চুরি বা হারিয়ে যাওয়া স্মার্টফোনের তথ্য সুরক্ষায় নতুন ফিচার আনছে গুগল। নতুন এ ফিচারের নাম থেফট ডিটেকশন লক। অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে এই সুবিধা পাওয়া যাবে।
প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে জানা গেছে, সম্প্রতি গুগল নিজেদের ডেভেলপার কনফারেন্সে নতুন ফিচার চালুর ঘোষণা দেয়। গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় নিরাপত্তা ফিচার চালু করা হবে।
টেক জায়ান্টির বিবৃতি অনুযায়ী, যখন কারো স্মার্টফোন চুরি বা হারিয়ে যাবে তখন এআইযুক্ত ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে ডিভাইস লক করে দেবে। যদি গুগল মোশনের পরিবর্তনের মাধ্যমে বুঝতে পারে যে ডিভাইসটি চুরি হয়েছে, তাহলে তাৎক্ষণিকভাবে স্মার্টফোন লক হয়ে যাবে। ফলে চাইলেও আর ডিভাইসে থাকা তথ্য হাতিয়ে নিতে পারবে না কেউ।
নিরাপত্তা বিবেচনায় গুগল অফলাইন ডিভাইস লক ফিচারও যুক্ত করছে। এই ফিচারের মাধ্যমে কেউ যদি ইচ্ছাকৃতভাবে ডিভাইসের নেটওয়ার্ক সংযোগ বন্ধ করে দেয়, তাহলেও স্মার্টফোন লক হয়ে যাবে।
নতুন ফিচারের কারণে ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত না করে ফোনের ফ্যাক্টরি রিসেট করা কঠিন হবে। ফলে ফোন চুরি করলেও পরবর্তীতে বিক্রি বা ব্যবহার সহজ হবে না।