সেকশন

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
Independent Television
 

মেটার ‘ওরিয়ন’ স্মার্টগ্লাস দেখানো হলো সুইজারল্যান্ডে

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৬:৪৮ পিএম

মার্ক জাকারবার্গের মেটা সম্প্রতি তাঁদের ‘ওরিয়ন’ স্মার্টগ্লাস বা স্মার্ট চশমা নিয়ে হাজির হয়েছে সুইজারল্যান্ডের ডাভোস শহরে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সদ্যসমাপ্ত বার্ষিক সভার মূল ভেন্যুতেই প্রদর্শিত হয়েছে উন্নত অগমেনটেড রিয়েলিটি প্রযুক্তির স্মার্টগ্লাস ওরিয়ন। 

সদ্যসমাপ্ত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ভেন্যুত প্রদর্শিত হয়েছে মেটার তৈরি নতুন ‘ওরিয়ন’ অগমেনটেড চশমা (গ্লাসেস)। সভার মূল ভেন্যুর একপাশেই মেটার তৈরি উন্নত অগমেনটেন্ড (বা বর্ধিত) রিয়েলিটি প্রযুক্তিতে তৈরি ওরিয়ন গ্লাস বা চশমা উপস্থিত সকলের দেখার জন্য উন্মুক্ত ছিল। আগ্রহীদেরকে উন্নত প্রযুক্তির এই ডিভাইসের প্রোটোটাইপ দেখানো হয়েছে এবং এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। 

গত বছর সেপ্টেম্বরে উন্মোচিত মেটার ওরিয়ন চশমা’তে আছে হলোগ্রাফিক প্রোজেকশন, যার কল্যাণে ব্যবহারকারী ট্রান্সপারেন্ট (স্বচ্ছ) লেন্সের মাধ্যমে ফিজিক্যাল অবজেক্টের উপর ডিজিটাল কনটেন্ট (গ্রাফিক্স) দেখতে পায়। 

মেটা’র পরিধানযোগ্য ও অগমেনটেড রিয়েলিটি বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স হিমেল বলেন, ‘আপনি ফিজিক্যাল ওয়ার্ল্ডে তাকিয়ে আছেন, এবং আমরা এর উপর ডিজিটাল কনটেন্ট প্রক্ষেপণ (বা ওভারলে) করছি।’

সহজ করে বললে, এই চশমা ব্যবহার করে একজন ব্যবহারকারী চাইলে শূন্য একটি দেওয়ালে ভার্চুয়াল টিভি দেখতে পারেন। আবার মেইল চেক করা থেকে শুরু করে ইন্টারনেটের যাবতীয় কাজ করতে পারেন। এমনকি চশমার লেন্সে দেখানো মাউস কার্সরের সাহায্যে ভিডিওগেমসও খেলতে পারে। আর এই এতকিছু করার জন্য প্রয়োজন হবে না কোনো ফিজিক্যাল কম্পিউটার, মনিটর, টিভি বা অন্য কোনো ডিভাইসের। ব্যবহারকারীর চোখে শুধু ওরিয়ন স্মার্টগ্লাস থাকলেই চলবে। 

গত বছর উন্মোচনের সময় ওরিয়ন চশমাকে মেটা তাঁদের প্রথম সত্যিকারের অগমেনটেড রিয়েলিটি গ্লাস বলে দাবি করে। মেটার প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গ ওরিয়ন স্মার্টগ্লাস বা চশমাটিকে ‘পৃথিবীর সবচেয়ে উন্নত গ্লাস’ হিসেবে অভিহিত করেছেন। তাঁর মতে, ওরিয়ন গ্লাসের মাধ্যমে ভবিষ্যৎ প্রযুক্তির এক ঝলক দেখা যাচ্ছে, যেখানে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে স্মার্টগ্লাস একসময় স্মার্টফোনের জায়গা নিবে। 

উল্লেখ্য, জানুয়ারি ২০ থেকে ২৪ তারিখ পর্যন্ত সুইজারল্যান্ডের ডাভোস শহরে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সভা। বার্ষিক এই সভায় অংশ নিয়েছেন রাজনীতি ও অর্থনীতি অঙ্গনের বৈশ্বিক ব্যক্তিত্বরা, যার মধ্যে ছিলেন ডোনাল্ড ট্রাম্পের মতো প্রভাবশালী সরকারপ্রধানও। 

বিশ্ব অর্থনৈতিক ফোরামের পাঁচ দিনব্যাপী এই বার্ষিক সভার মূল ভেন্যুর পাশেই ছিল মেটার একটি স্টল, যেখানে শরীরে পরিধানযোগ্য বিভিন্ন পণ্য প্রদর্শিত হয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স

গুগলের সার্চ পরিষেবার ওপর নিয়ন্ত্রণ আরও বাড়ানোর পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার। আজ মঙ্গলবার (২৪ জুন) দেশটির প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা ‘কম্পিটিশন এন্ড মার্কেট অথরিটি’ জানিয়েছে, তাঁরা গুগলকে...
আইফোন নির্মাতা অ্যাপল এবার এআই প্রতিষ্ঠান পারপ্লেক্সিটি কেনার কথা ভাবছে। তবে শুধু ভাবনার মধ্যেই সীমাবদ্ধ নেই তাঁরা। ইতোমধ্যেই আভ্যন্তরীণভাবে আলোচনা শুরু করেছে অ্যাপল। অবশ্য এআই সক্ষমতার সার্চ...
অবশেষে রাস্তায় দেখা যাবে ইলন মাস্কের বহুল-আলোচিত চালকবিহীন, স্ব-চালিত (সেলফ-ড্রাইভিং) পরিবহণ সেবা ‘রোবোট্যাক্সি’-কে। আজ রোববার (২২ জুন) আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে সীমিত পরিসরে শুরু...
তথ্যপ্রযুক্তিনির্ভর উদ্ভাবন, কর্মসংস্থান ও বৈশ্বিক অংশীদারিত্বের সম্মিলন ঘটানোর মাধ্যমে শুরু হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৫’। গতকাল (২১ জুন) রাজধানী ঢাকার সেনাপ্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো...
ইতিবাচক দেশের দুই শেয়ার বাজার। মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক বেড়েছে ২২ দশমিক ছয় দুই পয়েন্ট। আগের দিনের চেয়ে লেনদনেও বেড়েছে ৯৬ কোটি টাকার বেশি। শেয়ারদর বেড়েছে প্রায় ৫৮ ভাগ প্রতিষ্ঠানের। এদিকে,...
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মো. আমির হোসেন শামীম (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ইরানের তিন পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার পর জানা গেল, সেখানে নেই ৪০০ কেজি ইউরেনিয়াম। তাহলে কি হামলার আগেই ওই ইউরেনিয়াম সরিয়ে ফেলে তেহরান? এই প্রশ্নে চিন্তিত হোয়াইট হাউস। আজ মঙ্গলবার আমেরিকার ভাইস...
ইরান-ইসরায়েল সংঘাতের জেরে জ্বালানি তেল ও এলএনজি আমদানিতে কোনো প্রভাব পরেনি। তাই আগমী মাসে জ্বালানি তেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। 
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.