চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই ও জাপানের সফটব্যাংক সম্প্রতি একটি জয়েন্ট ভেঞ্চার (যৌথ উদ্যোগ) প্রতিষ্ঠান তৈরির জন্য চুক্তিবদ্ধ হয়েছে। সফটব্যাংক গ্রুপের প্রধান নির্বাহী (সিইও) মাসায়োশি সান ও ওপেনএআই’র সিইও স্যাম অল্টম্যান দু’জনের উপস্থিতিতে গত সোমবার (৩ ফেব্রুয়ারি) জাপানের রাজধানী টোকিও’তে আয়োজিত এক যৌথ প্রেজেন্টেশনে নতুন এই চুক্তির বিষয়টি ঘোষণা করা হয়।
‘এসবি ওপেনএআই জাপান’ নামের এই জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে জাপানের কর্পোরেট গ্রাহকদেরকে এআই প্রযুক্তি-ভিত্তিক বিভিন্ন সেবা প্রদান করা হবে বলে প্রতিষ্ঠান দুটির তরফ থেকে জানানো হয়েছে। এছাড়া সফটব্যাংক গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে ওপেনএআই’র এআই প্রযুক্তি ব্যবহারের জন্য সফটব্যাংক ওপেনএআই-কে বছরে ৩ বিলিয়ন মার্কিন ডলার প্রদান করবে বলেও ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ‘এসবি ওপেনএআই জাপান’ প্রতিষ্ঠানের যৌথ মালিকানায় থাকবে ওপেনএআই এবং সফটব্যাংক-প্রতিষ্ঠিত নতুন এক প্রতিষ্ঠান। এই জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠানের লক্ষ্য হবে দেশটির কর্পোরেট গ্রাহকদের জন্য বিভিন্ন এআই সার্ভিস নিয়ে আসা। অর্থাৎ, বিভিন্ন এন্টারপ্রাইজ সলিউশন তৈরিই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
টোকিও’তে আয়োজিত এই প্রেজেন্টেশনে অল্টম্যান তাঁর প্রতিষ্ঠান ওপেনএআই’র নতুন এআই টুল ‘ডিপ রিসার্চ’ সম্পর্কেও উপস্থিত সবাইকে অবগত করেন। উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি ওপেনএআই তাঁদের উন্নত এআই এজেন্ট ‘ডিপ রিসার্চ’ সামনে নিয়ে আসে, যার মাধ্যমে একাধিক ধাপের জটিল গবেষণামূলক কাজ করা সম্ভব।
এআই খাতে গুরুত্বপূর্ণ বিনিয়োগকারী হিসেবে সফটব্যাংক বেশ অনেকদিন ধরেই সুপরিচিত। সাম্প্রতিক সময়ে তাঁদের প্রযুক্তি পোর্টফোলিও’র বাজারমূল্য কিছুটা হ্রাস পেলেও ওপেনএআই’র মতো শীর্ষ এআই গবেষণা প্রতিষ্ঠানের সাথে জয়েন্ট ভেঞ্চারের চুক্তি সম্পাদন করে তাঁরা জানিয়ে দিল, এআই’র জগতে তাঁরা লম্বা রেসের ঘোড়া।
উল্লেখ্য, আমেরিকার এআই অবকাঠামো উন্নয়নের জন্য গত মাসে ঘোষিত ৫০০ বিলিয়ন ডলারের ‘স্টারগেট’ প্রজেক্টেও বিনিয়োগ করতে যাচ্ছে সফটব্যাংক। এই প্রজেক্টের অন্য তিন অংশীদার হচ্ছে ওপেনএআই, ওরাকল ও আবুধাবি-ভিত্তিক এআই বিনিয়োগ প্রতিষ্ঠান এমজিএক্স।
এদিকে ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান এশিয়ার বিভিন্ন দেশ সফর করছেন। তাঁর উদ্দেশ্য এশিয়ার কর্পোরেট ব্যবহারকারীদের কাছে নিজেদের এআই প্রযুক্তি তুলে ধরা এবং বিভিন্ন এন্টারপ্রাইজ এআই টুল বিক্রি করা। সফটব্যাঙ্কের পর গতকাল (মঙ্গলবার) অল্টম্যান দক্ষিণ কোরিয়ার মেসেজিং অ্যাপ অপারেটর কাকাও-এর সাথেও চুক্তিবদ্ধ হয়েছে, যার অধীনে প্রতিষ্ঠানটি চ্যাটজিপিটি’র মতো প্রযুক্তি ব্যবহার করবে নিজেদের প্ল্যাটফর্মে। অল্টম্যানের আজ ভারতে যাওয়ার কথা এবং ধারণা করা হচ্ছে দেশটিতে গুরুত্বপূর্ণ কোনো চুক্তি সম্পাদন করতে পারেন তিনি।
তথ্যসূত্র: রয়টার্স