সেকশন

রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১
Independent Television
 

স্যামসাং নিয়ে এল গ্যালাক্সি এস২৫, ফিচারসহ দাম জেনে নিন

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৮:৩৮ পিএম

স্যামসাং গ্যালাক্সির বহুল-প্রতীক্ষিত এস২৫ সিরিজ অবশেষে উন্মোচিত হলো। কোয়ালকমের প্রসেসর ও গুগলের উন্নত এআই ফিচারসমৃদ্ধ এই ফ্ল্যাগশিপ ফোনের সিরিজটি গতকাল (বুধবার) জনসম্মুখে নিয়ে আসে নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। স্যামসাং আশা করছে উন্নত এআই ফিচারের কল্যাণে এস২৫ স্মার্টফোন গ্রাহকদেরকে আকৃষ্ট করতে সক্ষম হবে এবং অ্যাপল ও চীনের স্মার্টফোন নির্মাতাদের সাথে প্রতিযোগিতায় নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে সমর্থ হবে। 

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত এস২৫’র উন্মোচন ইভেন্টে এই মডেলটির একটি পাতলা সংস্করণও (থিনার ভার্সন) প্রদর্শিত হয়েছে। গ্যালাক্সি এস২৫ এজ নামের এই সংস্করণটি চলতি বছরের প্রথম ভাগেই বাজারে আসার কথা। উল্লেখ্য, প্রতিযোগী প্রতিষ্ঠান অ্যাপলও জানিয়ে দিয়েছে তাঁরা এ বছরই আইফোন ১৭ সিরিজের অংশ হিসেবে আইফোনের একটি পাতলা সংস্করণ বাজারে আনবে। স্যামসাং চাইছে আইফোনের আগেই এস২৫ এজ বাজারে নিয়ে আসতে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারের ফোন অ্যাপলেরও আগে বাজারে নিয়ে আসে স্যামসাং। তবে গত বছর ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ নামের নিজস্ব এআই প্ল্যাটফর্ম ও তাঁদের প্রথম এআই ফোন ‘আইফোন ১৬’ সিরিজ দিয়ে ভালোভাবেই এআই প্রতিযোগীতায় ফিরে আসে অ্যাপল। ফলে স্মার্টফোনের বৈশ্বিক বাজারে গত বছর প্রিমিয়াম ফোনের ক্যাটাগরি’তে আইফোনের কাছে এবং লো-এন্ড ক্যাটাগরি’তে হুয়াওয়ে’র মতো চীনা প্রতিষ্ঠানের তৈরি ফোনের কাছে বাজার হারিয়েছে স্যামসাং। গ্যালাক্সি এস২৫ সিরিজ দিয়ে এবার নিজেদের হারানো বাজার পুনরুদ্ধার করতে চাইছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং।

এস২৫ সিরিজটি’র এআই ফিচারের আধিক্য সম্পর্কে স্যামসাং-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পার্ক জি-সুন বার্তা সংস্থা রয়টার্স-কে বলেন, ‘এআই ফিচার নিয়ে আসার ক্ষেত্রে আমরা সব সময়ই ইন্ডাস্ট্রির চেয়েও এক ধাপ এগিয়ে। আমি মনে করি আমরা সঠিক পথেই এগিয়ে যাচ্ছি।’ 

স্যামসাংয়ের আনপ্যাকড ইভেন্টে উন্মোচিত হলো গ্যালাক্সি এস২৫ সিরিজের ফোন। ছবিসূত্র: রয়টার্সস্যামসাং গ্যালাক্সি এস২৫ বাজারে আসছে কবে?
এস২৫ মডেলটি এখন প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত আছে। ফলে আগ্রহী গ্রাহকরা ফোনটি অর্ডার করতে পারেন স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইট, স্যামসাং শপ অ্যাপ এবং অ্যামাজন, বেস্টবাই ও অন্যান্য মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে। প্রি-অর্ডার করা গ্রাহকদের কাছে স্যামসাং তাঁদের এস২৫ ফোন পাঠানো শুরু করবে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে।

স্যামসাং-এর গ্যালাক্সি এস২৫ সিরিজের মডেলসমূহ
গ্যালাক্সি এস২৫ সিরিজটি’তে বর্তমানে রয়েছে তিনটি মডেল- এস২৫ (বেজ মডেল), এস২৫+ (এস২৫ প্লাস) ও এস২৫ আলট্রা। এছাড়া এস২৫ সিরিজের আনপ্যাক ইভেন্টে উপস্থিত দর্শকদেরকে এস২৫ এজের একটি টিজারও দেখানো হয়েছে। তবে এজ মডেলটি অন্য তিনটি মডেলের সাথে এখনই বাজারে আসছে না। গ্যালাক্সি এস২৫ এজ মডেলটি ২০২৫ সালের প্রথম ভাগে বাজারে আসবে বলে জানা গেছে।

গ্যালাক্সি এস২৫ সিরিজের ফোনে থাকছে যেসব ফিচার
এস২৪ সিরিজের তুলনায় এস২৫ সিরিজের বেজ মডেলে ৮জিবি র‍্যামের পরিবর্তে থাকছে ১২জিবি র‍্যাম। কোয়ালকমের ৩এনএম (৩ ন্যানোমিটার) ডিজাইনের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হয়েছে এস২৫ স্মার্টফোনে। স্টোরেজের জন্য রয়েছে বেশ কয়েকটি অপশন। ব্যবহারকারীরা সর্বোচ্চ ১টিবি পর্যন্ত স্টোরেজ ক্যাপাসিটি উপভোগ করতে পারবেন এস২৫ সিরিজের ফোনে। সিরিজের এস২৫ আলট্রা মডেলটি’তে ব্যবহার করা হয়েছে টাইটানিয়ামের বডি।

রঙের ক্ষেত্রেও বেশ কয়েকটি অপশন থেকে বাছাই করার সুযোগ পাবেন স্যামসাংপ্রেমীরা। আলট্রা মডেলটি পাওয়া যাচ্ছে টাইটানিয়াম পিংকগোল্ড, টাইটানিয়াম জেটব্ল্যাক ও টাইটানিয়াম জেডগ্রীন- এই তিনটি রঙে। তবে বেজ মডেল ও প্লাস মডেলে রঙের বৈচিত্র্যে থাকছে ব্লুব্ল্যাক, কোরালরেড ও পিংকগোল্ড।

এস২৫ সিরিজের ফোনে ব্যবহারকারীরা ৭ বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড বা স্যামসাংয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম ‘ওয়ান ইউআই’-এর আপডেট পাবেন বলে জানা গেছে। ফলে প্রিমিয়াম ফোনে দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা যারা ভাবছেন তাঁদের কাছে এস২৫ বেশ আকর্ষণীয় মনে হতে পারে।

স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজে এআই ফিচার
এস২৫ সিরিজের ফোনে এআই ফিচারের জন্য রয়েছে গুগল জেমিনি’র সাপোর্ট। স্যামসাংয়ের নিজস্ব ভয়েজ অ্যাসিসট্যান্ট বিক্সবি’র উন্নত সংস্করণও থাকছেন নতুন এই সিরিজে। মোবাইল ফোন থেকে শুরু করে টেলিভিশন এবং হোম অ্যাপ্লায়েন্স- স্যামসাং ইকোসিস্টেমের বিভিন্ন পণ্যে বিক্সবি ব্যবহার করা হয় ডিজিটাল ভয়েজ অ্যাসিসট্যান্ট হিসেবে- যেমনটা অ্যাপলের পণ্যে ব্যবহার করা হয় সিরি। এবার এস২৫ সিরিজের ফোনে গুগল জেমিনি-কে যুক্ত করা হয়েছে। স্যামসাং বলছে, বিক্সবি ও জেমিনি একে-অন্যের পরিপূরক হিসেবে কাজ করবে।   

বাজার গবেষণা প্রতিষ্ঠান ফরেস্টার-এর বিশ্লেষক থমসন হাসন অবশ্য বলছেন, জেমিনি থেকে বিক্সবি’কে আলাদা করা বেশ চ্যালেঞ্জিং হবে স্যামসাংয়ের জন্য। এআই ফিচার সম্পর্কে তিনি বলেন, ‘আমার মনে হয় না বর্তমানে এমন কোনো দুর্দান্ত অ্যাপ্লিকেশন আছে যেটা গ্রাহক/ভোক্তাদেরকে এতোটা সন্তুষ্ট করতে পারে যে তারা বলবে, “ঠিক আছে, আমি এটি কিনতে যাচ্ছি কারণ এটি একটি এআই স্মার্টফোন।” 

তবে স্যামসাং ব্র্যান্ডের ক্ষেত্রে এআই ফিচার গ্রাহকের মনে ইতিবাচক ধারণা তৈরি করতে পারে বলেও জানিয়েছেন হাসন।

এস২৫ সিরিজের ফোনে ব্যবহারকারীরা পারসোনালাইড এআই’র সুবিধা পাবেন। এর ‘নাউ ব্রিফ’ সার্ভিসের অধীনে বেশ কিছু কাস্টমাইজড আইটেম থাকবে, যেমন ক্যালেন্ডার, নিউজ, বেডরুমের বাতাসের তাপমাত্রা, কার্বন ডাই অক্সাইডের মাত্রা ইত্যাদি। উল্লেখ্য, ব্যবহারকারীর পারসোনালাইজড ডেটার উপর ভিত্তি করে নাউ ব্রিফ বিভিন্ন বিষয় সুপারিশ বা রিকমেন্ড করে থাকে। এর ফলে ফোনে একটি কমান্ডেই একাধিক কাজ করা যাবে, যেমন আসন্ন স্পোর্টিং ইভেন্ট সম্পর্কিত তথ্য খুঁজে বের করে সেগুলোকে ব্যবহারকারীর ক্যালেন্ডারে যুক্ত করে দেওয়া।

স্যামসাং এস২৫ ফোনের দাম
ফিচারের ক্ষেত্রে অবস্থান ভিন্ন হলেও, দামের ক্ষেত্রে এস২৪ ও এস২৫ এর অবস্থান একই বিন্দুতে। অর্থাৎ নতুন সিরিজে ফোনের দাম বাড়ায়নি স্যামসাং। এস২৫-এর দাম রাখা হয়েছে ৭৯৯ থেকে ১২৯৯ মার্কিন ডলারের মধ্যেই। এছাড়া আমেরিকার বাজারে এস২৫ প্রি-অর্ডার করলে মিলছে মূল্যছাড়সহ বেশ কিছু আকর্ষণীয় উপহার।

গ্যালাক্সি এস২৫ বেজ মডেল
বেজ মডেলটির দাম শুরু হয়েছে ৭৯৯.৯৯ ডলার থেকে যেখানে স্টোরেজ হিসেবে থাকবে ১২৮জিবি। তবে ২৫৬জিবি স্টোরেজ নিলে দাম কিছুটা বৃদ্ধি পাবে।

গ্যালাক্সি এস২৫ প্লাস মডেল
২৫৬জিবি স্টোরেজ-সমৃদ্ধ গ্যালাক্সি এস২৫ প্লাসের প্রাথমিক দাম ৯৯৯.৯৯ ডলার। তবে ৫১২জিবি স্টোরেজ পেতে চাইলে কিছু অতিরিক্ত অর্থ গুণতে হবে গ্রাহককে।

গ্যালাক্সি এস২৫ আলট্রা
আলট্রা মডেল স্টোরেজ অপশন রয়েছে তিনটি- ২৫৬জিবি, ৫১২জিবি ও ১টিবি। দাম শুরু হয়েছে ১২৯৯.৯৯ ডলার থেকে। 

ইতালিসহ অন্তত ২৪টি দেশে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ওপর একটি স্পাইওয়্যার হামলা হয়েছে। ইতালিতে কমপক্ষে সাতটি ঘটনা নিশ্চিত হওয়ার পর দেশটির সরকার এই বিষয়ে তদন্ত শুরু করেছে।
ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তিতে মেটার বিনিয়োগ এ বছরই ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে প্রতিষ্ঠানটি। এখন পর্যন্ত ভিআর ও এআর প্রযুক্তিখাতে মেটা ৮০ বিলিয়ন ডলার খরচ করেছে, যার...
আমেরিকার অডিও ইক্যুইপমেন্ট নির্মাতা সোনোস এবার ভিডিও স্ট্রিমিং বক্স নিয়ে আসছে বলে জানা গেছে। সংবাদমাধ্যম দ্য ভার্জে প্রকাশিত ক্রিস ওয়েলচের প্রতিবেদন বলছে, আগামী কয়েক মাসের মধ্যেই সোনোস ২০০ থেকে ৪০০...
দীর্ঘ তিন বছর পর অ্যাপল এবার তাঁদের আইফোন এসই সিরিজে নতুন স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। অ্যাপল পণ্যের বিশ্বস্ত সূত্র মার্ক গারম্যান বলছেন নতুন রুপে আইফোন এসই-কে দেখা যেতে পারে আগামী সপ্তাহেই। গত ৬...
আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন কারণে চাকরিচ্যুত ১ হাজার ৫২২ পুলিশ সদস্য চাকরি ফিরে পাচ্ছেন। গতকাল শনিবার রাতে চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত আবেদন যাচাই-বাছাই করে তাঁদের আবেদন গ্রহণের কথা এক...
প্রথম ম্যাচেই চোট পেয়েছেন সিটির নিকো
স্প্যানিশ মিডফিল্ডার ও বর্তমান বালন দ’রজয়ী রদ্রি চোটের কারণে পুরো মৌসুম মাঠের বাইরে আছেন। মৌসুমের প্রথমার্ধ তাঁর কোনো বিকল্প না নিয়েই কাটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ম্যানচেস্টার সিটি। তাতে একটি...
সুনামির আঘাত না হানলেও লিওনেল মেসি নামক এক সুনামিকে ঠেকাতে পারেনি অলিম্পিয়া। প্রাক-সিজনের ম্যাচে আর্জেন্টাইন মহাতারকার এক গোল আর দুই অ্যাসিস্টে ভর করে হন্ডুরাসের ক্লাবটিকে ৫-০ গোলে হারিয়েছে...
বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফের বয়স হয়েছিলো ৯১ বছর। তিনি ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে আপিল বিভাগের বিচারক হিসেবে নিযুক্ত হন। ১৯৯৯ সালে তিনি অবসর...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.