জানুয়ারি’তে স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের উন্মোচন ইভেন্টেই জানা যায় যে, এই সিরিজের চতুর্থ মডেলটি হতে যাচ্ছে একটি আলট্রা-থিন বা অতিরিক্ত পাতলা স্মার্টফোন। ‘এজ’ নামে পরিচিত এই মডেলটির একটি প্রিভিউ দেখান হয় এই উন্মোচন ইভেন্টেই। এরপর থেকেই এস২৫ এজ ডিভাইসটি নিয়ে স্যামসাংপ্রেমীদের আগ্রহের পারদ ওপরে উঠতে থাকে। এজ মডেলটির সম্ভাব্য ফিচার, বিশেষ করে কতটা পাতলা হতে যাচ্ছে এটি, এবং কবে নাগাদ বাজারে আসবে- এই প্রশ্নগুলোর উত্তর জানতে আগ্রহী ব্যক্তির সংখ্যাটা প্রতিনিয়ত বাড়ছে।
গত ২২ জানুয়ারি অনুষ্ঠিত গ্যালাক্সি এস২৫ সিরিজের উন্মোচন অনুষ্ঠানের পর থেকেই প্রযুক্তি বিশ্বের বিশ্বস্ত সূত্রগুলো আসন্ন এজ মডেলটি নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস করতে শুরু করে। যদিও এগুলোর মধ্যে কতটা সত্য প্রমাণিত হবে সেটা সময়ই বলে দিবে। সম্প্রতি জানা গেল, এস২৫ এজ মডেলটি অচিরেই বাজারে আসতে চলেছে। এবারের তথ্যটি এসেছে ভারতের বাজার থেকে।
সম্প্রতি (১২ মার্চ) ভারতের ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস)-এর সাইটে দেখা গেছে যে, স্যামসাংয়ের নতুন একটি ফোন তালিকাভুক্ত হয়েছে। বিআইএস-এর সাইটে স্যামসাংয়ের নতুন একটি ফোনের তালিকাভুক্ত হওয়ার স্ক্রিনশট সম্প্রতি সামাজিক মাধ্যমে এক্সপারটিক নামের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। সে হিসেবে ফোনটি ভারতের বাজারে অচিরেই আসছে এমনটা অনুমান করাই যায়।
অবশ্য ভারতের বাজারে আসার পূর্বে এজ মডেলটিকে বৈশ্বিক বাজারে উন্মোচন করার কথা স্যামসাংয়ের। কয়েকটি সূত্র অবশ্য বলছে, গ্যালাক্সি এস২৫ এজ ফোনটি উন্মোচিত হবে আগামী ১৬ এপ্রিল। তবে এজ মডেলটির সম্ভাব্য রিলিজ সম্পর্কে এখনও পর্যন্ত কিছুই জানায়নি স্যামসাং।
স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ এর সম্ভাব্য ফিচারসমূহ
আলট্রা-থিন এই মডেলটিতে থাকতে পারে ৬.৫৫-ইঞ্চির একটি ডিসপ্লে। কেউ কেউ অবশ্য ৬.৭-ইঞ্চির ডিসপ্লে থাকবে বলেই দাবি করেছে। স্বাভাবিকভাবেই ডিভাইসটির সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর পুরুত্ব। ফোনটি মাত্র ৫.৮ মিলিমিটার পুরু হতে পারে, যেখানে এস২৫ ও এস২৫ প্লাস মডেল দুটি যথাক্রমে ৭.২৫ মিলিমিটার ও ৭.৩৫ মিলিমিটার পুরু।
বিভিন্ন বিশ্বস্ত সূত্রে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, গ্যালাক্সি এস২৫ এজ মডেলে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ১২জিবি র্যাম, ১২০ হার্জ রিফ্রেশ রেট, ২০০ মেগাপিক্সেল রেজোলিউশনের মূল ক্যামেরা ও ১২ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্স। অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক স্যামসাংয়ের ওয়ান ইউআই ৭ থাকবে বলেই দাবি করছে সূত্রগুলো। ডিভাইসটিতে ৩,৭৮৬ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের রেটেড ব্যাটারি ব্যাকআপ থাকতে পারে, অর্থাৎ ব্যবহারকারী ব্যাটারি ব্যাকআপ পাবেন ৩,৯০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। পাশাপাশি ২৫ ওয়াটের ওয়ার্ড চার্জিংয়ের সুবিধা থাকার সম্ভাবনা আছে।
উল্লেখ্য, সম্প্রতি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রদর্শিত হয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস২৫ এজ স্মার্টফোনটি।
তথ্যসূত্র: ফোন অ্যারেনা, স্মার্টপ্রিক্স, জিএমএম অ্যারেনা