সেকশন

বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
Independent Television
 

কৃত্রিম বুদ্ধিমত্তা পুরুষের চেয়ে নারীর কাজের জন্য বেশি হুমকিস্বরুপ

আপডেট : ২০ মে ২০২৫, ০৬:০৮ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তির প্রভাবে মানুষ চাকরি হারাবে কি-না তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে, এখনও হচ্ছে। এই আলোচনার সূত্র ধরে এআই প্রযুক্তির পক্ষে-বিপক্ষে নানা যুক্তি-তর্কও উপস্থাপন করা হয়েছে। এবারে জানা গেল, এআই প্রযুক্তির উৎকর্ষতায় ছেলেদের কাজের তুলনায় মেয়েদের কাজ অনেক বেশি হুমকির সম্মুখীন।

আজ মঙ্গলবার জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নারীরা সাধারণত যে ধরণের কাজ বেশি করেন সেগুলোতে এআই প্রযুক্তির প্রভাব পড়ার সম্ভাবনা পুরুষের কাজের তুলনায় বেশি। বিশেষ করে উচ্চ-আয়ের দেশগুলোতে এই সম্ভাবনা আরও প্রবল।

এই গবেষণা প্রতিবেদনে আরও দেখা গেছে যে, নারীদের প্রচলিত কাজের মধ্যে ৯ দশমিক ৬ শতাংশ এআই দ্বারা রুপান্তিরত হওয়ার সম্ভাবনা রয়েছে। অথচ পুরুষের ক্ষেত্রে এই হার মাত্র ৩ দশমিক ৫ শতাংশ। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে প্রশাসনিক কাজে এআই’র ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এবং সাচিবিক কাজের মতো কেরানির দায়িত্বাধীন বিভিন্ন কাজেও এআই প্রযুক্তির উপস্থিতি আগের তুলনায় বেড়েছে।

তবে প্রতিবেদনে এও উল্লেখ করা হয়েছে যে, এআই’র কারণে মানুষের প্রয়োজনীয়তা পুরোপুরি ফুরিয়ে যাবে এমন নয়। বরং অনেক কাজেই এআই’র পাশাপাশি মানুষেরও দরকার পড়বে। প্রতিবেদন বলছে, বিভিন্ন কাজে মানুষের প্রচলিত ভূমিকা নিঃশেষ হবে না বরং আমূল পরিবর্তন হবে। বিশেষ করে গণমাধ্যম, সফটওয়্যার ও অর্থায়ন (ফাইন্যান্স) খাতের বিভিন্ন কাজে এরুপ পরিবর্তনের সমূহ সম্ভাবনা রয়েছে, কেননা জেনারেটিভ এআই প্রযুক্তির ব্যাপ্তি ও সক্ষমতা প্রতিনিয়ত বাড়ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘আমরা জোর দিয়েই বলছি যে এরুপ প্রভাবের অর্থ পুরো একটি পেশার তাৎক্ষণিক অটোমেশন নয়, বরং এর অর্থ হচ্ছে বর্তমান কাজের একটি বড় অংশ এই প্রযুক্তি ব্যবহার করে সম্পাদন করার সম্ভাবনা।’ 

উৎপাদন ও কাজের গুণগতমান বাড়াতে এআই প্রযুক্তিকে কীভাবে ব্যবহার করা যায় তা নিয়ে সরকার, নিয়োগকর্তা ও শ্রমিক সংগঠনগুলোকে ভাববার জন্য প্রতিবেদনটিতে আহ্বান জানানো হয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স 

মার্কিন মুলুকে এখনও টিকটকের ওপর ঝুলছে নিষেধাজ্ঞার খরগ। তবে এখনই দেশটিতে নিষিদ্ধ হতে যাচ্ছে না ছোট দৈর্ঘ্যের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। কেননা নিষেধাজ্ঞা এড়ানোর জন্য টিকটককে আবারও সময় বাড়িয়ে দিতে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে মোবাইল সার্ভিস চালু হতে যাচ্ছে আমেরিকায়। সার্ভিসটির নাম রাখা হয়েছে ‘ট্রাম্প মোবাইল’। ট্রাম্পের পারিবারিক প্রতিষ্ঠান- দ্য ট্রাম্প অর্গানাইজেশন- গতকাল...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির জয়জয়কার চারিদিকেই। গুগল, মাইক্রোসফট, মেটার মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের পাশাপাশি ওপেনএআই, অ্যানথ্রপিকের মতো শীর্ষ এআই স্টার্টআপগুলোও উন্নত সব এআই মডেল নিয়ে...
এআই প্রযুক্তিতে অ্যামাজনের বিনিয়োগ যেন থামছেই না। বিশ্বের শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানটি এবার জানাল অস্ট্রেলিয়ায় আগামী ৫ বছরে (২০২৫ থেকে ২০২৯) তাঁরা ১২ দশমিক ৯৭ বিলিয়ন মার্কিন ডলার এআই খাতে বিনিয়োগ...
নরসিংদীর পলাশে সন্ত্রাস, চাঁদাবাজির প্রতিবাদ করাসহ জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মেয়র প্রত্যাশী বিএনপি নেতা ফজলুল কবির জুয়েলের ওপর হামলা করে তাঁকে হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের...
ঘটনাস্থলে ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে থাকা একজন সংবাদদাতা বলেছেন, ‘স্থানীয় সময় আনুমানিক ভোর ৫টার দিকে ড্রোনটি ভূপাতিত করা হয়। কোনো স্থাপনায় আঘাত করার আগেই ড্রোনটিকে গুলি করে ধ্বংস করা হয়েছে।’
পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি সম্প্রতি জুনিয়র অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন।
ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কাউকে নিজ দলে নিতে চান না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি একই সঙ্গে বলেছেন, যারা ভালো মানুষ তাদের তারা বাদও দেবেন না।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.