সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল এবার বিপাকে পড়েছে এশিয়ার দেশ জাপানে। আজ মঙ্গলবার দেশটির প্রতিযোগিতা পর্যবেক্ষক সংস্থা গুগলের বিরুদ্ধে প্রতিযোগিতা-বিরোধী কার্যকলাপের অভিযোগ এনেছে। শুধু তাই নয়, প্রতিযোগিতা-বিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকতে গুগলকে আইনগত নির্দেশনাও দিয়েছে জাপান ফেয়ার ট্রেড কমিশন বা জেএফটিসি।
জাপান ফেয়ার ট্রেড কমিশনের (জেএফটিসি) দেওয়া তথ্য অনুযায়ী, গুগল তাঁদের সার্ভিসগুলোকে প্রাধান্য দিতে স্মার্টফোন নির্মাতাদের বাধ্য করছে। এই অভিযোগের প্রেক্ষিতে গুগলকে অবশ্যই এখন একটি স্বাধীন থার্ড পার্টি প্রতিষ্ঠানকে নিয়োগ করতে হবে, যার কাজ হবে গুগলের কর্মকাণ্ডের ওপর নজর রাখা এবং এ সম্পর্কে জেএফটিসি’কে নিয়মিত রিপোর্ট করা।
উল্লেখ্য, এই প্রথম আমেরিকান কোনো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন অভিযোগ উঠল জাপানে। স্বাভাবিকভাবেই বিষয়টিতে খুশি নয় অ্যালফাবেটের মালিকানাধীন প্রতিষ্ঠান গুগল।
জাপান ফেয়ার ট্রেড কমিশনের (জেএফটিসি) আনা অভিযোগ ও প্রতিযোগিতা-বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনায় হতাশা ব্যক্ত করেছে গুগল। তবে অ্যান্ড্রয়েডকে জাপানের প্রতিযোগিতামূলক বাজারে ব্যবহারকারীদের পছন্দের তালিকায় রাখতে জেএফটিসি’র সাথে কাজ করবে বলেও জানিয়েছে গুগল।
আমেরিকার শীর্ষ বেশ ক’টি প্রতিষ্ঠানই সাম্প্রতিক সময়ে আমেরিকা ও ইউরোপের বাজারে প্রতিযোগিতা-বিরোধী কার্যকলাপের জন্য অভিযুক্ত হয়েছে। তবে জাপানের বাজারে এমনটা এর আগে কখনও হয়নি। উল্লেখ্য, গুগলের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন দেশে তাঁদের সার্চ ইঞ্জিন ও ক্রোম ব্রাউজারকে প্রাধান্য দিতে স্মার্টফোন নির্মাতাদের ওপর চাপ প্রয়োগের অভিযোগ এসেছে।
তথ্যসূত্র: রয়টার্স