কপি করা সব তথ্য সহজে খুঁজে পেতে অ্যান্ড্রয়েড ডিভাইসের কিবোর্ডের ‘ক্লিপবোর্ড’ ফিচারটি বেশ কার্যকর। তবে অনেকে হয়তো জানেন না ক্লিপবোর্ড কী এবং কীভাবে ব্যবহার করতে হয়। চলুন ক্লিপবোর্ড সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।
ক্লিপবোর্ড কী?
অ্যান্ড্রয়েড ডিভাইসের কিবোর্ডে ক্লিপবোর্ড ফিচারের মাধ্যমে ব্যবহারকারী সম্প্রতি যা যা কপি করেছেন, তা দেখতে পারবেন। কপি করা কোনো লেখা ও লিংক সহজে খুঁজে পাওয়া যাবে। সম্প্রতি কপি করা জিনিস ছাড়াও আগে কপি করেছেন, এমন জিনিসও খুঁজে পাওয়া যাবে।
ক্লিপবোর্ড ব্যবহার করবেন যেভাবে
প্রথমে এমন একটি কিবোর্ড ডাউনলোড থাকতে হবে যেখানে ক্লিপবোর্ড ফিচারটি কাজ করে। এ ক্ষেত্রে গুগলের ‘জিবোর্ড’ ও মাইক্রোসফটের ‘সুইফট কি’ ভালো হবে।
কিবোর্ড ইনস্টল থাকলেই ফিচারটি ব্যবহার করা যাবে। শুরুতে কিছু লেখা বা ইউআরএল লিংক কপি করুন। এটি যেখানে পেস্ট করতে চান সেই অ্যাপটি চালু করুন এবং টেক্সট বক্সে ট্যাপ করে কিবোর্ড চালু করুন। কিবোর্ডের ওপরের টুলবারে ক্লিপবোর্ড আইকনে ট্যাপ করুন। এটি ক্লিপবোর্ডটি চালু করবে ও তালিকার একদম ওপরে সম্প্রতি কপি করা লেখাটি দেখতে পাবেন। টেক্সট বক্সে পেস্ট করার জন্য এখান থেকে নিজের পছন্দের অপশনটি ট্যাপ করুন।
কপি করলেই সেগুলো অ্যান্ড্রয়েড ক্লিপবোর্ডে সবসময় সংরক্ষিত থাকে না। কপি করার কিছু সময় পর ক্লিপবোর্ড সবচেয়ে পুরনো তথ্যগুলো নিজে থেকেই ডিলিট করে দেবে। সেক্ষেত্রে পিন করে রাখতে পারেন।
পিন করবেন যেভাবে
‘জিবোর্ড’ ও ‘সুইফট কি’ অ্যাপে ক্লিপবোর্ডের আইটেম পিন করার অপশন আছে। এটি করলে পিন করা আইটেমগুলো এক ঘণ্টা পরও আর ডিলিট হয়ে যাবে না। কোনো নির্দিষ্ট আইটেম পিন করার জন্য ক্লিপবোর্ড চালু করে কপি করা একটি আইটেমে ট্যাপ করে কিছুক্ষণ প্রেস করলে পপ-আপ অপশন আসবে। সেখান থেকে ‘পিন’ অপশনটি বেছে নিন।
তথ্যসূত্র: হাউ-টু গিক, অ্যান্ড্রয়েড অথরিটি