সেকশন

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
Independent Television
 

স্যামসাং নিয়ে আসছে পাতলা ‘এজ’ স্মার্টফোন, যা জানা গেল

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১০:৩২ পিএম

জানুয়ারি’তে স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের উন্মোচন ইভেন্টেই জানা যায় যে, এই সিরিজের চতুর্থ মডেলটি হতে যাচ্ছে একটি আলট্রা-থিন বা অতিরিক্ত পাতলা স্মার্টফোন। ‘এজ’ নামে পরিচিত এই মডেলটির একটি প্রিভিউ দেখান হয় এই উন্মোচন ইভেন্টেই। এরপর থেকেই এস২৫ এজ ডিভাইসটি নিয়ে স্যামসাংপ্রেমীদের আগ্রহের পারদ ওপরে উঠতে থাকে। এজ মডেলটির সম্ভাব্য ফিচার, বিশেষ করে কতটা পাতলা হতে যাচ্ছে এটি, এবং কবে নাগাদ বাজারে আসবে- এই প্রশ্নগুলোর উত্তর জানতে আগ্রহী ব্যক্তির সংখ্যাটা প্রতিনিয়ত বাড়ছে।

গত ২২ জানুয়ারি অনুষ্ঠিত গ্যালাক্সি এস২৫ সিরিজের উন্মোচন অনুষ্ঠানের পর থেকেই প্রযুক্তি বিশ্বের বিশ্বস্ত সূত্রগুলো আসন্ন এজ মডেলটি নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস করতে শুরু করে। যদিও এগুলোর মধ্যে কতটা সত্য প্রমাণিত হবে সেটা সময়ই বলে দিবে। সম্প্রতি জানা গেল, এস২৫ এজ মডেলটি অচিরেই বাজারে আসতে চলেছে। এবারের তথ্যটি এসেছে ভারতের বাজার থেকে।

সম্প্রতি (১২ মার্চ) ভারতের ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস)-এর সাইটে দেখা গেছে যে, স্যামসাংয়ের নতুন একটি ফোন তালিকাভুক্ত হয়েছে। বিআইএস-এর সাইটে স্যামসাংয়ের নতুন একটি ফোনের তালিকাভুক্ত হওয়ার স্ক্রিনশট সম্প্রতি সামাজিক মাধ্যমে এক্সপারটিক নামের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। সে হিসেবে ফোনটি ভারতের বাজারে অচিরেই আসছে এমনটা অনুমান করাই যায়।

অবশ্য ভারতের বাজারে আসার পূর্বে এজ মডেলটিকে বৈশ্বিক বাজারে উন্মোচন করার কথা স্যামসাংয়ের। কয়েকটি সূত্র অবশ্য বলছে, গ্যালাক্সি এস২৫ এজ ফোনটি উন্মোচিত হবে আগামী ১৬ এপ্রিল। তবে এজ মডেলটির সম্ভাব্য রিলিজ সম্পর্কে এখনও পর্যন্ত কিছুই জানায়নি স্যামসাং। 

স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ এর সম্ভাব্য ফিচারসমূহ
আলট্রা-থিন এই মডেলটিতে থাকতে পারে ৬.৫৫-ইঞ্চির একটি ডিসপ্লে। কেউ কেউ অবশ্য ৬.৭-ইঞ্চির ডিসপ্লে থাকবে বলেই দাবি করেছে। স্বাভাবিকভাবেই ডিভাইসটির সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর পুরুত্ব। ফোনটি মাত্র ৫.৮ মিলিমিটার পুরু হতে পারে, যেখানে এস২৫ ও এস২৫ প্লাস মডেল দুটি যথাক্রমে ৭.২৫ মিলিমিটার ও ৭.৩৫ মিলিমিটার পুরু।

বিভিন্ন বিশ্বস্ত সূত্রে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, গ্যালাক্সি এস২৫ এজ মডেলে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ১২জিবি র‍্যাম, ১২০ হার্জ রিফ্রেশ রেট, ২০০ মেগাপিক্সেল রেজোলিউশনের মূল ক্যামেরা ও ১২ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্স। অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক স্যামসাংয়ের ওয়ান ইউআই ৭ থাকবে বলেই দাবি করছে সূত্রগুলো। ডিভাইসটিতে ৩,৭৮৬ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের রেটেড ব্যাটারি ব্যাকআপ থাকতে পারে, অর্থাৎ ব্যবহারকারী ব্যাটারি ব্যাকআপ পাবেন ৩,৯০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। পাশাপাশি ২৫ ওয়াটের ওয়ার্ড চার্জিংয়ের সুবিধা থাকার সম্ভাবনা আছে।

উল্লেখ্য, সম্প্রতি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রদর্শিত হয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস২৫ এজ স্মার্টফোনটি। 

তথ্যসূত্র: ফোন অ্যারেনা, স্মার্টপ্রিক্স, জিএমএম অ্যারেনা

সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশে রাশিয়ান হ্যাকারদের সাইবার হামলা বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছে নেদারল্যান্ডসের গোয়েন্দা সংস্থা। আজ মঙ্গলবার ডাচ গোয়েন্দা সংস্থা এমআইভিডি বলেছে যে, রাশিয়ার...
আজ সোমবার মোবাইল নেটওয়ার্ক সেবাদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা পিএলসি (রবি)-এর ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত এই সভায় প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা...
ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে জনপ্রিয় ব্রাউজারগুলোর একটি হচ্ছে গুগল ক্রোম। এবারে ক্রোম ব্রাউজারটির ওপর নিজেদের মালিকানা ধরে রাখতে রীতিমতো আদালতে লড়াই করতে হচ্ছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলকে। অনলাইন...
বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ সময়ে) চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি’র মুনাফা ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্রকাশিত আর্থিক ফলাফলে এমনটাই জানিয়েছে বিশ্বের সবচেয়ে বড়...
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগ দাবি করে মধ্যরাতে শাহবাগ অবরোধ করেছে একদল শিক্ষার্থী। ‘কুয়েট বাঁচাতে শাহবাগ ব্লকেড’ নামের এ কর্মসূচিতে অংশ নেওয়ারা ঢাকা...
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দীন জানান, শহিদুল নামের এক ব্যক্তির মাধ্যমে তারা কক্সবাজার আসে। এরপর শহিদুল কৌশলে ছয়জনকেই টেকনাফ নিয়ে আটকে রাখে।
ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবে প্রধান উপদেষ্টা ড. ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার দোহায় এ তথ্য নিশ্চিত করেন।  
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত হচ্ছে বর্ণিল বৈশাখী মেলা। আগামী ২৬ এপ্রিল, শনিবার কুয়ালালামপুর মহারাজা লেলা মনোরেল স্টেশনের পাশে কুয়ালালামপুর ও সেলাঙ্গর চাইনিজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.