সেকশন

বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
Independent Television
 

ব্রিটেনে ৫৫ বিলিয়ন ডলার ক্ষতি ব্যবসায়ীদের, কারণ কী?

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৩২ পিএম

প্রযুক্তির উৎকর্ষতায় এগিয়ে যাচ্ছে বিশ্ব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির শক্তিতে দারুন সব টুল ও ফিচার যুক্ত হচ্ছে নিত্য-ব্যবহৃত ডিভাইসগুলোতে। কিন্তু প্রযুক্তির কল্যাণে জীবন যেমন সহজ হয়েছে তেমনি বেড়েছে বিড়ম্বনাও। সাইবার আক্রমণ তেমনই এক বিড়ম্বনা। তবে শুধু বিড়ম্বনা বললে ভুল হবে, কেননা সাইবার আক্রমণের শিকার হয়ে অনেককেই হারাতে হয়েছে সর্বস্ব।

সম্প্রতি জানা গেল, সাইবার আক্রমণের কারণে বিগত ৫ বছরে ৫৫ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে ব্রিটেনের ব্যবসায়ীদের। সোমবার যুক্তরাজ্যের অন্যতম বড় বীমা ব্রোকার হাউডেন এ তথ্য জানিয়েছে। 

হাউডেন আরও জানিয়েছে, ব্রিটেনের প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫২ শতাংশই গত ৫ বছরে অন্তত একবার হলেও সাইবার আক্রমণের শিকার হয়েছে। এর ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো গড়ে ১.৯ শতাংশ রেভিনিউ হারিয়েছে বা তাদের আয় কম হয়েছে। উল্লেখ্য, বছরে ১০০ মিলিয়ন পাউন্ড বা তার বেশি আয় করে এমন প্রতিষ্ঠানগুলোতে সাইবার অ্যাকাট হওয়ার সম্ভাবনা প্রবল। 

ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০ শতাংশের ই-মেইল বেহাত বা কমপ্রোমাইজড্‌ হয়েছে এবং ডেটা চুরি হয়েছে ১৮ শতাংশের। তবে এক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোও পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেনি। অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করেছে মাত্র ৬১ শতাংশ প্রতিষ্ঠান। এমনকি নেটওয়ার্ক ফায়ারওয়ালস ব্যবহার করেছে মাত্র ৪৫ শতাংশ। 

উল্লেখ্য, সাইবার নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর দুটি উপায় হচ্ছে অ্যান্টিভাইরাস ও ফায়ারওয়াল ব্যবহার করা। প্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ার পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আভ্যন্তরীণ আইটি রিসোর্স না থাকা।

বীমা ব্রোকার হাউডেন-এর ইউকে সাইবার রিটেইল প্রধান সারাহ্‌ নেইলড বলেছেন যে, সাইবার অপরাধ বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিতে সচেষ্ট আছে সাইবার অপরাধীরা।

উল্লেখ্য, ইউকে’র ৯০৫টি প্রাইভেট আইটি প্রতিষ্ঠানের উপর পরিচালিত এক জরিপ থেকে সাইবার আক্রমণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যসমূহ পেয়েছে হাউডেন। গত সেপ্টেম্বরে জরিপটি পরিচালনা করে ইউগভ।

তথ্যসূত্র: রয়টার্স

দেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির সি৩২ ইলেকট্রিক বাইক এনেছে বৈশ্বিক ব্র্যান্ড রিভো। অত্যাধুনিক ৭২ ভোল্ট ২৬ অ্যাম্পিয়ার সম্পূর্ণ গ্রাফিন ব্যাটারি পরিচালিত এই ইলেকট্রিক বাইকের উদ্বোধন ঘোষণা করেন...
ফেসবুকে কনটেন্ট তৈরি করে অর্থ উপার্জন করেন অনেকেই। কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে এবার ফেসবুক ‘স্টোরিজ’ থেকেও টাকা আয়ের পথ খুলে দিয়েছে মালিক প্রতিষ্ঠান মেটা। সম্প্রতি (১৪ মার্চ) মেটা ঘোষণা করেছে...
আগামী ৭ এপ্রিল থেকে ঢাকায় শুরু হচ্ছে ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। সম্মেলনে ৫০টিরও বেশি দেশের ৫৫০ জন বিদেশি বিনিয়োগকারী অংশ নেবেন। এর বড় অংশই চীনের বিনিয়োগকারী। এ ছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র,...
ঈদ উপলক্ষে ফোনে ছাড় দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। তাদের এস সিরিজ থেকে শুরু করে এ সিরিজের বিভিন্ন স্মার্টফোন কিনলে ক্রেতারা পাবেন বিশেষ ছাড়। এই অফারে ক্রেতারা স্যামসাং গ্যালাক্সি এ১৬ ফাইভজি...
চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে নগরীর চটেশ্বরী সড়কে এই মিছিল হয়। 
স্বাধীনতা দিবস উপলক্ষে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা এবং ঢাকা শহরে সহজে দৃশ্যমান ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন...
সৌদি আরবের রাজধানী রিয়াদে হারামাইন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার মাহফিল ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় রাহাতী কমিউনিটি সেন্টারে এই...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভোয়েলসহ একটি প্রতিনিধিদল। মঙ্গলবার সেনাসদরে এই সাক্ষাৎ হয়। 
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.