এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা কোম্পানি ওপেনএআইর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানকে বরখাস্ত করেছে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফটের অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানটি জানায়, অল্টম্যানের ওপর তারা আস্থা হারিয়ে ফেলছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত বছর চালু হওয়ার পর বিশ্বব্যাপী সাড়া ফেলে চ্যাটজিপিটি। ৩৮ বছর বয়সী অল্টম্যান এআই চ্যাটবট তৈরি করে আলোচনায় উঠে আসেন।
এক বিবৃতিতে ওপেনএআইর পক্ষ থেকে বলা হয়, অল্টম্যান যোগাযোগের ক্ষেত্রে ধারাবাহিক ছিলেন না। এটি তাঁর দায়িত্ব পালনকে বাধাগ্রস্ত করেছিল। ওপেনএআই-এর নেতৃত্ব দেওয়ার জন্য অল্টম্যানের ক্ষমতার ওপর বোর্ডের আর আস্থা নেই।
চ্যাটজিপিটি বাজারে আসার পর অ্যামাজন, গুগল, মাইক্রোসফ্ট এবং মেটাসহ অন্যান্য প্রযুক্তি কোম্পানিগুলোও এআই প্রযুক্তিতে এগোতে চাইছে। জৈব অস্ত্রে এআই সম্ভাব্য ব্যবহার, ভুল তথ্য এবং অন্যান্য ঝুঁকি নিয়ে চাপের মুখে ছিল অল্টম্যান। এ নিয়ে তাঁকে মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দিতে হয়। এছাড়া এই ইস্যুতে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যের প্রধানদের সঙ্গেও বৈঠক করেন তিনি।
এরইমধ্যে ওপেনএআইতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে মাইক্রোসট। ওপেনএআই জানিয়েছে, অন্তবর্তীকালীন অল্টম্যানের দায়িত্ব পালন করবেন মিরা মুরাতি।