সেকশন

বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
Independent Television
 

মহাকাশে আটকে পড়া সুনীতাদের ফেরাতে রওনা দিল মাস্কের মহাকাশযান

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১১:২১ এএম

সুনীতা উইলিয়াম ও তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোরকে মহাকাশ থেকে ফেরাতে রওনা দিয়েছে ইলন মাস্কের স্পেসএক্সের মহাকাশযান ক্রু–১০। সুনীতারা দীর্ঘ ৯ মাস ধরে মহাকাশে আটকা পড়ে আছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ শনিবার সকালে নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশের উদ্দেশে রওনা দিয়েছে ক্রু–১০ মহাকাশযান। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বুধবার পৃথিবীতে ফিরে আসতে পারেন সুনীতা ও ব্যারি।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই মহাকাশযানে চারজন মহাকাশচারী আন্তর্জাতিক স্পেস স্টেশনের (আইএসএস) উদ্দেশে পাড়ি দিয়েছেন। এদের মধ্যে নাসা ছাড়াও জাপান ও রাশিয়ার প্রতিনিধি রয়েছেন। তাঁরা হলেন, নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ।

গত বৃহস্পতিবার মহাকাশযান ক্রু–১০ এর উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু সাময়িক সমস্যার কারণে তা পিছিয়ে যায়। পরে আজ শনিবার মহাকাশের উদ্দেশে রওনা দেয় স্পেসক্র্যাফটটি। এই মহাকাশযান উৎক্ষেপণের সময়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে নাসা।

গত বছরের জুনে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা উইলিয়াম ও বুচ। আট দিন পরই তাদের পৃথিবীতে ফেরার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তাঁরা আটকে পড়েন। তাঁরা যে বোয়িং স্টারলাইনারে চেপে মহাকাশে গিয়েছিলেন, সেটিতে ত্রুটি ধরা পড়ে।

পরে নাসা জানায়, ত্রুটিপূর্ণ যানে তাঁদের ফেরাটা ঝুঁকিপূর্ণ, তাই মহাকাশযানটি খালি অবস্থায় পৃথিবীতে ফিরিয়ে আসা হয়েছে। তখন থেকে মহাকাশেই আটকা পড়ে আছেন সুনীতা ও বুচ।

ইলন মাস্কের এআই প্রতিষ্ঠান এক্সএআই এবার নতুন করে ২০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ উত্তোলন করতে চাইছে। শুক্রবার (২৬ এপ্রিল) সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে...
নিজের ৭০তম জন্মদিনে পৃথিবীতে প্রত্যাবর্তন করলেন নাসা’র সবচেয়ে বয়স্ক নভোচারী ডোনাল্ড (ডন) পেতিত। সুদীর্ঘ ৭ মাসেরও বেশি সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) কাটানোর পর আজ রোববার কাজাখস্তানে...
ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজে পেতে বহু বছর ধরে গবেষণা চালিয়ে আসছেন বিজ্ঞানীরা। বিভিন্ন সময় সাফল্য কিছু পেলেও নিশ্চিতভাবে প্রাণের অস্তিত্ব আছে এমন অকাট্য প্রমাণ এখনও কোথাও পাওয়া যায়নি। তবে এবারে...
মহাকাশে নতুন মাইলফলক অর্জন করল বিলিয়নিয়ার জেফ বেজোসের মহাকাশ প্রতিষ্ঠান ব্লু অরিজিন। ১৯৬৩ সালের পর এই প্রথম কোনো মহাকাশযাত্রা হলো পুরুষ যাত্রী ছাড়াই। ছয় নারী ঘুরে এলেন মহাকাশ থেকে। এর মধ্যে রয়েছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.