সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
Independent Television
 

ইনটেলে নিয়োগ পেলেন নতুন সিইও, কে তিনি?

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১০:৫৮ পিএম

বিশ্বের অন্যতম শীর্ষ সেমিকনডাকটর নির্মাতা প্রতিষ্ঠান ইনটেলের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। এনভিডিয়ার মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর সামনে এআই চিপের বাজারে দাঁড়াতেই পারছে না প্রতিষ্ঠানটি। সুদিনের আশাতেই ইনটেলের পরিচালনা পর্ষদ এবার নতুন চিপ অপারেটিং অফিসার (সিইও) নিয়োগ দিয়েছে। কে হলেন ইনটেলের নতুন প্রধান নির্বাহী, চলুন জেনে নেওয়া যাক।

বুধবার ইনটেল তাঁদের প্রাক্তন বোর্ড সদস্য লিপ-বু তানকে তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও হিসেবে নিয়োগ দিয়েছে। চিপ শিল্পের অভিজ্ঞ এই ব্যক্তিকে সিইও হিসেবে নিয়োগ দেওয়ার মাধ্যমে ইনটেল স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, তাঁদের চিপ ডিজাইন ও চিপ উৎপাদন কার্যক্রমকে বিভক্ত করার সম্ভাবনা কমই। 

লিপ-বু তান এর নিয়োগ কার্যকর হতে চলেছে চলতি মাসের (মার্চের) ১৮ তারিখ থেকে। মাস তিনেক আগে বরখাস্ত হওয়া প্যাট গেলসিঙ্গারের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তিনি। ইনটেলের সুদিন ফেরাতে সিইও গেলসিঙ্গারের ব্যয়বহুল ও উচ্চাভিলাষী পরিকল্পনা বিনিয়োগকারীদের আস্থা অর্জনে ব্যর্থ হওয়ার পরই তাঁকে সরিয়ে দেয় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। এবারে লিপ-বু তান এর নেতৃত্বে ইনটেল তাঁদের হারানো গৌরব ফিরে পাবে, এমনটাই আশা করছেন প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীরা।

গেলসিঙ্গারের প্রস্থানের পর থেকেই প্রাক্তন বোর্ড সদস্য লিপ-বু তান সিইও হিসেবে বিবেচিত হয়ে আসছিলেন। চিপ শিল্পে যেমন আছে তাঁর গভীর অভিজ্ঞতা, তেমনি প্রতিশ্রুতিশীল বিভিন্ন স্টার্টআপে বিনিয়োগকারী হিসেবেও তিনি দীর্ঘদিন যুক্ত ছিলেন। ফলে আশা করা যাচ্ছে ইনটেলের জন্য কৌশলী বিনিয়োগ পরিকল্পনা তৈরি ও তার কার্যকর বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। 

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইনটেলের পরিচালনা পর্ষদ গত ডিসেম্বরেই লিপ-বু তানকে পুনরায় ইনটেলে যোগ দেওয়ার আহ্বান জানায়, তবে এবারে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে। এরপর দু’পক্ষের মাঝে সার্বিক আলোচনা সম্পন্ন হওয়ার পর এবার আনুষ্ঠানিক ঘোষণা এল।

স্টার ওয়ার্স ফ্র্যানচাইজি’র ফ্যান, অথচ ‘ড্রয়েড’ রোবটের সাথে পরিচয় নেই- এমন ব্যক্তি খুঁজে পাওয়া বেশ কঠিনই বটে। স্টার ওয়ার্স সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন এমন ব্যক্তি মাত্রই পর্দায় মানবসদৃশ ড্রয়েড...
বাংলাদেশের বাজেটের প্রায় অর্ধেক পরিমাণ অর্থ খরচ করে একটি প্রতিষ্ঠান কিনতে যাচ্ছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। সাইবার নিরাপত্তা (সাইবার সিকিউরিটি) প্রতিষ্ঠান ‘উইজ’-কে অধিগ্রহণের জন্য রেকর্ড ৩২ বিলিয়ন...
দেশের বাজারে নতুন দুটি স্মার্টফোন নিয়ে এলো শাওমি। ঈদকে সামনে রেখে আনা ফোন দুটি হলো- রেডমি নোট ১৪ প্রো এবং শাওমি রেডমি এ৫। ২০ মার্চ রাজধানীর এক অভিজাত হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই স্মার্টফোন...
নতুন ফিচার নিয়ে আসার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ তাঁদের ব্যবহারকারীদের চাহিদা ও প্রয়োজনকে প্রাধান্য দিয়ে থাকে, যাতে করে ব্যবহারকারীদের অভিজ্ঞতায় ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা যায়। এই লক্ষ্যেই গত বছরের...
ম্যানচেস্টার ইউনাইটেডের সহ-মালিক জিম র‍্যাটক্লিফের শখের প্রকল্প নিয়ে প্রশ্ন উঠেছে। ইউনাইটেডের থিয়েটার অব ড্রিমসকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্টেডিয়াম বানানোর জন্য জনগণের অর্থ ব্যবহার করার ইচ্ছা নিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.