সেকশন

শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
Independent Television
 

চীনের জন্য নতুন সিরিজের চিপ আনবে এনভিডিয়া?

আপডেট : ১৮ মে ২০২৫, ১১:২৫ এএম

চীনের বাজারে এআই চিপ রপ্তানিতে মার্কিন নিষেধাজ্ঞা নিয়মিত বিরতিতেই আরও কঠোর হচ্ছে। সম্প্রতি এনভিডিয়ার হপার সিরিজের এইচ২০ চিপটি’র রপ্তানিও সীমিত করেছে মার্কিন প্রশাসন। এরপর থেকেই চীনের বাজারে রপ্তানিযোগ্য এনভিডিয়ার নতুন চিপ নিয়ে শুরু হয় জোর গুঞ্জন। অবশেষে এনভিডিয়া’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং চীন-কেন্দ্রিক নতুন চিপের বিষয়ে মুখ খুললেন।

গতকাল শনিবার তাইওয়ানের ফরমোসা টিভি নিউজ নেটওয়ার্কের পোস্ট করা একটি লাইভস্ট্রিমে এনভিডিয়া প্রধানকে নতুন চিপের বিষয়ে কথা বলতে শোনা যায়। হপার এইচ২০ চিপের পর চীনের বাজারে রপ্তানিযোগ্য নতুন চিপ প্রসঙ্গে প্রশ্ন করা হলে জেনসেন হুয়াং বলেন, ‘এটা হপার (সিরিজের) নয় কেননা হপারকে পরিবর্তন (মডিফাই) করা আর সম্ভব না।’

এনভিডিয়ার এআই চিপের মধ্যে একমাত্র এইচ২০ চিপটিরই এতদিন বৈধভাবে চীনের বাজারে রপ্তানির অনুমতি ছিল। কিন্তু সম্প্রতি তাতেও সীমাবদ্ধতা আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প সরকার। তবে হুয়াং বরাবরই বলে আসছেন যে, এনভিডিয়ার সার্বিক প্রবৃদ্ধির জন্য চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, গত অর্থবছরে চীনের বাজার থেকে ১৭ বিলিয়ন ডলার আয় করেছে এনভিডিয়া, যা প্রতিষ্ঠানটির মোট বিক্রির ১৩ শতাংশ। 

তবে সাম্প্রতিক সময়ে স্থানীয় প্রতিযোগী হুয়াওয়ের কাছে বাজার হারিয়েছে এনভিডিয়া। তাই দ্রুতই তাঁরা চীনের বাজারে রপ্তানি উপযোগী একটি চিপ নিয়ে আসতে চাইছে। গত মাসে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল যে, চীনের বাজারে রপ্তানির জন্য এনভিডিয়া দু’মাসের মধ্যেই এইচ২০ চিপের একটি ডাউনগ্রেডেড সংস্করণ বাজারে আনার পরিকল্পনা করছে। 

এবারে জেনসেন হুয়াং জানিয়ে দিলেন, চীনের জন্য তাঁরা হপার সিরিজের চিপ আনছে না। তাহলে কি চীনের জন্য নতুন সিরিজের চিপ নিয়ে আসছে এনভিডিয়া? এ বিষয়ে খোলাসা করে কিছু না বললেও এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের কার্যকাল শেষ হওয়ার অব্যবহিত পূর্বে গত জানুয়ারিতে ঘোষণা করা হয় ইউএস ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন, যার অধীনে বিভিন্ন দেশে এআই চিপ রপ্তানির ওপর বিভিন্ন মাত্রার সীমাবদ্ধতা আরোপ করা হয়।

হুয়াং অবশ্য বাইডেন প্রশাসন প্রণীত এআই প্রযুক্তি রপ্তানির এই নীতিমালাকে ভুল বলে আখ্যা দিয়েছেন। তিনি মনে করেন, আমেরিকার উচিত তাঁর নিজস্ব প্রযুক্তিকে সারা বিশ্বে যতটা সম্ভব ছড়িয়ে দেওয়া। ট্রাম্পও হুয়াংয়ের সুরে সুর মিলিয়ে বলেছেন যে, বাইডেনের এআই ডিফিউশন নীতিমালা তিনি বাতিল করবেন।

তথ্যসূত্র: রয়টার্স

মহাকাশে ইলন মাস্কের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। ক’দিন আগেই তাঁর বাণিজ্যিক মহাকাশযান নির্মাণ প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারশিপ রকেটের পরীক্ষামূলক ফ্লাইট টানা তৃতীয়বারের মতো ব্যর্থ হয়েছে। এবার আর...
এআই প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে কর্মী ছাঁটাইও চলছে সমান তালে। এবারে জানা গেল, উইন্ডোজ নির্মাতা মাইক্রোসফট নতুন করে কয়েক হাজার কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে। বিষয়...
এন্টারপ্রাইজ বা বিজনেস গ্রাহকদের আকৃষ্ট করতে এবারে ইলন মাস্কের মালিকানাধীন এআই স্টার্টআপ এক্সএআই’র শরণাপন্ন হয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল। এক্সএআই’র সাম্প্রতিক এআই মডেল ‘গ্রোক ৩’-কে...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রভাবে মানুষের চাকরি হারানোর বিষয়টি এখন আর দূরবর্তী আশঙ্কার মধ্যে সীমাবদ্ধ নেই। গুগল, মাইক্রোসফট, মেটার মতো প্রতিষ্ঠানগুলোতে ইতোমধ্যেই উল্লেখযোগ্য সংখ্যক...
রাতে ম্যাচ, তার আগে বিকেল বেলা ইউভেন্তুসের খেলোয়াড় ও কর্মকর্তাদের কয়েকজনকে দেখা গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলনে, ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। আর ট্রাম্প...
ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনায় ইতি টানতে গত সপ্তাহে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনজন কূটনীতিকের বরাতে দিয়ে এ তথ্য...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.