গুগলের বিরুদ্ধে ইউরোপে আবারও অ্যান্টিট্রাস্ট আইনে অভিযোগ আনা হয়েছে। এবারে অভিযোগ গুগলের এআই ফিচার ‘এআই ওভারভিউ’ নিয়ে। ইউরোপিয়ান কমিশনের কাছে অ্যান্টিট্রাস্ট আইনে এই অভিযোগ দায়ের করেছে ইনডিপেনডেন্ট পাবলিশার্স অ্যালায়েন্স নামের একটি গ্রুপ। গত শুক্রবার (৪ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
অভিযোগে বলা হয়েছে যে, ‘গুগল সার্চে এআই ওভারভিউ-এর জন্য ওয়েব কনটেন্টের অপব্যবহার করা হচ্ছে, যেটা নিউজ পাবলিশারসহ সকল প্রকার পাবলিশারদের ট্রাফিক (ভিজিটর), পাঠক ও রাজস্ব হারানোর মতো উল্লেখযোগ্য ক্ষতির কারণ হয়ে উঠেছে এবং এটা এখনও অব্যাহত আছে।’
গত এক বছরেরও বেশি সময় ধরে গুগল সার্চে চালু আছে ‘এআই ওভারভিউ’ নামের ফিচারটি। ‘এআই ওভারভিউ’ হচ্ছে এআই প্রযুক্তি দিয়ে তৈরি (এআই-জেনারেটেড) সামারি বা সারসংক্ষেপ। গুগলের সার্চ রেজাল্ট পেজের একেবারে ওপরে দেখা যায় এই সামারি, যেখানে ব্যবহারকারী নির্দিষ্ট বিষয়ের ওপর বিস্তারিত তথ্য গুগল সার্চের রেজাল্ট পেজেই পেয়ে যান। ফলে লিঙ্কে ক্লিক করে ব্যবহারকারীকে আর বিভিন্ন সাইটে তথ্য খুঁজতে যেতে হয় না।
প্রাথমিকভাবে ‘এআই ওভারভিউ’ ফিচারটি’তে কিছু ভুলভ্রান্তি দেখা দিলেও সময়ের সাথে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু সমস্যা হচ্ছে, এআই-জেনারেটেড সামারির কারণে ব্যবহারকারীরা নিউজ বা কনটেন্ট পাবলিশারদের সাইটগুলোতে আর আগের মতো ভিজিট করছেন না। ফলে ভিজিটর তথা আয় কমে গেছে পাবলিশারদের।
গুগল অবশ্য এটা মানতে নারাজ। তাঁরা বলছে, ‘এআই ওভারভিউ’ ফিচারটির কল্যাণে ব্যবহারকারীরা গুগল সার্চে আরও বেশি প্রশ্ন করার সুযোগ পাচ্ছে। পাবলিশারদের ভিজিটর ও আয় হ্রাস পাওয়া পেছনে তাঁদের বক্তব্য হচ্ছে, পাবলিশারদের সাইটগুলোতে ট্রাফিক কমে যাওয়া বা বাড়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। অর্থাৎ, গুগল মানতে নারাজ যে, এআই ওভারভিউ’র কারণে পাবলিশারদের ক্ষতি হচ্ছে।
এবার দেখার বিষয়, ইউরোপের অ্যান্টিট্রাস্ট আইনে দায়েরকৃত অভিযোগের বিষয়ে আদালত কী বলে।
তথ্যসূত্র: রয়টার্স, টেকক্রাঞ্চ