আমেরিকায় আগামী চার বছরে ৫০০ বিলিয়ন ডলার মূল্যের এআই সার্ভার তৈরি করবে এনভিডিয়া। এই বিশাল পরিমাণ এআই সার্ভারের একটি অংশ তৈরি হবে তাইওয়ানের প্রতিষ্ঠান উইসট্রনের ফ্যাক্টরিতে। আমেরিকার ডালাসে নির্মাণাধীন এই ফ্যাক্টরিটি আগামী বছরই উৎপাদনের জন্য প্রস্তুত হবে বলে আজ শুক্রবার জানিয়েছে উইসট্রন।
আমেরিকায় তাঁদের ফ্যাক্টরি ব্যবহারের জন্য এনভিডিয়া ছাড়াও অন্যান্য গ্রাহকের সাথে কথা বলছে উইসট্রন। এই ফ্যাক্টরিতে উচ্চ সক্ষমতার কম্পিউটিং ও এআই পণ্য তৈরি করা যাবে বলে জানিয়েছে উইসট্রনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ লিন। যদিও এআই পণ্য সম্পর্কে বিস্তারিত কিছুই বলেননি তিনি।
গত মাসে (এপ্রিলে) এনভিডিয়া জানিয়েছে যে, তাঁরা সুপারকম্পিউটার তৈরির জন্য ফ্যাক্টরি (ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট) নির্মাণ করতে চলেছে। এক্ষেত্রে অংশীদার হিসেবে তাঁদের সাথে আছে তাইওয়ানের দুই প্রতিষ্ঠান ফক্সকন ও উইসট্রন। ফক্সকনকে সাথে নিয়ে টেক্সাসের হিউস্টনে এবং উইসট্রনকে সাথে নিয়ে টেক্সাসের ডালাসে তৈরি করা হচ্ছে ফ্যাক্টরি দুটি, যেখানে ১২ থেকে ১৫ মাসের মধ্যে উৎপাদন শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে।
এনভিডিয়ার উচ্চাভিলাষী পরিকল্পনা ঘোষণার পর প্রথমবারের মতো জনসম্মুখে কথা বলেন উইসট্রনের সিইও জেফ লি। তিনি বলেন যে, এনভিডিয়ার ঘোষিত লক্ষ্যমাত্রা অর্জনে তাঁর প্রতিষ্ঠান (উইসট্রন) সঠিক পথেই এগোচ্ছে, এবং গ্রাহকদের চাহিদা অনুযায়ী-ই তাঁরা কাজ করে যাবে।
উল্লেখ্য, আমেরিকায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চলেছে উইসট্রন। দেশটিতে ব্যবসা সম্প্রসারণ ও কৌশলগত উন্নয়নের লক্ষ্যে এই বিশাল অঙ্কের অর্থ বিনিয়োগের সিদ্ধান্তে সম্প্রতি অনুমোদন দিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।
চীনের বাজারে উন্নত এআই চিপ রপ্তানিতে মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞার বিষয়ে লিন বলেন যে, চীনের বাইরেও এআই প্রযুক্তির বিশাল চাহিদা রয়েছে।
তিনি বলেন, ‘আমরা আমাদের গ্রাহকদেরকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই…মধ্যপ্রাচ্যে ব্যবসায়িক উন্নয়নের কথা বলতে গেলে সেখানে বেশিরভাগই মূলত আমাদের পরোক্ষ গ্রাহক।’
চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত আমেরিকার সাথে এক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে আমেরিকার বাইরে সবচেয়ে বড় এআই ক্যাম্পাস তৈরি করা হবে এই দেশটিতে। সূত্র বলছে, চুক্তির অংশ হিসেবে এনভিডিয়া’র কাছ থেকে ২০২৫ সাল থেকেই প্রতি বছর ৫ লাখ সবচেয়ে উন্নত এআই চিপ ক্রয় করা হতে পারে।
মার্কিন প্রশাসন বিশ্বজুড়ে তাঁদের ব্যবসায়িক অংশীদার দেশগুলোর ওপর বিভিন্ন মাত্রার শুল্ক আরোপের হুমকি দিচ্ছে। এই প্রেক্ষাপটে উইসট্রন মেক্সিকো’তে নোটবুক উৎপাদনের ব্যবসায়িক সম্ভাবনা যাচাইবাছাই করছে। আমেরিকা, মেক্সিকো ও কানাডার মধ্যে বিদ্যমান বাণিজ্য চুক্তির কল্যাণে ট্রাম্পের যথেচ্ছা শুল্কারোপের প্রভাবমুক্ত থাকতেই মেক্সিকো’তে বিনিয়োগ করতে চাইছে উইসট্রন।
তথ্যসূত্র: রয়টার্স