মার্ক জাকারবার্গের মেটা সম্প্রতি তাঁদের ‘ওরিয়ন’ স্মার্টগ্লাস বা স্মার্ট চশমা নিয়ে হাজির হয়েছে সুইজারল্যান্ডের ডাভোস শহরে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সদ্যসমাপ্ত বার্ষিক সভার মূল ভেন্যুতেই প্রদর্শিত হয়েছে উন্নত অগমেনটেড রিয়েলিটি প্রযুক্তির স্মার্টগ্লাস ওরিয়ন।
সদ্যসমাপ্ত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ভেন্যুত প্রদর্শিত হয়েছে মেটার তৈরি নতুন ‘ওরিয়ন’ অগমেনটেড চশমা (গ্লাসেস)। সভার মূল ভেন্যুর একপাশেই মেটার তৈরি উন্নত অগমেনটেন্ড (বা বর্ধিত) রিয়েলিটি প্রযুক্তিতে তৈরি ওরিয়ন গ্লাস বা চশমা উপস্থিত সকলের দেখার জন্য উন্মুক্ত ছিল। আগ্রহীদেরকে উন্নত প্রযুক্তির এই ডিভাইসের প্রোটোটাইপ দেখানো হয়েছে এবং এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।
গত বছর সেপ্টেম্বরে উন্মোচিত মেটার ওরিয়ন চশমা’তে আছে হলোগ্রাফিক প্রোজেকশন, যার কল্যাণে ব্যবহারকারী ট্রান্সপারেন্ট (স্বচ্ছ) লেন্সের মাধ্যমে ফিজিক্যাল অবজেক্টের উপর ডিজিটাল কনটেন্ট (গ্রাফিক্স) দেখতে পায়।
মেটা’র পরিধানযোগ্য ও অগমেনটেড রিয়েলিটি বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স হিমেল বলেন, ‘আপনি ফিজিক্যাল ওয়ার্ল্ডে তাকিয়ে আছেন, এবং আমরা এর উপর ডিজিটাল কনটেন্ট প্রক্ষেপণ (বা ওভারলে) করছি।’
সহজ করে বললে, এই চশমা ব্যবহার করে একজন ব্যবহারকারী চাইলে শূন্য একটি দেওয়ালে ভার্চুয়াল টিভি দেখতে পারেন। আবার মেইল চেক করা থেকে শুরু করে ইন্টারনেটের যাবতীয় কাজ করতে পারেন। এমনকি চশমার লেন্সে দেখানো মাউস কার্সরের সাহায্যে ভিডিওগেমসও খেলতে পারে। আর এই এতকিছু করার জন্য প্রয়োজন হবে না কোনো ফিজিক্যাল কম্পিউটার, মনিটর, টিভি বা অন্য কোনো ডিভাইসের। ব্যবহারকারীর চোখে শুধু ওরিয়ন স্মার্টগ্লাস থাকলেই চলবে।
গত বছর উন্মোচনের সময় ওরিয়ন চশমাকে মেটা তাঁদের প্রথম সত্যিকারের অগমেনটেড রিয়েলিটি গ্লাস বলে দাবি করে। মেটার প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গ ওরিয়ন স্মার্টগ্লাস বা চশমাটিকে ‘পৃথিবীর সবচেয়ে উন্নত গ্লাস’ হিসেবে অভিহিত করেছেন। তাঁর মতে, ওরিয়ন গ্লাসের মাধ্যমে ভবিষ্যৎ প্রযুক্তির এক ঝলক দেখা যাচ্ছে, যেখানে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে স্মার্টগ্লাস একসময় স্মার্টফোনের জায়গা নিবে।
উল্লেখ্য, জানুয়ারি ২০ থেকে ২৪ তারিখ পর্যন্ত সুইজারল্যান্ডের ডাভোস শহরে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সভা। বার্ষিক এই সভায় অংশ নিয়েছেন রাজনীতি ও অর্থনীতি অঙ্গনের বৈশ্বিক ব্যক্তিত্বরা, যার মধ্যে ছিলেন ডোনাল্ড ট্রাম্পের মতো প্রভাবশালী সরকারপ্রধানও।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের পাঁচ দিনব্যাপী এই বার্ষিক সভার মূল ভেন্যুর পাশেই ছিল মেটার একটি স্টল, যেখানে শরীরে পরিধানযোগ্য বিভিন্ন পণ্য প্রদর্শিত হয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স