়ার হাউজ অডিটরিয়ামে গত ২৮ জুন অনুষ্ঠিত হয়ে গেল বাংলা সংস্কৃতির প্রাণপ্রবাহ ‘ভবের হাট’-এর নবম পর্ব। সিডনিপ্রবাসী বাউল গানের অনুরাগীদের হৃদয় ছুঁয়ে গেল এক অভূতপূর্ব সাংস্কৃতিক...
আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক শহরে গত ২৮ জুন ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনন্দের মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মিশিগানের সনাতন সংঘের উদ্যোগে এ রথযাত্রার...
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হলে তা নিরপেক্ষ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রোববার সন্ধ্যায় রংপুর নগরীর সেনপাড়ায় জাতীয় পাটির...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.