সেকশন

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১
Independent Television
 

স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ আসবে কবে, কী থাকবে এতে?

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৯:১০ পিএম

স্যামসাং-এর গ্যালাক্সি এস২৫ সিরিজের উন্মোচন (আনপ্যাকড) ইভেন্টে গত বুধবার (২২ জানুয়ারি) প্রদর্শিত হয়েছে স্লিম ডিজাইনের গ্যালাক্সি এস২৫ এজ স্মার্টফোনটি। এর মাধ্যমে নিশ্চিত হওয়া গেল যে, এস২৫ ফোনের একটি থিনার ভার্সন বা পাতলা সংস্করণও নিয়ে আসতে যাচ্ছে স্যামসাং। স্মার্টফোনের বাজারে বেশ অনেকদিন ধরেই গুঞ্জন ছিল যে, স্যামসাং এ বছরই তাঁদের গ্যালাক্সি এস সিরিজের ফ্ল্যাগশিপ ফোনের একটি স্লিম বা থিন ভার্সন বাজারে আনবে। ‘এজ’ মডেলের টিজার প্রদর্শনের মাধ্যমে বোঝাই যাচ্ছে, গুঞ্জন এবার সত্যি হতে চলেছে।  

গ্যালাক্সি এস২৫ সিরিজের আনপ্যাকড ইভেন্টে ‘এজ’ মডেলটি’র এক ঝলক (পড়ুন টিজার) দেখানো হলেও ফোনটির ফিচার ও দাম সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি স্যামসাং। ফলে ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ‘স্যামসাং আনপ্যাকড’ ইভেন্টে উপস্থিত সাধারণ প্রযুক্তিপ্রেমী ও সংবাদমাধ্যমকর্মীদেরকে গ্যালাক্সি এস২৫ এজ মডেলটি চোখে দেখে ও এর ছবি তুলেই সন্তুষ্ট থাকতে হয়েছে।

কেন একটি স্লিম বা থিন মডেল নিয়ে আসতে চাইছে স্যামসাং?  
২০২৫ সালেই নিজেদের ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস সিরিজে একটি পাতলা বা স্লিম ডিজাইনের ফোন নিয়ে আসতে চায় স্যামসাং। এর পেছনে মূল কারণ অ্যাপলের সাথে তাঁদের প্রতিযোগীতা। অ্যাপল এ বছরই তাঁদের আইফোন ১৭ সিরিজের অংশ হিসেবে আইফোন ১৭ এয়ার নিয়ে আসবে চলতি বছরের দ্বিতীয়ার্ধে। স্যামসাংয়ের লক্ষ্য, আইফোন ১৭ এয়ার বাজারে আসার আগেই গ্যালাক্সি এস সিরিজের অংশ হিসেবে একটি প্রতিদ্বন্দ্বী মডেল বাজারে নিয়ে আসা।

স্যামসাংয়ের গ্যালাক্সি এস২৫ এজ সম্পর্কে যা জানা গেছে
গ্যালাক্সি এস২৫ এজ সম্পর্কে এখনও পর্যন্ত বলতে গেলে কোনো তথ্যই জানায়নি স্যামসাং। শুধু ফোনটির এক ঝলক দেখিয়েছে তাঁরা। তবে প্রযুক্তি বাজারের বিশ্বস্ত সূত্রগুলো বেশ কিছু বিষয় জানিয়েছে এজ সম্পর্কে। তার আলোকে চলুন দেখে নেওয়া যাক এজ মডেলের ফিচারসমূহ।

গ্যালাক্সি এস২৫ এজ ‘স্লিম’ ফোনটি বাজারে আসবে চলতি বছরের প্রথমার্ধে, অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে কোনো এক সময়। কেউ কেউ বলছে স্যামসাং এই ফোনটি বাজারে আনতে পারে মে মাস নাগাদ। ‘আনপ্যাকড’ ইভেন্টে দেখানো এজ ফোনটি ছিল সিলভার রঙের। পরবর্তীতে সিলভার ছাড়াও অন্য কোনো রঙে ফোনটি দেখা যাবে কিনা সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

এজ মডেলের ব্যাকসাইডে থাকবে দুটি ক্যামেরা, যদিও এস২৫ সিরিজের অন্য তিনটি মডেলের (বেজ, প্লাস ও আলট্রা) ব্যাকসাইডে তিনটি করে ক্যামেরা রয়েছে। মূলত ফোনটি-কে স্লিম বা থিন রাখার জন্যেই এর ডিজাইন থেকে একটি ব্যাকসাইড ক্যামেরা বাদ দিতে যাচ্ছে স্যামসাং। 

স্লিম ডিজাইনের স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ ফোনটি চলতি বছরের প্রথমার্ধেই বাজারে আসার কথা। ছবিসূত্র: স্যামসাংপ্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যমগুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী পাতলা ডিজাইনের গ্যালাক্সি এস২৫ এজ স্মার্টফোনটি ৬.৪ মিলিমিটার পুরু। তবে ক্যামেরা ইউনিটে ডিভাইসটি ৮.৩ মিলিমিটার পুরু। মডেলটি’র ডিজাইন কতটা স্লিম তা বোঝানোর জন্য বলতে হয়, এস২৫ সিরিজের স্ট্যান্ডার্ড মডেলের পুরুত্ব ৭.২ মিলিমিটার। অ্যাপলের আইফোন ১৬ প্রো মডেল ৮.২৫ মিলিমিটার পুরু। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য সঠিক হলে, গ্যালাক্সি এস২৫ এজ মডেলটি-ই হবে স্যামসাংয়ের এযাবৎকালের সবচেয়ে পাতলা বা স্লিম ফোন।

গ্যালাক্সি এস২৫ এজে ৬.৭-ইঞ্চির ডিসপ্লে দেখা যেতে পারে, ঠিক যেমনটা রয়েছে এস২৫ প্লাস ফোনটিতে। তবে এস২৫ আলট্রা’র (৬.৯-ইঞ্চি) চেয়ে ছোট হবে এর ডিসপ্লে। আরেকটি সূত্র বলছে, এজ মডেলটি’কে একটু বেশি-ই স্লিম রাখার জন্য এতে ব্যবহার করা হতে পারে ট্যানডেম ওলেড ডিসপ্লে, যেটা এর আগে অন্য কোনো স্যামসাংয়ের ফোনে দেখা যায়নি। ঠিক একই উদ্দেশ্যে অ্যাপল তাঁদের আইপ্যাড প্রো এম৪ ডিভাইসেও ব্যবহার করেছে ট্যানডেম ওলেড ডিসপ্লে, যেখানে কোনো ব্যাকলাইটের প্রয়োজন পড়ে না, ফলে স্লিম ডিজাইনের জন্য এমন ডিসপ্লে বেশ উপযোগী। 

গ্যালাক্সি এস২৫ এজ মডেলের ব্যাকসাইডে তিনটি নয়, থাকবে দুটি ক্যামেরা। ছবিসূত্র: স্যামসাংএছাড়া এস২৫ সিরিজের অন্য তিনটি মডেলের মতো ‘এজ’ মডেলেও থাকবে মাল্টি-ক্যামেরা অ্যারে, মেটাল ফ্রেম, গ্লাসের তৈরি ব্যাকসাইড, ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ জিবি র‍্যাম এবং কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট। অপারেটিং সিস্টেম হিসেবে এতে অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক স্যামসাংয়ের নিজস্ব ওয়ান ইউআই ৭ দেখা যেতে পারে। 

তবে একটি স্লিম ফোনের জন্য সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এর ব্যাটারি। ছোট বডি’তে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ অফার করা বেশ চ্যালেঞ্জিং একটি কাজ। আর এই চ্যালেঞ্জিং কাজটি কতটা সফলতার সাথে করতে পারে স্যামসাং তার উপরই এজ মডেলটির সাফল্য নির্ভর করবে অনেকাংশে। দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ অফার করার জন্য স্যামসাং ডিভাইসটিকে পাওয়ার এফিশিয়েন্ট করে তুলতে পারে- সেক্ষেত্রে হয় প্রসেসর লেভেলে অথবা সিস্টেম থ্রোটলিং-এর মাধ্যমে এটা করতে হবে। 

ব্যাটারি চ্যালেঞ্জ উত্তরণের আরেকটি উপায় হচ্ছে সিলিকনের ব্যাটারি ব্যবহার করা। কেননা লিথিয়াম-আয়ন ব্যাটারির তুলনায় সিলিকনের ব্যাটারি অনেক বেশি এনার্জি ধারণ করে রাখতে পারে। এই যেমন ওয়ানপ্লাস ১৩ স্মার্টফোনটি তুলনামূলক স্লিম হলেও এর ব্যাটারি ক্যাপাসিটি ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার। সিলিকন ভ্যালির অ্যাপলকে হারাতে স্যামসাং-ও চাইলে সিলিকনের পথেই হাঁটতে পারে! 

গ্যালাক্সি এস২৫ এজ মডেলের দাম কত হতে পারে?
প্রযুক্তিবিষয়ক সংবাদের সুপরিচিত সূত্র ব্লুমবার্গের মার্ক গারম্যান বলেছেন, ২০২৫ সালের প্রথম ভাগে বাজারে দেখা যাবে গ্যালাক্সি এস২৫ এজ এবং এর দাম এস২৫ আলট্রা’র (১২৯৯ ডলার) দামের চেয়ে কম রাখা হবে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টমসগাইড জানাচ্ছে, এজের দাম এস২৫ সিরিজের প্লাস (৯৯৯ ডলার) ও আলট্রা (১২৯৯) মডেলের মধ্যবর্তী রাখতে যাচ্ছে স্যামসাং। দুটি ব্যাকক্যামেরা-সমৃদ্ধ ফোনের জন্য ১২৯৯ ডলারের চেয়ে বেশি দিতে চাইবে না গ্রাহকরা, এমনটাই ধারণা প্রযুক্তি জগতের অনেকের।

শেষ কথা…
ক্যামেরা দুটি হলেও, এতটা স্লিম একটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরির একটি স্মার্টফোন নিয়ে গ্রাহকদের আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক। তবে গ্যালাক্সি এস২৫ এজ কতটা সফল হবে তা অনেকাংশে নির্ভর করবে এর ব্যাটারি ব্যাকআপের উপর। এখন দেখার বিষয়, এজের বডি’তে ছোট পরিসরে কতটা দীর্ঘ ব্যাকআপের একটি ব্যাটারি এঁটে দিতে সক্ষম হয়। 

তথ্যসূত্র: দ্য ভার্জ, জেডডিনেট, টমসগাইড, গ্যাজেটস৩৬০ 

গত সোমবার (১০ ফেব্রুয়ারি) ৯৭ দশমিক ৪ বিলিয়ন ডলার প্রস্তাব (অফার) করেছেন চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই-কে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির মালিক প্রতিষ্ঠান ওপেনএআই অবশ্য এরুপ কোনো...
দেশের প্রযুক্তি পণ্যের বাজারে আসুস নিয়ে এলো ওয়াইফাই ৭ ও এআই মেশ প্রযুক্তিতে নির্মিত আরটি-বিই৫৮ইউ মডেলের অত্যাধুনিক রাউটার। ৩৬০০ মেগাবিটস পার সেকেন্ড পর্যন্ত দ্রুত ইন্টারনেট গতি সরবরাহে সক্ষম এই...
ভালোবাসার আনন্দঘন মুহূর্তগুলোকে আরও স্মরণীয় করে তুলতে বিশেষ ক্যাম্পেইন ঘোষণা করেছে ইনফিনিক্স। আসন্ন ভালোবাসা দিবসে প্রিয়জনের সঙ্গে সেরা মুহূর্তগুলো ভাগ করে নিতে শুরু হচ্ছে ‘সারপ্রাইজ লাভ উইথ...
ই-কমার্স জায়ান্ট অ্যামাজন সাম্প্রতিক সময়ে নিজেদের রোবটিক্স কার্যক্রমকে আরও ত্বরান্বিত করেছে। বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির ফুলফিলমেন্ট সেন্টারগুলোতে বর্তমানে সাড়ে ৭ লাখেরও বেশি রোবট মানুষের পাশাপাশি...
মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার উদ্যোগ নিলে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না অন্তর্বর্তী সরকার। এ কারণে বিএনপি জাতীয় নির্বাচনের পরে স্থানীয়...
ঢাকার ধামরাইয়ে গেল ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৭ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুলাই গণহত্যাসহ একাধিক মামলার রয়েছে বলে...
২০২০ অনূর্ধ-১৯ বিশ্বকাপ জয়ী দলের ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল মাত্র ২১ বছর বয়সে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে এই খবর। ২০২৪ সালের মার্চের পর থেকেই ঘরোয়া...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.