সেকশন

সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
Independent Television
 

চ্যাটজিপিটি নির্মাতাকে কিনতে ইলন মাস্কের প্রস্তাব ৯৭ বিলিয়ন ডলার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৯ পিএম

একসময় যে প্রতিষ্ঠানে ছিলেন সহ-প্রতিষ্ঠাতা এবার সেটাই কিনতে আগ্রহী বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। তবে শুধু আগ্রহ প্রকাশ করেই থেমে থাকেননি তিনি, গত সোমবার (১০ ফেব্রুয়ারি) ৯৭ দশমিক ৪ বিলিয়ন ডলার প্রস্তাব (অফার) করেছেন চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই-কে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির মালিক প্রতিষ্ঠান ওপেনএআই অবশ্য এরুপ কোনো প্রস্তাব বা অফার পেয়েছে বলে স্বীকার করেনি। তাঁরা বরং এর সমালোচনা করেছে এবং সিইও স্যাম অল্টম্যান স্পষ্ট বার্তা দিয়েছেন, এমন কোনো অফার এলেও তাঁর প্রতিষ্ঠান সেটা নাকচ করে দিবে।

সোমবার ইলন মাস্কের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়ামের তরফ থেকে ৯৭ দশমিক ৪ বিলিয়ন ডলারের অফার ই-মেইল করা হয় ওপেনএআই’র প্রতিনিধিত্বকারী আইন সংস্থাকে (ল ফার্ম)। ই-মেইলের মাধ্যমে পাঠানো অধিগ্রহণের প্রস্তাবের অংশ হিসেবে অফারে চার পৃষ্ঠার একটি বিস্তারিত লেটার অব ইনটেন্ট বা উদ্দেশ্য পত্র সংযুক্তি (অ্যাটাচমেন্ট) আকারে প্রেরণ করা হয়েছে বলে মাস্কের তরফ থেকে তাঁর আইনজীবী মার্ক টোবেরফ নিশ্চিত করেছে।   

তবে ওপেনএআই’র পরিচালনা পর্ষদ এখনও পর্যন্ত এমন কোনো প্রস্তাব পায়নি বলেই জানিয়েছে বিষয়-সংশ্লিষ্ট একটি সূত্র। তবে মাস্কের আইনজীবী টোবেরফ বলছে, ওপেনএআই’র পরিচালনা পর্ষদকে উদ্দেশ্য করে পাঠানো ই-মেইলটি’তে মাস্কসহ স্বাক্ষর করেছেন কনসোর্টিয়ামের অন্যান্য বিনিয়োগকারীরাও। এর মাধ্যমে ওপেনএআই’র যাবতীয় সম্পদ (অ্যাসেট) অধিগ্রহণের প্রস্তাব করেছে মাস্কের কনসোর্টিয়াম। 

ইলন মাস্কের অফার সম্পর্কে জানতে চাইলে মঙ্গলবার ওপেনএআই’র সিইও স্যাম অল্টম্যান বার্তা সংস্থা রয়টার্সকে জানান যে, ওপেনএআই বিক্রির জন্য নয়। মাস্কের এমন অফারকে তিনি ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন অল্টম্যান।

প্রযুক্তি বিশ্বের নিয়মিত খবর রাখেন এমন ব্যক্তিমাত্রই অল্টম্যান-মাস্ক দ্বৈরথের সাথে পরিচিত। সাম্প্রতিক সময়ে একে-অন্যকে লক্ষ্য করে তাঁদের বাক্যবাণ নিক্ষেপ বেশ আলোচিত, সমালোচিত হয়েছে। অথচ ২০১৫ সালে, অ-লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ওপেনএআই প্রতিষ্ঠার সময় দু’জনেই ছিলেন সহপ্রতিষ্ঠাতা। পরবর্তীতে ২০১৮ সালে ওপেনএআই অধিগ্রহণের চেষ্টা করে মাস্কের গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টেসলা। তাতে ব্যর্থ হয়ে ওপেনএআই ছেড়ে চলে যান মাস্ক। তখনও অবশ্য ওপেনএআই আজকের শীর্ষ এআই গবেষণা প্রতিষ্ঠান হয়ে উঠেনি। তাঁরা প্রথম পাদপ্রদীপের আলোয় আসে ২০২২ সালে চ্যাটজিপিটি নামের এআই চ্যাটবট রিলিজ করার পর। 

গত দু’বছরে ওপেনএআই’র খ্যাতি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে এর বাজারমূল্যও। গত অক্টোবরে সর্বশেষ বিনিয়োগ উত্তোলনের রাউন্ডে ৬.৬ বিলিয়ন ডলার নতুন বিনিয়োগ উত্তোলন করতে সমর্থ হয় ওপেনএআই, যেখানে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ধার্য করা হয় ১৫৭ বিলিয়ন ডলার। এ বছরই আবারও বিনিয়োগ উত্তোলনের পথে হাঁটবে তাঁরা এবং এবারে বাজারমূল্য ৪০০ বিলিয়ন ডলারও ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তি জগতের বাজার বিশ্লেষকরা। 

অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হলেও সাম্প্রতিক সময়ে ওপেনএআই তাঁদের ব্যবসার একটি অংশকে লাভজনক কাঠামোয় পরিচালনার উদ্যোগ নিয়েছে। মূলত বিনিয়োগকারীদের আকৃষ্ট করতেই এমনটা করেছে তাঁরা। 

একসময়ের অ-লাভজনক প্রতিষ্ঠান ওপেনএআই লাভজনক প্রতিষ্ঠানে পরিণত না হোক- সেজন্য সম্ভাব্য প্রায় সব কিছুই করেছে এক্সএআই স্টার্টআপের মালিক ইলন মাস্ক। এই প্রেক্ষাপটেই এবার ওপেনএআই-কে কিনে নেওয়ার প্রস্তাব পাঠালেন মাস্ক। তবে তাতে অল্টম্যান সাড়া দিবেন বলে মনে হচ্ছে না। বিশেষ করে ১৫৭ বিলিয়ন ডলার বাজারমূল্যের প্রতিষ্ঠানকে কেনার জন্য আপনি যখন ১০০ বিলিয়নেরও কম অফার করবেন, তখন এমন প্রস্তাবে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা যে শূন্যের কোঠায় তা আর বলার অপেক্ষা রাখে না।  

তথ্যসূত্র: রয়টার্স

ব্যবহারকারীদের অভিজ্ঞতায় ইতিবাচক পরিবর্তন আনতেই প্রায়শই নিত্যনতুন সব ফিচার নিয়ে আসে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। এবারে তাঁরা ‘ফুটনোটস’ নামে নতুন এক ফিচার চালু করার কথা জানিয়েছে। প্রথমে...
নিজের ৭০তম জন্মদিনে পৃথিবীতে প্রত্যাবর্তন করলেন নাসা’র সবচেয়ে বয়স্ক নভোচারী ডোনাল্ড (ডন) পেতিত। সুদীর্ঘ ৭ মাসেরও বেশি সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) কাটানোর পর আজ রোববার কাজাখস্তানে...
আন্তর্জাতিক মানি ট্রান্সফার পরিষেবা প্রদানকারী অ্যাপ ট্যাপট্যাপ সেন্ড চালু করেছে নতুন ফিচার ট্যাপট্যাপ সেন্ড ওয়ালেট। এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ভবিষ্যতে অর্থ পাঠানোর জন্য এই ওয়ালেটে অগ্রিম...
দেশের বাজারে আল্ট্রা স্লিম ডিজাইন ‘ভি৫০ লাইট’ মডেলের নতুন ফোন উন্মোচন করল ভিভো। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় তারকা ও ব্র্যান্ডটির শুভেচ্ছাদূত তাহসান রহমান খান এবং ভিভো বাংলাদেশের মার্কেটিং...
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের...
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ওই গৃহবধূর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
ভারত বাংলাদেশে রেল সংযোগ উদ্যোগের প্রায় পাঁচ হাজার কোটি রুপির তহবিল এবং অন্যান্য নির্মাণ-সম্পর্কিত কাজ স্থগিত করেছে। চলমান রাজনৈতিক অস্থিরতা এবং শ্রম সুরক্ষার কথা উল্লেখ করে এ সিদ্ধান্ত নেওয়া...
হাথুরুসিংহের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময়ে তিনি নাসুম আহমেদকে চড় মেরেছিলেন, যদিও সে অভিযোগ জোরের সঙ্গেই অস্বীকার করেছেন হাথুরুসিংহে। ওদিকে বিসিবির নবনির্বাচিত সভাপতি ফারুক আহমেদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.