এই ঈদে প্রিমিয়াম হোম অ্যাপ্লায়েন্স বা ইলেকট্রনিক পণ্য কেনার বিশেষ অফার নিয়ে এসেছে প্রযুক্তি ব্র্যান্ড স্যামসাং। ঈদকে কেন্দ্র করে তাদের চলছে বিশেষ ক্যাম্পেইন ‘ঈদের খুশি স্যামসাংয়ে বেশি’। এর আওতায় টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেনে বিশেষ ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ অফার মিলছে। এই ক্যাম্পেইন চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এই ক্যাম্পেইনের আওতায় স্যামসাং পণ্য কিনে ২০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং ৪০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার সুবিধা নেয়া যাবে। পাশাপাশি ৩৬ মাস পর্যন্ত সহজ ইএমআই সুবিধাও থাকছে। ক্যাম্পেইনের আকর্ষণীয় ডিলে ৫৫ ইঞ্চির ফোরকে টিভিতে থাকছে ১৬ হাজার ৪০০ টাকা ছাড়। এছাড়া ৫ হাজার টাকা ছাড়ে টপ মাউন্ট ফ্রিজার পাবেন ৮৫ হাজার ৯০০ টাকায়।
স্যামসাং বাংলাদেশের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘ক্রেতাদের জন্য সেরা মানের হোম অ্যাপ্লায়েন্সে অবিশ্বাস্য সব অফার নিয়ে এসেছি আমরা। আকর্ষণীয় সব ডিল আর স্বাচ্ছন্দ্যদায়ক পেমেন্ট অপশন সুবিধা আছে ক্যাম্পেইনটিতে।’
ডিজিটাল ইনভার্টার কমপ্রেসরে ২০ বছরের ওয়ারেন্টি সহ তাদের রেফ্রিজারেটরের মডেলভেদে রয়েছে বিশেষ সুবিধা। এখানেও থাকছে ৭ হাজার থেকে ১০ হাজার টাকা ক্যাশব্যাক। এছাড়াও বিশেষ এই ক্যাম্পেইনে টপলোড এবং ফ্রন্টলোড ওয়াশিং মেশিনের সাথে থাকছে বিনামূল্যে ২ লিটার লিকুইড ডিটারজেন্ট। স্যামসাংয়ের সকল ওয়াশিং মেশিনের ডিজিটাল ইনভার্টার মোটরে আছে ২০ বছরের ওয়ারেন্টি। আর মাইক্রোওয়েভ ওভেনের সিরামিক এনামেল কোটিংয়ে আছে ১০ বছরের ওয়ারেন্টি।
এই অফারগুলো ইলেকট্রা ইন্টারন্যাশনাল, র্যাংগস ইমার্ট, ট্রান্সকম ডিজিটালসহ স্যামসাং অনুমোদিত সকল আউটলেটে পাওয়া যাবে। আরও জানতে ফেসবুক www.facebook.com/SamsungBangladesh ভিজিট করতে পারেন।