সেকশন

বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
Independent Television
 

ঈদে নতুন যেসব ফোন নিয়ে এল স্যামসাং, শাওমি, ভিভো

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৯:৫৯ পিএম

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের স্মার্টফোনের বাজারেও লেগেছে উৎসবের ছোঁয়া। স্মার্টফোন ব্র্যান্ডগুলো ঈদ উপলক্ষে নিয়ে এসেছে বেশ কিছু নতুন ফোন। উন্নত ফিচারে সাজানো এই ফোনগুলো দেশের স্মার্টফোনপ্রমীদের কমবেশি আকৃষ্ট করতে পেরেছে। সম্প্রতি রাজধানী ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের মোবাইল মার্কেট ঘুরে দেখা গেল, বিভিন্ন ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোনের পাশাপাশি বাজারে এসেছে বিভিন্ন দামের ‘বাজেট’ ফোনও। ফ্ল্যাগশিপ ফোনগুলো নিয়ে মানুষের আগ্রহ থাকলেও বিক্রির দিক থেকে এগিয়ে আছে সাশ্রয়ী দামের ‘বাজেট’ ও মিডরেঞ্জের ফোনগুলোই।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির এই যুগে বিভিন্ন ফোনে, বিশেষ করে হাই-এন্ড মডেলগুলোতে এআই ফিচারের আধিক্য দেখা গেছে। সাথে উন্নত সব ক্যামেরা ফিচারও অফার করছে ব্র্যান্ডগুলো। ঈদকে সামনে রেখে দেশের বাজারে আগত বিভিন্ন ব্র্যান্ডের সেরা কিছু স্মার্টফোনের সাথে পাঠকদের পরিচয় করিয়ে দিতেই তৈরি করা হয়েছে এই প্রতিবেদনটি। বসুন্ধরা সিটির মোবাইল মার্কেট ঘুরে তৈরি দুই পর্বের প্রতিবেদনের প্রথম পর্ব থাকলো আজ। এই পর্বে উঠে এসেছে স্যামসাং, শাওমি ও ভিভোর স্মার্টফোনগুলো।

স্যামসাং

লো-এন্ড থেকে শুরু করে ফ্ল্যাগশিপ- সব সেগমেন্টেই স্যামসাংয়ের বেশ কিছু ফোন আছে। মিডরেঞ্জে স্যামসাংয়ের একেবারে সাম্প্রতিক ফোনগুলোর একটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি (ফাইভজি), যেটি বর্তমানে গ্রাহক চাহিদার শীর্ষে আছে বলে জানিয়েছেন স্যামসাংয়ের এক্সপেরিয়েন্স কনসালটেন্ট মেহেদি হাসান জিহাদ।

৬ বছরের সিকিউরিটি ও ওএস (অপারেটিং সিস্টেম) আপডেটে সমৃদ্ধ এই ৫জি ফোনটিতে আছে ৬.৭-ইঞ্চির ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির ট্রিপল ক্যামেরা সিস্টেমে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরার পাশাপাশি রয়েছে ৫ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেলের মাইক্রোক্যামেরা। সামনে আছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও।

দেশের বাজারে মিডরেঞ্জে গ্যালাক্সি এ১৬ ৫জি ফোনটির বেশ চাহিদা আছে বলে জানিয়েছে স্যামসাং। ছবিসূত্র: স্যামসাংএছাড়া গ্যালাক্সি এ১৬ ফাইভজি’তে ব্যবহারকারীরা ২.৪ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর ও ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি পেয়ে যাবেন। আইপি৫৪ প্রোটেকশন থাকায় এই ফোনটি পানি ও ধূলা প্রতিরোধীও বটে।

লাইট গ্রিন, গোল্ড ও ব্লু ব্ল্যাক- এই তিনটি কালারের একটিকে বেছে নেওয়ার সুযোগ থাকছে গ্রাহকদের জন্য। র‍্যাম ও স্টোরেজ অনুযায়ী ফোনটি তিনটি ভিন্ন ভিন্ন দামে পাওয়া যাচ্ছে। ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ পাওয়া যাচ্ছে ২৭,৯৯৯ টাকায়, আর ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজের জন্য খরচ করতে হবে ২৯,৯৯৯ টাকা। তবে ৮জিবি র‍্যামের সাথে স্টোরেজ ২৫৬জিবি নিতে হলে গুণতে হবে ৩৪,৯৯৯ টাকা।

স্যামসাংয়ের স্টোরে হাই-এন্ডের ফ্ল্যাগশিপ ফোন থাকবে না, তাতো হয় না। গ্রাহকদের নানাবিধ চাহিদা ও পছন্দের কথা মাথায় রেখে ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে একাধিক ফোন নিয়ে এসেছে স্যামসাং। এগুলোর মধ্যে দর্শকদের আকর্ষণের কেন্দ্রে যথারীতি আছে এ বছর বাজারে আসা গ্যালাক্সি এস২৫ আলট্রা। সাধ ও সাধ্যের মধ্যে ব্যবধান ঘোচনো গেলে অনেকেই যে এই ফোনটিকে নিজের করে পেতে চাইবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। শক্তিশালী সব ফিচারে সমৃদ্ধ ফোনটিতে অনায়াসে ব্যবহার করা যাবে ‘গ্যালাক্সি এআই’-ভিত্তিক বিভিন্ন ফিচার ও টুল। এই যেমন ইন্টারপ্রেটার টুলটি ব্যবহার করে পৃথিবীর ২৯টি ভাষায় অনুবাদের মাধ্যমে যোগাযোগ (কথোপকথন) করা সম্ভব।  

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা বর্তমানে স্যামসাংয়ের সবচেয়ে আকর্ষণীয় ফোনগুলোর একটি। ছবিসূত্র: স্যামসাংএস২৫ আলট্রার আকর্ষণীয় ফিচারগুলোর একটি হচ্ছে এর ক্যামেরা। ২০০ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল মূল ক্যামেরার পাশাপাশি এতে আছে ৫০ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা। সাথে ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরার সাপোর্টও পাওয়া যাবে। এছাড়া আছে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও।

এস২৫ আলট্রাতে ১২জিবি র‍্যাম ও ২৫৬জিবি স্টোরেজ থাকছে। ফোনটির তালিকাভুক্ত দাম (লিস্টেড প্রাইস) ২ লাখ ৩৬ হাজার ৯৯৯ টাকা হলেও বর্তমানে ডিভাইসটিতে ১২ হাজার টাকা মূল্যছাড় দিচ্ছে স্যামসাং, এমনটাই জানালেন স্যামসাংয়ের এক্সপেরিয়েন্স কনসালটেন্ট মেহেদি হাসান জিহাদ। অর্থাৎ, মূল্যছাড়ের পর ফোনটি বর্তমানে ২ লাখ ২৪ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

এস২৫ সিরিজের প্লাস মডেলটিও দেখা গেল স্যামসাংয়ের শপে। আল্ট্রার মতোই শক্তিশালী এআই ও ক্যামেরা ফিচারে সমৃদ্ধ প্লাস মডেলটির তালিকাভুক্ত দাম ১ লাখ ৮১ হাজার ৯৯৯ টাকা। তবে ১০ হাজার টাকা মূল্যছাড়ের পর এর বর্তমান বাজারমূল্য ১ লাখ ৭১ হাজার ৯৯৯ টাকা। দুটি ফোনই ইএমআই’তে কেনার সুযোগ আছে বলে জানালেন জিহাদ।

এছাড়া হাই-এন্ডে দুটি ভাঁজযোগ্য বা ফোল্ডেবল ফোনও দেখা গেছে স্যামসাংয়ের শপে। ফোন দুটি হচ্ছে গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও গ্যালাক্সি জেড ফ্লিপ ৬। দুটো ফোনেই অন্যান্য আকর্ষণীয় ফিচারের পাশাপাশি আছে দুর্দান্ত ক্যামেরা। 

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ফোনটিতে ৫টি ক্যামেরা আছে। ছবিসূত্র: স্যামসাংস্যামসাং খুব সম্ভবত তাঁদের সেরা ক্যামেরা সিস্টেম অফার করছে গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ফোনটিতে, যেখানে ক্যামেরা আছে ৫টি। এছাড়া ইন্টারপ্রেটার, ওয়েব অ্যাসিস্ট, পিকচার এডিটের মতো উন্নত সব এআই ফিচারগুলোও ব্যবহার করা যাবে এতে।

স্টাইলিশ কমপ্যাক্ট ডিজাইনের গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ মডেলটি খুব সহজেই পকেটে বহন করা যায়। হাতেও অনায়াসে মুঠোবন্দি হয়ে যাবে ডিভাইসটিকে। চাইলে ফোনটিকে হ্যান্ডিক্যামের মতো করেও ব্যবহার করা যায়। ৫০ মেগাপিক্সেলের ক্যামেরার পাশাপাশি ‘গ্যালাক্সি এআই’-এর সব টুল ও ফিচারই অ্যাক্সেস করা যাবে এতে।

স্টাইলিশ কমপ্যাক্ট ডিজাইনের ফোন পছন্দ করেন এমন গ্রাহকদের কথা বিবেচনা করেই গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ ফোনটি নিয়ে এসেছে স্যামসাং। ছবিসূত্র: স্যামসাংজেড ফোল্ড ৬ ফোনটির লিস্টেড প্রাইস ৩ লাখ ১৫ হাজার ৯৯৯ টাকা। তবে ৫৬ হাজার টাকা ছাড়ে এটি এখন পাওয়া যাচ্ছে ২ লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকায়। এছাড়া জেড ফ্লিপ ৬ মডেলটির লিস্টেড প্রাইস ২ লাখ ৮ হাজার ৯৯৯ টাকা হলেও ৪৯ হাজার টাকা মূল্যছাড়ে ফোনটির বর্তমান দাম ১ লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকা। 

এছাড়াও লো-এন্ড থেকে শুরু করে হাই-এন্ড পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে আরও বেশ কিছু ফোন রয়েছে স্যামসাংয়ের। ঈদকে সামনে রেখে বিভিন্ন মডেলে বড় অংকের মূল্যছাড়ও অফার করছে স্যামসাং।

শাওমি

স্যামসাংয়ের মতো ২-৩ লাখ টাকার ফোন হয়তো নেই শাওমির স্টোরে। তবে সাশ্রয়ী দামে বেশ কিছু আকর্ষণীয় ফোন অফার করছে শাওমি-ও। ঈদকে সামনে রেখে শাওমির অন্যতম সেরা ফোন হিসেবে রেডমি নোট ১৪ এর কথা উল্লেখ করেন বসুন্ধরা সিটির শাওমি মিনি স্টোরের শাহরিয়ার শাকিল।

ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুবিধাসহ রেডমি নোট ১৪ ফোনটিতে আছে ৬.৬৭-ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে যেখানে ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ১৮০০ নিটস ব্রাইটনেস উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। প্রসেসর হিসেবে থাকছে ২.২ গিগাহার্জের হেলিও জি৯৯-আল্ট্রা।

সাশ্রয়ী দামে শক্তিশালী ফিচার অফার করছে শাওমির রেডমি নোট ১৪ ফোনটি। ছবিসূত্র: শাওমিফোনটির ব্যাকসাইডে ১০৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরার পাশাপাশি আছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ডেপথ্‌ ক্যামেরা। এছাড়া এআই ফিচার ব্যবহারেরও সুযোগ রয়েছে এর ক্যামেরাতে। সেলফি তোলার জন্য থাকছে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও। এছাড়া ৫৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৩৩ ওয়াটের টার্বো চার্জিং সুবিধা পাবেন ব্যবহারকারীরা। 

মিস্ট পার্পল, লাইম গ্রিন, মিডনাইট ব্ল্যাক ও ওশান ব্লু- এই চারটি রঙের যেকোনো একটিকে বেছে নেওয়ার সুযোগ থাকছে ব্যবহারকারীদের জন্য। রেডমি নোট ১৪ ফোনটি দুটি ভিন্ন দামে পাওয়া যাচ্ছে। ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ বেছে নিলে দাম পড়বে ২০ হাজার ৯৯৯ টাকা। তবে ৮জিবি র‍্যাম ও ২৫৬জিবি স্টোরেজ নিলে গুণতে হবে ২৩ হাজার ৯৯৯ টাকা। 

তবে ২০ হাজার টাকার মধ্যে যারা স্মার্টফোন খুঁজছেন তাঁদের জন্য শাওমি নিয়ে এসেছে রেডমি ১৩ সিরিজ। এতে আছে ৬.৭৯-ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে যেখানে ৯০ হার্জ রিফ্রেশ রেট পাবেন গ্রাহকরা। গ্লাস ডিজাইনের বডিতে ট্রিপল ক্যামেরা সিস্টেমের মধ্যে আছে ১০৮ মেগাপিক্সেল মূল ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। মিডিয়াটেকের হেলিও জি৯১ আলট্রা থাকছে প্রসেসর হিসেবে। এছাড়া ৫০৩০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারির পাশাপাশি আছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাও।

বাজেট ক্যাটাগরিতে শাওমির সেরা ফোন এখন রেডমি ১৩। ছবিসূত্র: শাওমিদুটি প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে মডেলটি। ৬জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ১৬ হাজার ৯৯৯ টাকা এবং ৮জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সমৃদ্ধ মডেলের দাম ১৮ হাজার ৯৯৯ টাকা।

১২ থেকে ১৫ হাজার টাকা যাদের বাজেট তাদের জন্য শাওমি অফার করছে ১২ থেকে ১৫ হাজার টাকার মধ্যে রেডমি ১৪সি ফোনটি অফার করছে শাওমি। ছবিসূত্র: শাওমি মডেলটি। ৬জিবি+১২৮ জিবির দাম ১৪,৯৯৯ টাকা এবং ৪জিবি+১২৮জিবির দাম ১৩,৯৯৯ টাকা। স্বল্প বাজেটের হলেও ফোনটিতে দৈনন্দিন ব্যবহারের প্রায় সকল ফিচারই আছে। এছাড়াও ঈদকে সামনে রেখে আরও কিছু মডেল দেখা গেছে শাওমির স্টোরে।

ভিভো

চীনের স্মার্টফোন নির্মাতাদের মধ্যে আরেকটি পরিচিত ব্র্যান্ড হচ্ছে ভিভো। ভিভোর ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে দর্শকদের আগ্রহের কেন্দ্রে আছে ভি৫০ ৫জি (ফাইভজি)। আট কোরের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ শক্তিশালী প্রসেসরের পাশাপাশি ফোনটিতে আছে ৬.৭৭-ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে যেখানে ১২০ হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট ও ৪৫০০ নিটস ব্রাইটনেসের সুবিধা থাকছে। ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের পাশাপাশি ভি৫০ ডিভাইসে আছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। আছে আইপি ৬৮ ও আইপি ৬৯ প্রোটেকশন।

ভিভোর ভি৫০ ফাইভজি ফোনটির ক্যামেরায় ব্যবহার করা হয়েছে জাইসের ক্যামেরা। ছবিসূত্র: ভিভোতবে ভিভোর ভি৫০ ফাইভজি ফোনটির মূল আকর্ষণ হচ্ছে এর ক্যামেরা। ক্যামেরা লেন্সের সুপরিচিত ব্র্য্যান্ড জাইসের ক্যামেরা ব্যবহার করা হয়েছে ভিভোর এই ফোনটিতে। এতে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরার পাশাপাশি ৫০ মেগাপিক্সেলেরই একটি ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা আছে। সামনে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ৫০ মেগাপিক্সেলের সুপার ওয়াইড-অ্যাঙ্গেল ফোকাস লেন্স। 

ভিভো ভি৫০ ফাইভজি ফোনটির ক্যামেরা সিস্টেমে আছে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মোডে ছবি তোলার ও উচ্চ মানের ভিডিও ধারণের সুবিধা। বর্তমানে ফোনটির দাম ৬২ হাজার ৯৯৯ টাকা ।

মিডরেঞ্জ ক্যাটাগরিতে ভিভোর ওয়াই২৯ মডেলটির চাহিদা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন বসুন্ধরা সিটির ভিভোর ব্র্যান্ড শপের রায়হান। এতে আছে ৬.৬৮-ইঞ্চির ১২০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৮ কোরের স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর, ৮জিবি পর্যন্ত র‍্যাম ও ২৫৬জিবি পর্যন্ত স্টোরেজ। দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপের সুবিধা দিতে আছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। এছাড়া ফোনটিতে আছে বেশ কিছু এআই ফিচারও।

মিডরেঞ্জে ভিভোর অন্যতম সেরা ফোন হচ্ছে ওয়াই২৯। ছবিসূত্র: ভিভো

র‍্যাম ও স্টোরেজ ভেদে ৩টি ভিন্ন ভিন্ন প্রাইস রেঞ্জে ২০ থেকে ২৪ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে ওয়াই২৯ মডেলটি। ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ বেছে নিলে দাম পড়বে ১৯,৯৯৯ টাকা এবং ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজের ক্ষেত্রে গুণতে হবে ২১,৯৯৯ টাকা। তবে ৮জিবি র‍্যামের পাশাপাশি ২৫৬জিবি স্টোরেজ বেছে ফোনটি দাম হবে ২৩,৯৯৯ টাকা।

এছাড়া বেশ কয়েকটি ‘বাজেট’ ফোন দেখা গেছে ভিভো’র শপে। 

শীর্ষ এআই চ্যাটবট চ্যাটজিপিটি’র প্রতিদ্বন্দ্বী হিসেবে এবার আলাদা একটি এআই অ্যাপ নিয়ে এসেছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা। গতকাল মঙ্গলবার মেটা’র লামাকন ইভেন্টে স্বতন্ত্র এই অ্যাপটি উন্মোচন করেছে মার্ক...
বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানে আরও এক ধাপ এগোলো মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংক। আজ মঙ্গলবার স্টারলিংকের স্থানীয় প্রতিষ্ঠান স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশকে নন জিওষ্টেশনারি...
দেশের বাজারে নতুন বাজেট ফোন এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। গ্যালাক্সি এ০৬ ফোনটি পাওয়া যাবে তিনটি ভিন্ন ভিন্ন রঙে। আর ফোনটির দাম শুরু ১৩ হাজার ৯৯৯ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে...
দেশের বাজারে সাইবার সুরক্ষায় ক্যাসপারস্কি নিয়ে এল তাঁদের প্রিমিয়াম সেবা। রবি আজিয়াটা পিএলসি, ক্যাসপারস্কি ও আইসিটি ডিস্ট্রিবিউশনের যৌথ সহযোগিতায় আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে...
ফিলিস্তিনের গাজায় নির্যাতিত মানুষের জন্য আর্থিক অনুদান দিয়েছে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া। সমিতির সদস্যদের স্বতঃস্ফূর্ত অনুদানের মাধ্যমে সংগৃহীত ফান্ড বুধবার সকালে মালয়েশিয়ান কনসুলেটিভ কাউন্সিল অব...
গণপিটুনিতে নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকেও বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের হামলায় জড়িত...
চলতি মাসের ২৯ দিনে বৈধপথে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার। গতবছরের একই সময়ের চেয়ে ৩৬ দশমিক ৬ ভাগ বেশি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 
প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ও জম্মু-কাশ্মীর সীমান্তে বিনা উসকানিতে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে ভারত। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে হটলাইনে আলাপের সময় ভারতের পক্ষ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.