সেকশন

শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
Independent Television
 

স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ সম্পর্কে জানা গেল নতুন যে তথ্য

আপডেট : ১২ মার্চ ২০২৫, ১০:৪৭ পিএম

অতিশয় পাতলা বা আলট্রা-থিন স্মার্টফোনের ট্রেন্ড শুরু হয়েছে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে। আইফোন ১৭ এয়ার নিয়ে জল্পনা-কল্পনা চলছে দীর্ঘদিন ধরেই, যদিও আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কিছুই জানায়নি অ্যাপল। তবে স্যামসাং ইতোমধ্যেই ঘোষণা করেছে তাঁরা অচিরেই নিয়ে আসতে যাচ্ছে গ্যালাক্সি এস২৫ এজ মডেলটি। আলট্রা-থিন মডেলটি নিয়ে এরইমধ্যে বেশ কিছু তথ্য ফাঁস করেছে প্রযুক্তি জগতের বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্র। এবারে ফাঁস হলো গ্যালাক্সি এস২৫ এজের ব্যাটারি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য।

স্যামসাং এস২৫ মডেলের তুলনায় এজ মডেলটির ব্যাটারি সক্ষমতা ১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার কম হতে যাচ্ছে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য টেক আউটলুক সম্প্রতি দুটি ডাটাবেজে এস২৫ এজ মডেলটির ব্যাটারি সম্পর্কিত তথ্য চিহ্নিত করতে পেরেছে বলে দাবি করেছে। ইউএল ডেমকো ও বিআইএস নামের দুটি সার্টিফিকেশন ডেটাবেজ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ ফোনের ব্যাটারি সক্ষমতার রেটেড ভ্যালু হচ্ছে ৩৭৮৬ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার এবং টিপিক্যাল ভ্যালু হচ্ছে ৩৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার।

উল্লেখ্য, রেটেড ভ্যালু হচ্ছে একটি ব্যাটারির ন্যূনতম সক্ষমতা এবং টিপিক্যাল ভ্যালু হচ্ছে ব্যাটারির গড় সক্ষমতা। রেটেড ভ্যালুর চেয়ে টিপিক্যাল ভ্যালু সাধারণত বেশি হয়ে থাকে। এস২৫ সিরিজের রেগুলার মডেলে আছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার সক্ষমতার ব্যাটারি, যার কল্যাণে একবার চার্জ দিয়ে ১৫ ঘন্টা ৪৩ মিনিট পর্যন্ত ওয়েবসাইট ব্রাউজ করা যাবে ফোনটিতে।

স্যামসাং তাঁদের গ্যালাক্সি এস২৫ সিরিজটি উন্মোচন করেছে চলতি বছরের ২২ জানুয়ারি এবং সিরিজের তিনটি মডেল- এস২৫ রেগুলার, এস২৫ প্লাস ও এস২৫ আলট্রা বাজারে এসেছে ৭ ফেব্রুয়ারি। রেগুলার মডেলে ৬.২ ইঞ্চির ডিসপ্লে পাওয়া যাচ্ছে, অন্যদিকে প্লাস ও আলট্রা মডেলে যথাক্রমে ৬.৭ ইঞ্চি ও ৬.৯ ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন ব্যবহারকারীরা। 

বিভিন্ন সূত্রে ফাঁস হওয়া তথ্য বলছে, এজ মডেলটিতে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে দেখা যাবে। অর্থাৎ রেগুলার মডেলের চেয়ে এজের ডিসপ্লে সাইজ শূন্য দশমিক ৫ ইঞ্চি বড়। ডিসপ্লে বড় হলে ব্যাটারি সক্ষমতাও সাধারণত বেশি অফার করে থাকে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। সে হিসেবে ৬.২ ইঞ্চির রেগুলার মডেলের চেয়ে ৬.৭ ইঞ্চির এজ মডেলটিতে বড় আকারের ব্যাটারি থাকার কথা। কিন্তু ফাঁস হওয়া তথ্য বলছে, এজের ব্যাটারি সক্ষমতা রেগুলার মডেলের চেয়ে ১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার কম।

শুধু তাই নয়, ডিসপ্লের আকারের দিক থেকে এজ মডেলের সমকক্ষ প্লাস মডেলে আছে ৪,৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। অর্থাৎ প্লাস মডেলের তুলনায় এজের ব্যাটারি সক্ষমতা ১,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার কম হতে চলেছে।

দ্য টেক আউটলুক কর্তৃক ফাঁস হওয়া তথ্য সঠিক হলে, গ্যালাক্সি এস২৫ এজ মডেলটিতে স্যামসাং আকর্ষণীয় ব্যাটারি ব্যাকআপ অফার করছে না। তবে এই দুর্বলতা কাটাতে ফাস্ট চার্জিংয়ের মতো অত্যাধুনিক ফিচার অফার করতে পারে দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। 

তবে সূত্রমতে এজ মডেলটিতে ২৫ ওয়াটের ওয়ার্ড চার্জিং সুবিধা থাকবে, যেমনটা আছে রেগুলার মডেলে। অর্থাৎ, প্লাস ও আলট্রা মডেল দুটির মতো ৪৫ ওয়াটের ওয়ার্ড চার্জিং পাচ্ছেন না ব্যবহারকারীরা। কিন্তু আশার কথা এই যে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের রেগুলার মডেলটির ব্যাটারি পারফরম্যান্স যথেষ্ট ভালো। সেদিক থেকে এজ মডেলটিতেও স্ট্যান্ডার্ড ব্যাটারি ব্যাকআপ আশা করতে পারেন স্যামসাংয়ের গ্রাহকরা।

সার্বিকভাবে স্যামসাংপ্রেমীরা সারা দিন কাজ করে রাতে ফোন চার্জে দেওয়ার বিষয়টির সাথে বেশ অভ্যস্ত হয়ে উঠেছেন। ফলে ১৪-১৫ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেলে এজ মডেলটি নিয়ে তাদের খুব একটা অভিযোগ থাকার কথা না।

আলট্রা-থিন বা অতিশয় পাতলা ফোন হিসেবে স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ মডেলটির প্রধান আকর্ষণ হতে যাচ্ছে এর পাতলা ডিজাইন, দেখার সৌন্দর্য ও ওজন। স্বাভাবিকভাবেই উচ্চ ব্যাটারি ব্যাকঅ্যাপ খুঁজছেন এমন পাওয়ার ইউজাররা এজ মডেলটির দিকে ঝুঁকবেন, এমন সম্ভাবনা কমই।  

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ফিনান্সিয়াল নিউজ অনুমান করছে এস২৫ সিরিজের এজ মডেলটি বাজারে আসতে পারে চলতি বছরের মে মাসে। কয়েকটি সূত্র অবশ্য এপ্রিল মাসে মডেলটির উন্মোচনের ইঙ্গিত দিয়েছে। উল্লেখ্য, বছরের দ্বিতীয়ার্ধে (খুব সম্ভবত সেপ্টেম্বরে) আইফোন ১৭ সিরিজ উন্মোচিত হওয়ার আগেই স্যামসাং এজ মডেলটি বাজারে আনতে চায়। বিশেষ করে আইফোন ১৭ এয়ার নিয়ে যখন এতো আলোচনা তখন বাড়তি সুবিধা পেতে স্যামসাং তাঁদের এজ মডেলটিকে আগেভাগেই রিলিজ করতে চাইবে, এটাই স্বাভাবিক।

উল্লেখ্য, চলতি বছর অনার ও টেকনো’র মতো চীনের নির্মাতারাও আলট্রা-থিন স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। তাই স্মার্টফোনের বাজারে ২০২৫ সালটি আলট্রা-থিন মডেলের হতে যাচ্ছে বলেই মনে হচ্ছে।

তথ্যসূত্র: টমসগাইড, দ্য টেক আউটলুক

এই ঈদে প্রিমিয়াম হোম অ্যাপ্লায়েন্স বা ইলেকট্রনিক পণ্য কেনার বিশেষ অফার নিয়ে এসেছে প্রযুক্তি ব্র্যান্ড স্যামসাং। ঈদকে কেন্দ্র করে তাদের চলছে বিশেষ ক্যাম্পেইন ‘ঈদের খুশি স্যামসাংয়ে বেশি’। এর আওতায়...
প্রাক্তন কর্মী সারাহ ইউন-ইউলিয়ামসের লেখা চাঞ্চল্যকর বই ‘কেয়ারলেস পিপল’ নিয়ে বিপাকেই পড়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা। ইউন-ইউলিয়ামসের বইটি জুড়ে আছে মেটা সম্পর্কিত বিভিন্ন গোপন ও বিতর্কিত বিষয়।...
এমডাব্লিউসি ২০২৫-এর ইভেন্টে উদ্ভাবনী সব প্রযুক্তির প্রদর্শন করেছে ইনফিনিক্স। যার মাধ্যমে ভবিষ্যতের প্রযুক্তির প্রতি তাদের প্রতিশ্রুতি আরও শক্তিশালী করেছে। এআই, ইকো-টেক ও নিজস্ব উদ্ভাবনের মাধ্যমে...
স্পেনের বার্সেলোনা আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৫-এ উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে হাজির হয় টেকনো। এখানে টেকনো তাদের এআই ইকোসিস্টেম থেকে বিভিন্ন উদ্ভাবনী ও অত্যাধুনিক পণ্য প্রদর্শন করে।...
কিডনি রোগের সঙ্গে অস্বাস্থ্যকর জীবনধারা জড়িত। যেমন: অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, স্থূলতা, নেফ্রাইটিস, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান, ব্যথানাশক ঔষধের অতিরিক্ত ব্যবহার, জন্মগত ও বংশগত কিডনি...
ওই মহাকাশযানে চারজন মহাকাশচারী আন্তর্জাতিক স্পেস স্টেশনের (আইএসএস) উদ্দেশে পাড়ি দিয়েছেন। এদের মধ্যে নাসা ছাড়াও জাপান ও রাশিয়ার প্রতিনিধি রয়েছেন। তাঁরা হলেন, নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স,...
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিনজন যাত্রী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে আজ শনিবার গোলটেবিল বৈঠক করবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এদিন দুপুর ১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.