চ্যাটজিপিটিতে নিজস্ব মেমোরি যুক্ত করার ঘোষণা দিয়েছে চ্যাটবটটির নির্মাতা কোম্পানি ওপেনএআই। ফলে এখন থেকে ব্যবহারকারীর বিস্তারিত তথ্য মনে রাখতে পারবে চ্যাটজিপিটি। ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্টের প্রতিবেদনে এ খবর জানা যায়।
উদাহরণস্বরূপ, কেউ যদি চ্যাটজিপিটিকে নিজের পোষা প্রাণী নিয়ে কবিতা লিখতে বলেন তাহলে মেমোরি ফিচারের মাধ্যমে চ্যাটবটটি মনে রাখবে ব্যবহারকারীর পোষা প্রাণী কী এবং কতটি। পাশাপাশি ফিচারটি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে পারবে। যেমন ব্যবহারকারী কী ধরনের উত্তর পছন্দ করেন বা কম্পিউটার প্রোগ্রামিং ভাষা ব্যবহার করেন।
বর্তমানে ফিচারটি চ্যাটজিপিটির ফি ভিত্তিক ‘প্লাস’ সংস্করণে ব্যবহার করা যাবে। তবে ইউরোপীয় কমিশনের ডেটা আইনের কারণে এটি ইউরোপে চালুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়, চ্যাটজিপিটি সবসময়ই নির্দিষ্ট কোনো কথোপকথনের বিষয় মনে রাখতে পারে। তবে কথোপকথন বন্ধ করলে সেইসব স্মৃতি মুছে যায় চ্যাটবটটি থেকে। মোমোরি সুবিধার কারণে এখন থেকে ব্যবহারকারী চ্যাটজিপিটি থেকে বের হয়ে গেলেও আগের তথ্য সংরক্ষিত থাকবে।
এদিকে এমন টুল ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীর প্রাইভেসি নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে ওপেনএআই বলছে, যেহেতু ফিচারটি প্রথমে পরীক্ষা করে নতুন টুল হিসেবে চ্যাটজিপিটিতে যোগ করা হয়েছে, তাই ব্যবহারকারীর কী কী স্মৃতি তৈরি হয়েছে ও সেগুলো কীভাবে মুছে ফেলা যায়, সে অপশনও থাকবে। কেউ চাইলে ফিচারটি পুরোপুরি বন্ধ করেও দিতে পারবেন।