সেকশন

শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
Independent Television
 

‘কেয়ারলেস পিপল’ নিয়ে বিপাকে জাকারবার্গের মেটা!

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৭:৪৮ পিএম

প্রাক্তন কর্মী সারাহ ইউন-ইউলিয়ামসের লেখা চাঞ্চল্যকর বই ‘কেয়ারলেস পিপল’ নিয়ে বিপাকেই পড়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা। ইউন-ইউলিয়ামসের বইটি জুড়ে আছে মেটা সম্পর্কিত বিভিন্ন গোপন ও বিতর্কিত বিষয়। প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গ থেকে শুরু করে মেটার শীর্ষ কর্তাব্যক্তিদের সম্পর্কে বইটি’তে এমন সব নেতিবাচক তথ্য রয়েছে, যেগুলোকে ‘মিথ্যা ও মানহানিকর’ বলে আখ্যা দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে কিছুটা রেহাই মিলেছে আমেরিকান আর্বিট্রেশন অ্যাসোসিয়েশনের তরফ থেকে।

আমেরিকান আর্বিট্রেশন অ্যাসোসিয়েশনের সংকটকালীন বিচারক নিকোলাস গোয়েন বুধবার (১২ মার্চ) এক শুনানির পর রায়ে বলেন যে, জরুরী ব্যবস্থা না নিলে মেটা 'তাৎক্ষণিক, অপূরণীয় ক্ষতির’ সম্মুখীন হবে। আর সে কারণেই তিনি বইটির প্রচার সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। 

রায়ে বলা হয়েছে যে, উইন-উইলিয়ামসের উচিত বইটির প্রচার বন্ধ করা এবং যতটা সম্ভব বইটির পুনরায় প্রকাশ না করা। তবে রায়ে প্রকাশকের তরফ থেকে কোনো প্রকার পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়নি।

উল্লেখ্য, বইটির লেখক সারাহ ইউন-ইউলিয়ামস শুনানির সময় উপস্থিত ছিলেন না। তবে শুনানিতে অংশ নিয়েছেন বইটির প্রকাশক ম্যাকমিলান। শুনানিতে ম্যাকমিলানের প্রতিনিধি নিজেদের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন যে, তাঁর প্রতিষ্ঠান সালিশি চুক্তির অধীনে দায়বদ্ধ নয়, যেটা কর্মচারী ও কোম্পানির মধ্যে বিচ্ছেদ চুক্তির অংশ ছিল। 

জরুরী এই সালিশি রায় নিজেদের পক্ষে আসায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে মেটায়। প্রতিষ্ঠানটির মুখপাত্র অ্যান্ডি স্টোন মেটার মালিকানাধীন প্ল্যাটফর্ম থ্রেডসে পোস্ট করে বলেন, ‘এই রায় নিশ্চিত করে যে, সারাহ উইন-উইলিয়ামসের মিথ্যা ও মানহানিকর বইটি কখনই প্রকাশিত হওয়া উচিত হয়নি।’

উল্লেখ্য, ইউন-ইউলিয়ামস এক সময় মেটার গ্লোবাল পাবলিক পলিসি ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। বইটি’তে সারাহ ইউন-ইউলিয়ামস তাঁর মেটায় চাকরিকালীন অভিজ্ঞতা শেয়ার করেছেন, যেখানে জাকারবার্গের পাশাপাশি প্রাক্তন চিফ অপারেটিং অফিসার (সিওও) শেরিল স্যান্ডবার্গ ও বর্তমান চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলান সম্পর্কে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছেন এবং মেটার আভ্যন্তরীণ গোপন বিভিন্ন বিষয় শেয়ার করেছেন। 

দ্য নিউইয়র্ক টাইমসের রিভিউতে ‘কেয়ারলেস পিপল’ বইটি সম্পর্কে বলা হয়েছে এভাবে: ‘বিশ্বের অন্যতম প্রভাবশালী কোম্পানির গোপন ও কুৎসিত দিকগুলোর বিশদ বিবরণ’। আমেরিকান আর্বিট্রেশন অ্যাসোসিয়েশনের দেওয়া রায় সম্পর্কে ইউন-ইউলিয়ামস ও ম্যাকমিলান এখনও তাঁদের প্রতিক্রিয়া জানায়নি। 

তথ্যসূত্র: রয়টার্স

এই ঈদে প্রিমিয়াম হোম অ্যাপ্লায়েন্স বা ইলেকট্রনিক পণ্য কেনার বিশেষ অফার নিয়ে এসেছে প্রযুক্তি ব্র্যান্ড স্যামসাং। ঈদকে কেন্দ্র করে তাদের চলছে বিশেষ ক্যাম্পেইন ‘ঈদের খুশি স্যামসাংয়ে বেশি’। এর আওতায়...
এমডাব্লিউসি ২০২৫-এর ইভেন্টে উদ্ভাবনী সব প্রযুক্তির প্রদর্শন করেছে ইনফিনিক্স। যার মাধ্যমে ভবিষ্যতের প্রযুক্তির প্রতি তাদের প্রতিশ্রুতি আরও শক্তিশালী করেছে। এআই, ইকো-টেক ও নিজস্ব উদ্ভাবনের মাধ্যমে...
অতিশয় পাতলা বা আলট্রা-থিন স্মার্টফোনের ট্রেন্ড শুরু হয়েছে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে। আইফোন ১৭ এয়ার নিয়ে জল্পনা-কল্পনা চলছে দীর্ঘদিন ধরেই, যদিও আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কিছুই জানায়নি অ্যাপল।...
স্পেনের বার্সেলোনা আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৫-এ উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে হাজির হয় টেকনো। এখানে টেকনো তাদের এআই ইকোসিস্টেম থেকে বিভিন্ন উদ্ভাবনী ও অত্যাধুনিক পণ্য প্রদর্শন করে।...
বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে আজ শনিবার গোলটেবিল বৈঠক করবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এদিন দুপুর ১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। 
নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোররাত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ব্রাজিলের দুঃসংবাদের এখানেই শেষ নয়। নেইমার ছাড়াও ছিটকে গেছেন ম্যানচেস্টার সিটির গোলকিপার এদেরসন ও ফ্ল্যামেঙ্গোর রাইট ব্যাক দানিলো। এ তিনজনের পরিবর্তে দলে ডাক পেয়েছেন রেয়াল মাদিদ্রের তরুণ ফরোয়ার্ড...
বাড়ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগের পরিমাণ। প্রতিদিন গড়ে জমা হচ্ছে দেড় শ অভিযোগ। তবে আইন সংস্কার না হলে ই-কমার্স, ব্যাংক, টেলিকম ও স্বাস্থ্যখাতে ব্যবস্থা নিতে পারছে না সংস্থাটি। এতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.