প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাই যেন নিত্তনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরই মেটা, গুগল, অ্যামাজন, মাইক্রোসফটের মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি হারিয়েছেন অনেক। বছর শেষ হতে না হতে তালিকাটা যে দীর্ঘ হবে তা আর বলার অপেক্ষা রাখে না। এবারে জানা গেল, খেলাধুলার জগতে বিখ্যাত ব্র্যান্ড নাইকিও তাঁদের প্রযুক্তি বিভাগে (টেকনোলজি ডিভিশনে) কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে।
গতকাল সোমবার নাইকি’র এক মুখপাত্র ই-মেইলের মাধ্যমে বার্তা সংস্থা রয়টার্সকে কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছে। মুখপাত্রের তরফ থেকে ই-মেইলে এও বলা হয়েছে যে, ছাঁটাইকৃত কর্মীদের কাজগুলো তাঁরা তৃতীয়-পক্ষের বিক্রেতাদের কাছে স্থানান্তর করবে।
উল্লেখ্য, নিজেদের টেকনোলজি ডিভিশনে এই পরিবর্তনের বিষয়টি গত সপ্তাহেই ঘোষণা করেছে খেলাধুলার পোশাক প্রস্তুতকারক এই প্রতিষ্ঠানটি।
কর্মী ছাঁটাইয়ের কথা জানালেও ঠিক কত জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে সে সম্পর্কে কিছু জানায়নি নাইকি’র মুখপাত্র। প্রতিষ্ঠানটির প্রযুক্তি বিভাগে কত জন কর্মী নিয়োজিত আছে এ বিষয়টিও পরিস্কার নয়। সোমবার সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজ প্রথম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।
খেলাধুলার পোশাকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুটি প্রতিষ্ঠানের একটি হচ্ছে নাইকি। তবে সাম্প্রতিক সময়ে তাঁদের ব্যবসা ভালো যাচ্ছে না বলেই প্রতীয়মান হয়। গত মার্চে প্রতিষ্ঠানটি তাঁদের চতুর্থ প্রান্তিকের আয়ের পূর্বাভাস বাজার বিশ্লেষকদের প্রত্যাশার চেয়েও কম ঘোষণা করেছে। বোঝাই যাচ্ছে, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর দিকে ঝুঁকে পড়া গ্রাহকদের আগ্রহ ফেরাতে এবার কিছুটা রয়েসয়েই এগোতে চাইছে নাইকি।
এর আগে চলতি মাসের শুরুতে নাইকি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এলিয়ট হিল প্রতিষ্ঠানটির সিনিয়র নেতৃত্বে বেশ কিছু পরিবর্তন এনেছেন। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর হিলের নেতৃত্বে উদ্ভাবনী ডিজাইনের জুতো তৈরিতে এখনও পর্যন্ত আশানুরূপ সাফল্য পায়নি প্রতিষ্ঠানটি।
চলতি বছর প্রযুক্তি খাতে ১৩০টি প্রতিষ্ঠানে এখনও পর্যন্ত ৬১ হাজারেরও বেশি কর্মী চাকরি হারিয়েছেন। বছরের শেষ নাগাদ সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়।