চীনের বাজারে এআই চিপ রপ্তানিতে মার্কিন নিষেধাজ্ঞা নিয়মিত বিরতিতেই আরও কঠোর হচ্ছে। সম্প্রতি এনভিডিয়ার হপার সিরিজের এইচ২০ চিপটি’র রপ্তানিও সীমিত করেছে মার্কিন প্রশাসন। এরপর থেকেই চীনের বাজারে রপ্তানিযোগ্য এনভিডিয়ার নতুন চিপ নিয়ে শুরু হয় জোর গুঞ্জন। অবশেষে এনভিডিয়া’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং চীন-কেন্দ্রিক নতুন চিপের বিষয়ে মুখ খুললেন।
গতকাল শনিবার তাইওয়ানের ফরমোসা টিভি নিউজ নেটওয়ার্কের পোস্ট করা একটি লাইভস্ট্রিমে এনভিডিয়া প্রধানকে নতুন চিপের বিষয়ে কথা বলতে শোনা যায়। হপার এইচ২০ চিপের পর চীনের বাজারে রপ্তানিযোগ্য নতুন চিপ প্রসঙ্গে প্রশ্ন করা হলে জেনসেন হুয়াং বলেন, ‘এটা হপার (সিরিজের) নয় কেননা হপারকে পরিবর্তন (মডিফাই) করা আর সম্ভব না।’
এনভিডিয়ার এআই চিপের মধ্যে একমাত্র এইচ২০ চিপটিরই এতদিন বৈধভাবে চীনের বাজারে রপ্তানির অনুমতি ছিল। কিন্তু সম্প্রতি তাতেও সীমাবদ্ধতা আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প সরকার। তবে হুয়াং বরাবরই বলে আসছেন যে, এনভিডিয়ার সার্বিক প্রবৃদ্ধির জন্য চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, গত অর্থবছরে চীনের বাজার থেকে ১৭ বিলিয়ন ডলার আয় করেছে এনভিডিয়া, যা প্রতিষ্ঠানটির মোট বিক্রির ১৩ শতাংশ।
তবে সাম্প্রতিক সময়ে স্থানীয় প্রতিযোগী হুয়াওয়ের কাছে বাজার হারিয়েছে এনভিডিয়া। তাই দ্রুতই তাঁরা চীনের বাজারে রপ্তানি উপযোগী একটি চিপ নিয়ে আসতে চাইছে। গত মাসে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল যে, চীনের বাজারে রপ্তানির জন্য এনভিডিয়া দু’মাসের মধ্যেই এইচ২০ চিপের একটি ডাউনগ্রেডেড সংস্করণ বাজারে আনার পরিকল্পনা করছে।
এবারে জেনসেন হুয়াং জানিয়ে দিলেন, চীনের জন্য তাঁরা হপার সিরিজের চিপ আনছে না। তাহলে কি চীনের জন্য নতুন সিরিজের চিপ নিয়ে আসছে এনভিডিয়া? এ বিষয়ে খোলাসা করে কিছু না বললেও এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের কার্যকাল শেষ হওয়ার অব্যবহিত পূর্বে গত জানুয়ারিতে ঘোষণা করা হয় ইউএস ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন, যার অধীনে বিভিন্ন দেশে এআই চিপ রপ্তানির ওপর বিভিন্ন মাত্রার সীমাবদ্ধতা আরোপ করা হয়।
হুয়াং অবশ্য বাইডেন প্রশাসন প্রণীত এআই প্রযুক্তি রপ্তানির এই নীতিমালাকে ভুল বলে আখ্যা দিয়েছেন। তিনি মনে করেন, আমেরিকার উচিত তাঁর নিজস্ব প্রযুক্তিকে সারা বিশ্বে যতটা সম্ভব ছড়িয়ে দেওয়া। ট্রাম্পও হুয়াংয়ের সুরে সুর মিলিয়ে বলেছেন যে, বাইডেনের এআই ডিফিউশন নীতিমালা তিনি বাতিল করবেন।
তথ্যসূত্র: রয়টার্স