চীনের বাজারে উন্নত এআই চিপ রপ্তানিতে মার্কিন নিষেধাজ্ঞার সম্মুখীন চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এই সমস্যা থেকে উত্তরণে এআই চিপ নির্মাতা এনভিডিয়া নতুন কৌশলের আশ্রয় নিয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে চীনের গ্রাহকদের জন্য তৈরি চিপগুলোর নকশায় পরিবর্তন নিয়ে আসছে এনভিডিয়া। গতকাল শুক্রবার (২ মে) সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন তাঁদের এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে।
আলিবাবা, বাইটড্যান্স (টিকটকের মালিক প্রতিষ্ঠান) ও টেনসেন্টসহ চীনের শীর্ষ গ্রাহকদেরকে ইতোমধ্যেই চিপের নকশায় পরিবর্তনের বিষয়টি জানিয়েছে এনভিডিয়া। কথোপকথনে অংশ নেওয়া তিন ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য ইনফরমেশন। চীনে রপ্তানির জন্য প্রস্তুতকৃত এআই চিপগুলোকে আমেরিকার রপ্তানি নীতিমালার সাথে সঙ্গতিপূর্ণ করে তুলতেই এই উদ্যোগ নিয়েছে বিশ্বের শীর্ষ এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
গত মাসের (এপ্রিলের) মাঝামাঝিতে চীন সফর করেন এনভিডিয়া’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। তাঁর চীন সফরের কয়েক দিন আগেই আমেরিকা সরকার চীনের বাজারে এনভিডিয়ার এইচ২০ এআই চিপ রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করে। অথচ তখন পর্যন্ত এটি-ই ছিল চীনের বাজারে রপ্তানির অনুমতিপ্রাপ্ত সবচেয়ে উন্নত এআই চিপ। এর ফলে ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার (৬৬ হাজার কোটি টাকারও বেশি) ক্ষতির সম্মুখীন হবে বলেও সে সময় জানিয়ছে এনভিডিয়া।
চীন-আমেরিকা শুল্কযুদ্ধের প্রেক্ষাপটে চীনে এআই চিপ রপ্তানিতে মার্কিন প্রশাসনের নতুন এই বিধিনিষেধ অচিরেই শিথিল হবে এমন সম্ভাবনা কম। বিষয়টি আঁচ করেই চীন সফরকালে এনভিডিয়া সিইও তাঁদের গ্রাহকদেরকে চিপের নকশায় পরিবর্তন নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়ে এসেছেন।
দ্য ইনফরমেশনের প্রতিবেদন অনুযায়ী এনভিডিয়ার তরফ থেকে চীনা গ্রাহকদেরকে জানানো হয়েছে যে, নতুন চিপের একটি নমুনা জুন মাস নাগাদ তৈরি হয়ে যাবে। উল্লেখ্য, এনভিডিয়ার এযাবতকালের সবচেয়ে উন্নত এআই চিপ হচ্ছে ব্ল্যাকওয়েল সিরিজের চিপগুলো, যেগুলোর কোনোটিই এখনও পর্যন্ত চীনের বাজারে রপ্তানিযোগ্য নয়। তবে দ্য ইনফরমেশনের প্রতিবেদন বলছে, মার্কিন রপ্তানি নীতির সাথে সঙ্গতি রেখে এনভিডিয়া ব্ল্যাকওয়েল সিরিজের একটি এআই চিপ তৈরি করছে যেটা চীনের বাজারে রপ্তানি উপযোগী হবে।
দ্য ইনফরমেশনে প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি বাইটড্যান্স, আলিবাবা, টেনসেন্ট এবং আমেরিকার কমার্স ডিপার্টমেন্ট। এনভিডিয়া এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
এনভিডিয়ার উন্নত এআই চিপ চীনের বাজারে রপ্তানি বেশ বিতর্কিত একটি বিষয়। যদিও এনভিডিয়ার জন্য চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার। তবে বিশ্ব অর্থনীতিতে চীন-আমেরিকা দ্বৈরথ প্রকট হওয়ার প্রেক্ষপটে ২০২২ সাল থেকেই চিপস অ্যাক্টের অধীনে মার্কিন প্রশাসন চীনের বাজারে উন্নত চিপ রপ্তানি নিয়ন্ত্রণ করতে শুরু করে। এরপর থেকে প্রতি বছরই এই নিয়ন্ত্রণ আগের তুলনায় আরও প্রকট হয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স