শীর্ষ এআই গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআই তাঁদের ‘সোরা’ ভিডিও জেনারেশন টুলটিকে নিজেদের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি’তে নিয়ে আসার পরিকল্পনা করছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ডিসকর্ড প্ল্যাটফর্মে আয়োজিত এক পারস্পরিক আলোচনা ও প্রশ্নোত্তর সেশনে ওপেনএআই’র কর্তাব্যক্তিরা তাঁদের এই ইচ্ছার কথা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ডিসেম্বরে ওপেনএআই তাঁদের ‘সোরা’ ভিডিও জেনারেশন টুলের জন্য আলাদা একটি ওয়েব অ্যাপ চালু করে, যার মাধ্যমে সোরা এআই ভিডিও মডেলটি অ্যাক্সেস করতে পারছেন ব্যবহারকারীরা। সোরা এআই মডেলটি ব্যবহার করে বর্তমানে সর্বোচ্চ ২০ সেকেন্ডের সিনেম্যাটিক ভিডিও ক্লিপ তৈরি করা যাচ্ছে।
তবে ওপেনএআই’র প্রোডাক্ট লিড (প্রধান) রোহান সাহায় বলছেন, তাঁর প্রতিষ্ঠান সোরা এআই টুলটির ব্যবহার ও সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা করছে। আর সে লক্ষ্যেই সোরা-কে বহুল ব্যবহৃত চ্যাটজিপিটি’তে সমন্বয় করতে চাইছে তাঁরা। ডিসেম্বরে সোরার জন্য স্বতন্ত্র ওয়েব অ্যাপ চালুর আগে ওপেনএআই প্রাথমিকভাবে এই ভিডিও জেনারেশন টুলটিকে সৃজনশীল ব্যক্তি ও ভিডিও তৈরির স্টুডিওগুলোর কাছেই বেশি করে প্রচার করেছে। তবে আরও বেশি ব্যবহারকারীর কাছে টুলটিকে পৌঁছে দিতে এখন সমন্বিত প্রচেষ্টা চালাচ্ছে ওপেনএআই।
সাহায় আরও বলেছেন যে, সোরা মডেলটিকে চ্যাটজিপিটি’তে যুক্ত করতে সক্রিয়ভাবে কাজ করছে ওপেনএআই। তবে কবে নাগাদ তাঁরা এটা করে উঠতে পারবে এ বিষয়ে কিছু জানাননি তিনি। এখানে উল্লেখ্য যে, সোরা’র ওয়েব অ্যাপে যে ধরণের নিয়ন্ত্রণ ও ফিচার উপভোগ করেন ব্যবহারকারীরা তেমনটা বোধহয় চ্যাটজিপিটি’তে করতে পারবেন না। এমনটাই ইঙ্গিত দিয়েছেন সাহায়। সোরার ওয়েব অ্যাপটিতে ব্যবহারকারীরা বিভিন্ন ভিডিও ফুটেজ জোড়া লাগানোসহ ভিডিও এডিটিংয়ের বিভিন্ন কাজ করতে পারে।
চ্যাটজিপিটি’তে সোরা এআই টুলটি নিয়ে আসার পেছনে ওপেনএআই’র আরেকটি উদ্দেশ্য হচ্ছে চ্যাটবটটিকে আরও আকর্ষণীয় করে তোলা। বিশেষ করে সাম্প্রতিক সময়ে চীনের এআই প্ল্যাটফর্ম ডিপসিক আসার পর এআই খাতে নিজেদের অবস্থান ধরে রাখতে ওপেনএআই বেশ সক্রিয় হয়ে উঠেছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগও নিয়েছে।
চ্যাটজিপিটি’র ব্যবহারকারীদেরকে সোরা এআই মডেলটি ব্যবহারের সুযোগ করে দেওয়ার বিষয়টিও এমনই এক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে চ্যাটজিপিটি’র প্রিমিয়াম সাবসক্রিপশন নিতেও উৎসাহিত হবেন ব্যবহারকারীরা, এমনটাই আশা প্রতিষ্ঠানটির। প্রিমিয়াম ব্যবহারকারীরা স্বাভাবিকভাবেই সাধারণ ব্যবহারকারীদের তুলনায় আরও বেশি ভিডিও তৈরির সুযোগ পাবেন।
শুক্রবারের সেশনে সাহায় আরও বলেন যে, চ্যাটজিপিটির ইনটারফেসকে সহজ ও ব্যবহারকারী-বান্ধব রাখার জন্যই সোরা ভিডিও টুলটির জন্য আলাদা একটি ওয়েব অ্যাপ নিয়ে আসে ওপেনএআই। ওয়েব অ্যাপ চালুর পর থেকেই প্রতিষ্ঠানটি নিজেদের কমিউনিটি’তে বিভিন্নভাবে সোরার ব্যবহার বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছে। ব্যবহারকারীরা যাতে বিভিন্ন উপায়ে সোরা ব্যবহার করে এআই ভিডিও তৈরি করতে পারে তার সুযোগও তৈরি করে দিয়েছে ওপেনএআই।
এবারে তাঁরা সোরা টুলটির জন্য আলাদা একটি মোবাইল অ্যাপ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানা গেছে। এছাড়া সোরা এআই টুলটির ওপর ভিত্তি করে একটি এআই ইমেজ জেনারেটরও তৈরি করতে চাইছে ওপেনএআই এবং এ লক্ষ্যে ইতোমধ্যেই তাঁরা কাজও শুরু করেছে। সোরা-কেন্দ্রিক একটি ইমেজ জেনারেটর তৈরির বিষয়টি বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল, তবে এবারে বিষয়টি নিশ্চিত করেছেন রোহান সাহায়।
অবশ্য চ্যাটজিপিটি’তে ইমেজ বা ছবি তৈরির ফিচারটি অনেক আগে থেকেই আছে। এক্ষেত্রে ওপেনএআই তাঁদের ডাল-ই ৩ (ডাল-ই থ্রি) এআই মডেলটি ব্যবহার করে থাকে। তবে সোরা মডেলটি ব্যবহার করে আরও বেশি বাস্তবসম্মত বা ফটোরিয়েলিস্টিক ছবি জেনারেট করতে পারবেন ব্যবহারকারীরা। সাহায় আরও জানিয়েছেন যে, ওপেনএআই বর্তমানে সোরা টার্বো মডেলের নতুন একটি ভার্সন নিয়েও কাজ করছে। উল্লেখ্য, সোরা ওয়েব অ্যাপটি বর্তমানে সোরা টার্বো মডেলের উপর ভিত্তি করেই তৈরি।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ