সেকশন

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
Independent Television
 

সিনেমা থেকে বাস্তব হয়ে উঠলো মানবসদৃশ রোবট

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৬:৩৯ পিএম

স্টার ওয়ার্স ফ্র্যানচাইজি’র ফ্যান অথচ ‘ড্রয়েড’ রোবটের সাথে পরিচয় নেই- এমন ব্যক্তি খুঁজে পাওয়া বেশ কঠিনই বটে। স্টার ওয়ার্স সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন এমন ব্যক্তি মাত্রই পর্দায় মানবসদৃশ ড্রয়েড রোবট দেখে থাকবেন। এবারে পর্দার এই রোবট বাস্তব হয়ে উঠেছে। সম্প্রতি দুটি ড্রয়েড রোবটকে মানুষের মতোই হাঁটাচলা করতে দেখা গেছে। আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান জোসেতে অনুষ্ঠিত এনভিডিয়ার বার্ষিক সফটওয়্যার ডেভেলপার সম্মেলনে গত বুধবার (১৯ মার্চ) সকলের দৃষ্টি আকর্ষণ করেছে ডিজনি’র তৈরি ড্রয়েড রোবট দুটি।

এনভিডিয়ার ডেভেলপার সম্মেলনে উপস্থিত দর্শনার্থী ও সংবাদমাধ্যমকর্মীদের সামনে প্রদর্শিত হয়েছে স্টার ওয়ার্স-খ্যাত ড্রয়েড রোবটদ্বয়। সান জোসে কনভেনশন সেন্টারের শোরুম ফ্লোরে এনভিডিয়া’র বুথে এই দুটি রোবট প্রদর্শন করেছে স্টার ওয়ার্স ফ্র্যানচাইজির স্বত্বাধিকারী ডিজনি। রোবট দুটিকে হাঁটতে, নাচতে ও বিভিন্ন প্রকার আবেগ প্রকাশ করতে দেখা গেছে। এর মাধ্যমে দর্শকদেরকে ড্রয়েড দুটির সাথে ইন্টার‍্যাক্ট বা যোগাযোগের সুযোগ করে দেওয়া হয়।

ডিজনি’র ৪৪ বছর বয়সী রোবোটিক্স-বিষয়ক গবেষক মরিটজ ব্যাচার বলেন, ‘এটি আনন্দ প্রকাশ করতে পারে, নাচতে পারে, আবার এটি এখন লজ্জা পেয়েছে তাও প্রকাশ করতে পারে…এই আবেগগুলোর উপস্থিতিতে আমরা একটি পূর্ণাঙ্গ চরিত্র তৈরি করতে পেরেছি। আমি মনে করি এটি মানুষকে স্পর্শ করে।’

এর আগে মঙ্গলবার (১৮ মার্চ) এনভিডিয়ার প্রধান নির্বাহী (সিইও) জেনসেন হুয়াং সম্মেলনে তাঁর মূল বক্তব্য (কীনোট স্পিচ) প্রদানকালে মঞ্চেও উপস্থিত ছিল ড্রয়েড রোবট।

বিডিএক্স ড্রয়েড নামে পরিচিত এই রোবটগুলো স্টার ওয়ার্স-এর জনপ্রিয় কাল্পনিক চরিত্র। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ড্রয়েড রোবটকে স্টার ওয়ার্সের টিভি শো ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ এবং ফ্র্যাঞ্চাইজির দুটি ভিডিও গেম, ‘ফলেন অর্ডার’ ও ‘সারভাইভার’-এ দেখা গেছে।

ড্রয়েড সম্পর্কে মরিটজ ব্যাচার আরও বলেন, ‘আপনি একটি মেকানিক্যাল সিস্টেম দেখছেন না, আপনি একটি বিশ্বাসযোগ্য রোবোটিক চরিত্র দেখছেন যেটি আবেগ প্রকাশ করতে পারে, তাই না?’ 

অবশ্য ড্রয়েডগুলো পুরোপুরি স্বয়ংক্রিয় বা স্বয়ংচালিত (অটোনোমাস) নয়। একজন ব্যক্তিকে কনট্রোলারের সাহায্যে এই ড্রয়েড রোবট পরিচালনা করতে হয়। তবে ড্রয়েড রোবটগুলো নিজেরাই তাঁদের ভারসাম্য ও গতি নিয়ন্ত্রণ করতে পারে। এই সক্ষমতা তারা রিইনফোর্সমেন্ট লার্নিং-এর মাধ্যমে অর্জন করেছে।

ড্রয়েড রোবট দুটি ইতোমধ্যেই ডিজনি পার্কে আগত অতিথিদের সাথেও ইন্টার‍্যাক্ট (যোগাযোগ) করেছে। ডিজনি’র মালিকানাধীন বিভিন্ন থিম পার্ক, হোটেল, রিসোর্টসহ বিনোদনের বিভিন্ন ভেন্যুতে এখন ড্রয়েড রোবট প্রদর্শিত হচ্ছে এবং অতিথি ও দর্শনার্থীদের সাথে এটি যোগাযোগ করছে। সম্প্রতি রোবট দুটিকে ডিজনি ক্রুজেও দেখা গেছে।

তথ্যসূত্র: রয়টার্স

সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশে রাশিয়ান হ্যাকারদের সাইবার হামলা বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছে নেদারল্যান্ডসের গোয়েন্দা সংস্থা। আজ মঙ্গলবার ডাচ গোয়েন্দা সংস্থা এমআইভিডি বলেছে যে, রাশিয়ার...
আজ সোমবার মোবাইল নেটওয়ার্ক সেবাদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা পিএলসি (রবি)-এর ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত এই সভায় প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা...
ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে জনপ্রিয় ব্রাউজারগুলোর একটি হচ্ছে গুগল ক্রোম। এবারে ক্রোম ব্রাউজারটির ওপর নিজেদের মালিকানা ধরে রাখতে রীতিমতো আদালতে লড়াই করতে হচ্ছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলকে। অনলাইন...
বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ সময়ে) চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি’র মুনাফা ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্রকাশিত আর্থিক ফলাফলে এমনটাই জানিয়েছে বিশ্বের সবচেয়ে বড়...
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগ দাবি করে মধ্যরাতে শাহবাগ অবরোধ করেছে একদল শিক্ষার্থী। ‘কুয়েট বাঁচাতে শাহবাগ ব্লকেড’ নামের এ কর্মসূচিতে অংশ নেওয়ারা ঢাকা...
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দীন জানান, শহিদুল নামের এক ব্যক্তির মাধ্যমে তারা কক্সবাজার আসে। এরপর শহিদুল কৌশলে ছয়জনকেই টেকনাফ নিয়ে আটকে রাখে।
ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবে প্রধান উপদেষ্টা ড. ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার দোহায় এ তথ্য নিশ্চিত করেন।  
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত হচ্ছে বর্ণিল বৈশাখী মেলা। আগামী ২৬ এপ্রিল, শনিবার কুয়ালালামপুর মহারাজা লেলা মনোরেল স্টেশনের পাশে কুয়ালালামপুর ও সেলাঙ্গর চাইনিজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.