সেকশন

সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
Independent Television
 

এমডাব্লিউসিতে নিজস্ব প্রযুক্তি প্রদর্শন করবে দেশীয় প্রতিষ্ঠান রিভ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩১ পিএম

দেশের বহুজাতিক আইটি প্রতিষ্ঠান রিভ সিস্টেমস  ৩ থেকে ৬ মার্চ স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৫-এ অংশগ্রহণ করতে যাচ্ছে। টেলিকম প্রযুক্তির এই বিশাল আয়োজনে তারা তাদের এআই এবং টেলিকম সফটওয়্যার পণ্য প্রদর্শন করবে বলেও জানায় প্রতিষ্ঠানটি।

২৫ ফেব্রুয়ারি রাজধানীর পূর্বাচলে অবস্থিত রিভ সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন গ্রুপ সিইও এম রেজাউল হাসান। এসময় তিনি বলেন, ‘এমডব্লিউসিতে আমাদের এবার ১২তম অংশগ্রহণ। এখানে আমরা আমাদের নতুন সংযোজিত প্রযুক্তিগুলো প্রদর্শন করতে যাচ্ছি। আমাদের উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং টেলিকম সল্যুশন বা পণ্যগুলো অপারেটরদের টেলিযোগাযোগ খাত উন্নয়নে অন্যতম ভূমিকা রাখবে বলে আশা করছি।’

মিডিয়া মিটে তাদের প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রতিষ্ঠানটির গ্রুপ সিইও। ছবি: ইনডিপেনডেন্ট

এমডব্লিউসিতে যে প্রযুক্তিগুলো উপস্থাপন করা হবে সেগুলো হলো- লাইভ কানেক্ট চ্যাটবট, ভার্চুয়াল রোমিং সলিউশন, এসএমএসসি প্ল্যাটফর্ম এবং সেলফ সার্ভিস হোলসেল ট্রেনিং প্ল্যাটফর্ম। এরই মধ্যে তারা এসটিসি কুয়েতের জন্য এআই চালিত চ্যাটবট ও লাইভ চ্যাট সল্যুশন সরবরাহ করেছে। এটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, বিভিন্ন ভাষায় গ্রাহক সেবা ও বিভিন্ন ডিজিটাল বা সোশ্যাল মিডিয়ার সাথে সংযুক্তি রয়েছে।

দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর মধ্যেও রিভের চ্যাটবট ও লাইভচ্যাট ব্যবহার করছে বিকাশ, ১০ মিনিট স্কুল, গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সসহ আরও অনেক প্রতিষ্ঠান।

টেলিকম খাতের জন্য রিভ তার সর্বশেষ সল্যুশনগুলোও প্রদর্শন করবে। যা অপারেটরদের জন্য নতুন আয়ের খাত তৈরির সুযোগ করে দেবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সম্প্রতি সুদানের মোবাইল অপারেটর ক্যানার রিভের ভার্চুয়াল রোমিং সলিউশন গ্রহণের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।

রেজাউল হাসান বলেন, ‘আমাদের ভার্চুয়াল রোমিং সলিউশন অপারেটরদের জন্য একটি গেম চেঞ্জার। এটি জিএসএম রোমিং ট্র্যাফিককে আইপি নেটওয়ার্কে পাঠাবে। ফলে গ্রাহকরা অতিরিক্ত খরচ ছাড়াই রোমিং সুবিধা গ্রহণ করতে পারবেন। একই সাথে বৈদেশিক মুদ্রারও সাশ্রয় হবে।’ 

এছাড়াও, কোম্পানিটি তাদের এসএমএসসি প্ল্যাটফর্ম এবং স্বয়ংক্রিয় হোলসেল প্ল্যাটফর্মসহ আরও কিছু অত্যাধুনিক প্রযুক্তি এই টেলিকম ইভেন্টে উপস্থাপন করবে।

অনুষ্ঠানে ই-কমার্স খাতের জন্য উদ্ভাবিত রিভের নতুন প্রযুক্তি ‘ভার্চুয়াল  ট্রায়াল  রুম’ উন্মোচন করে। এটি গ্রাহকদের পণ্য কেনার আগেই ভার্চুয়ালি ব্যবহার করার সুযোগ দেবে। ‘ভার্চুয়াল  ট্রায়াল  রুম’ ডিজিটাল ও ফিজিক্যাল অভিজ্ঞতার মধ্যে সেতুবন্ধন তৈরি করে গ্রাহকদের নতুন অভিজ্ঞতা প্রদান করবে।

এয়ারটেল, টেলিকম ওমান, ব্যাবিলন, এসটিসি কুয়েতের মতো আন্তর্জাতিক টেলিকম অপারেটরদের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে রিভ সিস্টেমস। তাদের উদ্ভাবনী সলিউশনের মাধ্যমে বিশ্বব্যাপী শক্তিশালী অবস্থান ধরে রাখছে প্রতিষ্ঠানটি।

ব্যবহারকারীদের অভিজ্ঞতায় ইতিবাচক পরিবর্তন আনতেই প্রায়শই নিত্যনতুন সব ফিচার নিয়ে আসে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। এবারে তাঁরা ‘ফুটনোটস’ নামে নতুন এক ফিচার চালু করার কথা জানিয়েছে। প্রথমে...
নিজের ৭০তম জন্মদিনে পৃথিবীতে প্রত্যাবর্তন করলেন নাসা’র সবচেয়ে বয়স্ক নভোচারী ডোনাল্ড (ডন) পেতিত। সুদীর্ঘ ৭ মাসেরও বেশি সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) কাটানোর পর আজ রোববার কাজাখস্তানে...
আন্তর্জাতিক মানি ট্রান্সফার পরিষেবা প্রদানকারী অ্যাপ ট্যাপট্যাপ সেন্ড চালু করেছে নতুন ফিচার ট্যাপট্যাপ সেন্ড ওয়ালেট। এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ভবিষ্যতে অর্থ পাঠানোর জন্য এই ওয়ালেটে অগ্রিম...
দেশের বাজারে আল্ট্রা স্লিম ডিজাইন ‘ভি৫০ লাইট’ মডেলের নতুন ফোন উন্মোচন করল ভিভো। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় তারকা ও ব্র্যান্ডটির শুভেচ্ছাদূত তাহসান রহমান খান এবং ভিভো বাংলাদেশের মার্কেটিং...
সিলেট টেস্টের প্রথম দিনটা একদমই সুখকর ছিল না বাংলাদেশের। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়ে গেছেন নাজমুল হোসেন শান্তরা। জবাবে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান তুলে...
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চীন সফরে যেসব পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে সেসব এগিয়ে নিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের...
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের...
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ওই গৃহবধূর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.