সেকশন

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
Independent Television
 

শক্তিশালী এআই মডেল ‘লামা ৪’ নিয়ে এল জাকারবার্গের মেটা

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১০:১৬ পিএম

পরবর্তী প্রজন্মের লামা এআই মডেল নিয়ে এসেছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা। লামা ৪ নামের নতুন সংস্করণটি গত শনিবার (৫ এপ্রিল) উন্মুক্ত করেছে মেটা এআই। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে যে, লামা ৪ স্কাউট ও লামা ৪ মাভেরিক মডেল দুটি এখন পর্যন্ত তাঁদের সবচেয়ে উন্নত এআই মডেল এবং প্রচলিত জনপ্রিয় লার্জ ল্যাংগুয়েজ মডেলগুলোর (এলএলএম) সমকক্ষ।

লামা ৪ ভার্সনের এআই মডেল দুটি (স্কাউট ও মাভেরিক) মাল্টিমডাল এআই সক্ষমতাসম্পন্ন। অর্থাৎ স্কাউট ও মাভেরিক মডেল দুটিতে সব ধরণের কনটেন্ট (টেক্সট, ইমেজ, অডিও ও ভিডিও) ইনপুট দেওয়া যাবে এবং ইচ্ছেমতো যেকোনো ফরম্যাটে আউটপুট জেনারেট করা যাবে। নিজেদের শ্রেণীর মাল্টিমডাল এআই মডেলগুলোর মধ্যে স্কাউট ও মাভেরিক সেরা, এমনটাই দাবি করা হয়েছে মেটার বিবৃতিতে। 

লামা ৪ সংস্করণের মাভেরিক ও স্কাউট মডেল দুটিকে ওপেন সোর্স সফটওয়্যার হিসেবেও ঘোষণা করেছে মেটা। অর্থাৎ, কেউ চাইলে এই মডেল দুটিকে নিজেদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কাজের উপযোগী করে কাস্টমাইজ করে নিতে। এজন্য কোনো অর্থও প্রদান করতে হবে না ব্যবহারকারীদেরকে।

মাভেরিক ও স্কাউট মডেল দুটির পাশাপাশি লামার নতুন সংস্করণে আরও একটি মডেল আছে, যার নাম লামা ৪ বেহিমথ। মেটা বলছে, বেহিমথ তাঁদের এযাবতকালের সবচেয়ে শক্তিশালী এআই মডেল এবং বর্তমানে প্রচলিত সবচেয়ে বুদ্ধিমান এআই মডেলগুলোর একটি। বেহিমথ মূলত একটি টিচার মডেল, অর্থাৎ নতুন এআই মডেলের প্রশিক্ষণে ব্যবহার করা হয় এটি। উল্লেখ্য, ‘ডিস্টিলেশন’ প্রক্রিয়া ব্যবহার করে বেহিমথ টিচার মডেলটি দিয়েই প্রশিক্ষণ দেওয়া হয়েছে লামা ৪ স্কাউট ও লামা ৪ মাভেরিক মডেল দুটিকে।

২০২২ সালের নভেম্বরে ওপেনএআই বাজারে নিয়ে আসে জেনারেটিভ (জেন) এআই প্রযুক্তির চ্যাটবট চ্যাটজিপিটি। এরপর থেকেই হু হু করে বাড়তে থাকে এআই প্রযুক্তির জনপ্রিয়তা। বিশেষ করে জেন এআই-ভিত্তিক বিভিন্ন টুল ও ফিচারে রীতিমতো সয়লাব হয়ে যায় প্রযুক্তি বাজার। উত্তরোত্তর বিনিয়োগও বৃদ্ধি পেতে থাকে এ খাতে। মাইক্রোসফট, গুগল, অ্যামাজনের মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো মোটা অংকের অর্থ বিনিয়োগ করে এআই খাতে। ফলে এআই’র বাজারে বর্তমানে চ্যাটজিপিটির সমকক্ষ বা তাঁর চেয়েও শক্তিশালী এআই চ্যাটবট ও মডেল রয়েছে।

মার্ক জাকারবার্গের সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা নিজেও এআই খাতে বড় অংকের অর্থ বিনিয়োগ করেছে। তাঁদের ওপেন সোর্স এআই মডেল লামা ইতোমধ্যেই বহুল-ব্যবহৃত মডেলগুলোর একটি। বিশেষ করে ওপেন সোর্স হওয়ার কারণে অনেকেই লামা মডেলটিকে কাস্টমাইজ করে ব্যবহার করছে। উল্লেখ্য, মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে যেমন ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপে লামা-ভিত্তিক এআই অ্যাসিসট্যান্ট ব্যবহারের সুযোগ রয়েছে।

মেটা এ বছর এআই অবকাঠামোর উন্নয়নে ৬৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে বলে ঘোষণা করেছে বছরের শুরুতেই। যদিও এআই খাতে বড় অংকের অর্থায়নের বিপরীতে মুনাফা অর্জন এখনও আশানুরূপ নয় কোনো প্রতিষ্ঠানেরই। ফলে বিনিয়োগকারীদের চাপ রয়েছে মেটার মতো প্রতিষ্ঠানগুলোর ওপর। কিন্তু তা স্বত্বেও, অচিরেই এআই খাতে বিনিয়োগ হ্রাস, এমন সম্ভাবনা দেখা যাচ্ছে না।

তথ্যসূত্র: মেটা, রয়টার্স,

গুগলের সার্চ পরিষেবার ওপর নিয়ন্ত্রণ আরও বাড়ানোর পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার। আজ মঙ্গলবার (২৪ জুন) দেশটির প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা ‘কম্পিটিশন এন্ড মার্কেট অথরিটি’ জানিয়েছে, তাঁরা গুগলকে...
আইফোন নির্মাতা অ্যাপল এবার এআই প্রতিষ্ঠান পারপ্লেক্সিটি কেনার কথা ভাবছে। তবে শুধু ভাবনার মধ্যেই সীমাবদ্ধ নেই তাঁরা। ইতোমধ্যেই আভ্যন্তরীণভাবে আলোচনা শুরু করেছে অ্যাপল। অবশ্য এআই সক্ষমতার সার্চ...
অবশেষে রাস্তায় দেখা যাবে ইলন মাস্কের বহুল-আলোচিত চালকবিহীন, স্ব-চালিত (সেলফ-ড্রাইভিং) পরিবহণ সেবা ‘রোবোট্যাক্সি’-কে। আজ রোববার (২২ জুন) আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে সীমিত পরিসরে শুরু...
তথ্যপ্রযুক্তিনির্ভর উদ্ভাবন, কর্মসংস্থান ও বৈশ্বিক অংশীদারিত্বের সম্মিলন ঘটানোর মাধ্যমে শুরু হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৫’। গতকাল (২১ জুন) রাজধানী ঢাকার সেনাপ্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো...
ইতিবাচক দেশের দুই শেয়ার বাজার। মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক বেড়েছে ২২ দশমিক ছয় দুই পয়েন্ট। আগের দিনের চেয়ে লেনদনেও বেড়েছে ৯৬ কোটি টাকার বেশি। শেয়ারদর বেড়েছে প্রায় ৫৮ ভাগ প্রতিষ্ঠানের। এদিকে,...
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মো. আমির হোসেন শামীম (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ইরানের তিন পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার পর জানা গেল, সেখানে নেই ৪০০ কেজি ইউরেনিয়াম। তাহলে কি হামলার আগেই ওই ইউরেনিয়াম সরিয়ে ফেলে তেহরান? এই প্রশ্নে চিন্তিত হোয়াইট হাউস। আজ মঙ্গলবার আমেরিকার ভাইস...
ইরান-ইসরায়েল সংঘাতের জেরে জ্বালানি তেল ও এলএনজি আমদানিতে কোনো প্রভাব পরেনি। তাই আগমী মাসে জ্বালানি তেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। 
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.