কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির জয়জয়কার চারিদিকেই। গুগল, মাইক্রোসফট, মেটার মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের পাশাপাশি ওপেনএআই, অ্যানথ্রপিকের মতো শীর্ষ এআই স্টার্টআপগুলোও উন্নত সব এআই মডেল নিয়ে আসার প্রতিযোগিতায় মেতে উঠেছে। এবারে চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবা জানাল, অ্যাপলের জন্য তাঁরা নতুন ‘কোয়েন৩’ এআই মডেল নিয়ে এসেছে।
আজ সোমবার (১৬ জুন) প্রকাশিত এক বিবৃতিতে আলিবাবা জানিয়েছে, তাঁরা অ্যাপলের এমএলএক্স আর্কিটেকচারের জন্য কোয়েন৩ এআই মডেল রিলিজ করেছে। এর ফলে কোয়েন৩ ফ্যামিলির অন্তর্ভুক্ত এআই মডেলগুলো আইফোন, আইপ্যাড, ম্যাক, ম্যাকবুকসহ অ্যাপলের বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যাবে। চীনা সোশ্যাল মিডিয়া উইচ্যাটের মাধ্যমে আজ এমনটাই জানিয়েছে আলিবাবা।
উল্লেখ্য, অ্যাপলের এমএলএক্স আর্কিটেকচার হচ্ছে একটি ওপেন-সোর্স অ্যারে ফ্রেমওয়ার্ক, যেটা মূলত একটি সমন্বিত মেশিন লার্নিং ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করে এবং অ্যাপল সিলিকনের (এম-সিরিজ চিপ) সক্ষমতাকে কাজে লাগিয়ে গবেষক ও ডেভেলপারদেরকে অ্যাপলের ডিভাইসে বিভিন্ন মেশিন লার্নিং মডেল তৈরি ও প্রয়োগের সুযোগ করে দেয়।
চলতি বছরের ২৮ এপ্রিল আলিবাবা তাঁদের সবচেয়ে উন্নত ‘কোয়েন৩’ মডেল ফ্যামিলি বাজারে আনে। কোয়েন৩-এর অন্তর্ভুক্ত এআই মডেলগুলোকে ৩৬ ট্রিলিয়ন টোকেন এবং ১১৯টি ভাষা ও উপ-ভাষায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স