স্টার ওয়ার্স ফ্র্যানচাইজি’র ফ্যান অথচ ‘ড্রয়েড’ রোবটের সাথে পরিচয় নেই- এমন ব্যক্তি খুঁজে পাওয়া বেশ কঠিনই বটে। স্টার ওয়ার্স সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন এমন ব্যক্তি মাত্রই পর্দায় মানবসদৃশ ড্রয়েড রোবট দেখে থাকবেন। এবারে পর্দার এই রোবট বাস্তব হয়ে উঠেছে। সম্প্রতি দুটি ড্রয়েড রোবটকে মানুষের মতোই হাঁটাচলা করতে দেখা গেছে। আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান জোসেতে অনুষ্ঠিত এনভিডিয়ার বার্ষিক সফটওয়্যার ডেভেলপার সম্মেলনে গত বুধবার (১৯ মার্চ) সকলের দৃষ্টি আকর্ষণ করেছে ডিজনি’র তৈরি ড্রয়েড রোবট দুটি।
এনভিডিয়ার ডেভেলপার সম্মেলনে উপস্থিত দর্শনার্থী ও সংবাদমাধ্যমকর্মীদের সামনে প্রদর্শিত হয়েছে স্টার ওয়ার্স-খ্যাত ড্রয়েড রোবটদ্বয়। সান জোসে কনভেনশন সেন্টারের শোরুম ফ্লোরে এনভিডিয়া’র বুথে এই দুটি রোবট প্রদর্শন করেছে স্টার ওয়ার্স ফ্র্যানচাইজির স্বত্বাধিকারী ডিজনি। রোবট দুটিকে হাঁটতে, নাচতে ও বিভিন্ন প্রকার আবেগ প্রকাশ করতে দেখা গেছে। এর মাধ্যমে দর্শকদেরকে ড্রয়েড দুটির সাথে ইন্টার্যাক্ট বা যোগাযোগের সুযোগ করে দেওয়া হয়।
ডিজনি’র ৪৪ বছর বয়সী রোবোটিক্স-বিষয়ক গবেষক মরিটজ ব্যাচার বলেন, ‘এটি আনন্দ প্রকাশ করতে পারে, নাচতে পারে, আবার এটি এখন লজ্জা পেয়েছে তাও প্রকাশ করতে পারে…এই আবেগগুলোর উপস্থিতিতে আমরা একটি পূর্ণাঙ্গ চরিত্র তৈরি করতে পেরেছি। আমি মনে করি এটি মানুষকে স্পর্শ করে।’
এর আগে মঙ্গলবার (১৮ মার্চ) এনভিডিয়ার প্রধান নির্বাহী (সিইও) জেনসেন হুয়াং সম্মেলনে তাঁর মূল বক্তব্য (কীনোট স্পিচ) প্রদানকালে মঞ্চেও উপস্থিত ছিল ড্রয়েড রোবট।
বিডিএক্স ড্রয়েড নামে পরিচিত এই রোবটগুলো স্টার ওয়ার্স-এর জনপ্রিয় কাল্পনিক চরিত্র। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ড্রয়েড রোবটকে স্টার ওয়ার্সের টিভি শো ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ এবং ফ্র্যাঞ্চাইজির দুটি ভিডিও গেম, ‘ফলেন অর্ডার’ ও ‘সারভাইভার’-এ দেখা গেছে।
ড্রয়েড সম্পর্কে মরিটজ ব্যাচার আরও বলেন, ‘আপনি একটি মেকানিক্যাল সিস্টেম দেখছেন না, আপনি একটি বিশ্বাসযোগ্য রোবোটিক চরিত্র দেখছেন যেটি আবেগ প্রকাশ করতে পারে, তাই না?’
অবশ্য ড্রয়েডগুলো পুরোপুরি স্বয়ংক্রিয় বা স্বয়ংচালিত (অটোনোমাস) নয়। একজন ব্যক্তিকে কনট্রোলারের সাহায্যে এই ড্রয়েড রোবট পরিচালনা করতে হয়। তবে ড্রয়েড রোবটগুলো নিজেরাই তাঁদের ভারসাম্য ও গতি নিয়ন্ত্রণ করতে পারে। এই সক্ষমতা তারা রিইনফোর্সমেন্ট লার্নিং-এর মাধ্যমে অর্জন করেছে।
ড্রয়েড রোবট দুটি ইতোমধ্যেই ডিজনি পার্কে আগত অতিথিদের সাথেও ইন্টার্যাক্ট (যোগাযোগ) করেছে। ডিজনি’র মালিকানাধীন বিভিন্ন থিম পার্ক, হোটেল, রিসোর্টসহ বিনোদনের বিভিন্ন ভেন্যুতে এখন ড্রয়েড রোবট প্রদর্শিত হচ্ছে এবং অতিথি ও দর্শনার্থীদের সাথে এটি যোগাযোগ করছে। সম্প্রতি রোবট দুটিকে ডিজনি ক্রুজেও দেখা গেছে।
তথ্যসূত্র: রয়টার্স