এশিয়ার আরো একটি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হলো চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। জাপানের সফটব্যাংকের পর এবার দক্ষিণ কোরিয়ার মেসেজিং অ্যাপ অপারেটর কাকাও-এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে জনপ্রিয় এই এআই গবেষণা প্রতিষ্ঠানটি। আজ (মঙ্গলবার) ওপেনএআই জানিয়েছে, নতুন এই চুক্তির অধীনে তাঁরা এবার থেকে দক্ষিণ কোরিয়ার মেসেজিং প্ল্যাটফর্ম কাকাও-এর জন্য বিভিন্ন এআই প্রোডাক্ট তৈরি করবে।
আজ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত এক যৌথ প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন ওপেনএআই’র সিইও স্যাম অল্টম্যান ও কাকাও-এর সিইও চুং শিনা। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে অল্টম্যান বলেন, ‘সুনির্দিষ্টভাবে আমরা এআই ও মেসেজিং নিয়ে (কাজ করতে) আগ্রহী।’
কাকাও জানিয়েছে, ওপেনএআই’র সাথে চুক্তির অধীনে তাঁরা চ্যাটজিপিটি নির্মাতার তৈরি বিভিন্ন এআই প্রোডাক্ট ব্যবহার করবে।
দক্ষিণ কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় ও বহুল-ব্যবহৃত চ্যাট অ্যাপ্লিকেশন অপারেটর হচ্ছে কাকাও। শুধু জনপ্রিয় বললে ভুল হবে; দেশটি’তে মেসেজিং অ্যাপের বাজারে তাঁদের শেয়ার ৯৭ শতাংশ। অর্থাৎ রীতিমতো একাধিপত্য বিস্তার করে আছে কাকাও। মেসেজিং সার্ভিসের বাইরে সাম্প্রতিক বছরগুলোতে ই-কমার্স, পেমেন্ট সার্ভিস ও গেমিং খাতেও নিজেদের ব্যবসা বিস্তার করেছে কাকাও। নিজেদের বিজনেস পোর্টফোলিওকে বিস্তৃত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে এখন আরো কার্যকরভাবে ব্যবহার করতে চাইছে প্রতিষ্ঠানটি।
তবে স্থানীয় বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তি ব্যবহারে কাকাও তাঁদের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান নাভের-এর চেয়ে কিছুটা পিছিয়ে রয়েছে। স্বাভাবিকভাবেই কাকাও চাইবে এই পরিস্থিতির দ্রুত পরিবর্তন হোক। তাই ওপেনএআই’র সাথে চুক্তির পেছনে এটি যে গুরুত্বপূর্ণ এক কারণ- তা আর বলার অপেক্ষা রাখে না।
অল্টম্যান আরও বলেন যে, তাঁদের স্টারগেট ডেটা সেন্টার প্রজেক্টে কোরিয়ার বেশ কয়েকটি প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রাখতে যাচ্ছে। গত মাসে দক্ষিণ কোরিয়া সরকার জানিয়েছে যে, স্টারগেট ডেটা সেন্টার প্রজেক্টের জন্য একটি জাতীয় এআই কম্পিউটিং সেন্টার তৈরির পরিকল্পনা রয়েছে তাঁদের। উল্লেখ্য, আমেরিকার এআই সক্ষমতা বৃদ্ধিতে স্টারগেট প্রজেক্টের অধীনে বিশাল এক ডেটা সেন্টার তৈরির পরিকল্পনা করছে ওপেনএআই, যেখানে অংশীদার হিসেবে আছে ওরাকল।
এশিয়া মহাদেশে নিজেদের একটি শক্তিশালী অবস্থান তৈরির উদ্দেশ্যে কৌশলগত বিভিন্ন চুক্তি সম্পাদনের পথে হাঁটছে ওপেনএআই। ব্যক্তিপর্যায়ে চ্যাটজিপিটি ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেলেও ওপেনএআই চাইছে এশিয়ার শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সাথে বিজনেস-টু-বিজনেস সম্পর্কের উন্নয়ন ঘটাতে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনপ্রিয় বিভিন্ন প্রযুক্তি সেবাগুলোতে নিজেদের উপস্থিতি আরও বৃদ্ধি করতে চাইছে ওপেনএআই।
বর্তমানে ওপেনএআই’র সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এশিয়ার বিভিন দেশ সফর করছেন। এরই মধ্যে গতকাল (৩ ফেব্রুয়ারি) জাপানের সফটব্যাংকের সাথে একটি জয়েন্ট ভেঞ্চারের চুক্তি সম্পাদন করেছেন অল্টম্যান। আগামীকাল (৫ ফেব্রুয়ারি) ভারতে যাওয়ারও পরিকল্পনা রয়েছে তাঁর। বিভিন্ন সূত্র বলছে, ভারত সফরকালে তিনি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করতে চাইবেন।
তথ্যসূত্র: রয়টার্স