সেকশন

শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
Independent Television
 

দেশের বাজারে শাওমির নতুন ফোন, ফিচারসহ দাম জেনে নিন

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৬:৩৪ পিএম

দেশের বাজারে নতুন দুটি স্মার্টফোন নিয়ে এলো শাওমি। ঈদকে সামনে রেখে আনা ফোন দুটি হলো- রেডমি নোট ১৪ প্রো এবং শাওমি রেডমি এ৫। ২০ মার্চ রাজধানীর এক অভিজাত হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই স্মার্টফোন দুটি উন্মোচন করেন শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী।

‘ঈদ উইথ মি’ ক্যাম্পেইনের নতুন এই দুটি ফোন এনেছে প্রতিষ্ঠানটি। এসময় জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘শাওমি সবসময় গ্রাহকদের চাহিদানুযায়ী হাই কোয়ালিটির স্মার্টফোন বাজারে নিয়ে আসতে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শাওমি রেডমি নোট ১৪ প্রো এবং শাওমি রেডমি এ৫ বাজারে আনলো। এই ফোনগুলোর অসাধারণ ক্যামেরা প্রযুক্তি, ইমার্সিভ ডিসপ্লে এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সাথে দেবে দুর্দান্ত ইউজার এক্সপেরিয়েন্স।’

শাওমি রেডমি নোট ১৪ প্রো ডিভাইসটিতে আল্ট্রা-ক্লিয়ার ফটোগ্রাফির জন্য রয়েছে ২০০ মেগাপিক্সেল এআই ক্যামেরা। আর হাই রেজোলিউশন সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটির ক্যামেরায় অত্যাধুনিক এআই টুল ব্যবহার করা হয়েছে। আকর্ষণীয় এই ক্যামেরার পাশাপাশি ফোনটিতে রয়েছে ৬.৬৭-ইঞ্চি অ্যামোলেড কার্ভড ডিসপ্লে। যা কিনা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ব্যবহারকারীদের দেবে সুপার স্মুথ স্ক্রলিং ও ভিজ্যুয়াল অভিজ্ঞতা।

এছাড়াও ফোনটির প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও জি১০০ আল্ট্রা চিপসেট। যা গ্রাহকদের মাল্টিটাস্কিং, গেমিং এবং স্ট্রিমিং অভিজ্ঞতাকে করে তুলবে আরও দুর্দান্ত ও প্রাণবন্ত। ডিভাইসটির অন্যতম আকর্ষণ ৫৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ৪৫ ওয়াটের টার্বো চার্জিং প্রযুক্তি। ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি মাত্র ৭২ মিনিটে সম্পূর্ণ চার্জ করতে পারবেন ফোনটি।

ফোনকে স্ক্র্যাচমুক্ত রাখতে ডিভাইসটিতে ব্যবহার হয়েছে শক্তিশালী কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ ও ওয়েট টাচ টেকনোলজি। এছাড়া ধূলাবালি ও পানির ছিটেফোঁটা থেকে সুরক্ষা পেতে এতে আছে আইপি ৬৪ রেটিং। যা দৈনন্দিক জীবনে স্মার্টফোন ব্যবহার আরো সহজ ও নিশ্চিন্ত করে তুলবে। মিডনাইট ব্ল্যাক, ওশ্যান ব্লু আর অরোরা পার্পল, এই তিনটি রঙে পাওয়া যাবে শাওমি রেডমি নোট ১৪ প্রো।

অন্যদিকে শাওমি রেডমি এ৫ ডিভাইসটিতে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ। ফোনটির ৬.৮৮-ইঞ্চি এইচডিপ্লাস ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট ব্যবহারকারীদের দেবে মসৃণ এবং ইমার্সিভ ভিজ্যুয়াল অভিজ্ঞতা। এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি৭২৫০। ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১৫ ওয়াট ফাস্ট চার্জিং ক্যাপাসিটি ব্যবহাকরীকে দেবে দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ। মিডনাইট ব্ল্যাক, স্যান্ডি গোল্ড, লেক গ্রীন ও ওশ্যান ব্লু, এই চার রঙে পাওয়া যাবে শাওমি রেডমি এ৫।

শাওমি রেডমি নোট ১৪ প্রো ৮জিবি র‌্যাম ও ২৫৬জিবি স্টোরেজের ফোনটির দাম ২৯ হাজার ৯৯৯ টাকা। অন্যদিকে শাওমি রেডমি এ৫ স্মার্টফোনটিতে থাকছে ৪জিবি র‌্যাম এবং ৬৪জিবি স্টোরেজ। দাম ১০ হাজার ৯৯৯ টাকা। স্মার্টফোন দুটি দেশব্যাপী শাওমির যেকোনো অনুমোদিত স্টোর থেকে কেনা যাবে।

দূরবর্তী (রিমোট) কর্মীদের সতর্ক করে দিল প্রযুক্তি জায়ান্টা গুগল । সংস্থাটি তার কর্মীদের জানিয়েছে, অফিসে না আসলে চাকরি হারানোর ঝুঁকি থাকবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 
ইউরোপে বড় অংকের অর্থ জরিমানার সম্মুখীন আমেরিকান দুই শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল ও মেটা। আজ বুধবার ইউরোপিয়ান ইউনিয়নের অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রক সংস্থা অ্যাপলকে ৫০০ মিলিয়ন ইউরো এবং মেটাকে ২০০...
দেশের মোবাইল অপারেটর সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন লিমিটেড-এর ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৩ এপ্রিল) ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়।...
চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই’র প্রধান নির্বাহী (সিইও) স্যাম অল্টম্যান এবার পারমাণবিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওকলো’তে নিজের পদ ছাড়তে যাচ্ছেন। বর্তমানে স্টার্টআপটিতে চেয়ারম্যানের পদে আসীন অল্টম্যান...
২০২৫ সালের ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের জনপ্রিয় পর্যটনস্থল পাহেলগামে ঘটে যায় এক মর্মান্তিক সন্ত্রাসী হামলা। যেখানে নিহত হন অন্তত ২৬ জন, যাদের মধ্যে ২৫ জন ছিলেন ভারতীয় পর্যটক এবং একজন...
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় স্কলার্স বিশ্ববিদ্যালয়ের ২ নারী শিক্ষার্থীকে আটক করার খবরটি সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির মিডিয়া...
লক্ষ্মীপুরের সদর ও রায়পুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন সাবেক ব্যাংক কর্মকর্তা ও একজন মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এই দুর্ঘটনাগুলো ঘটে।
কাশ্মীরের পেহেলগামে জঘন্য সন্ত্রাসী হামলার ঘটনা কাঁপিয়ে দিয়েছে ভারতকে। ২৬ পর্যটকের প্রাণহানির এই ঘটনার শোক ছুঁয়ে গেছে সবাইকেই। এই ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.