চলতি মাসেই (মে মাসে) বাজারে আসার কথা স্যামসাংয়ের বহুল-প্রতীক্ষিত গ্যালাক্সি এস২৫ এজ ফোনটি। স্লিম বা পাতলা ডিজাইনের এই ফোনটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরির সবচেয়ে পাতলা ফোনের একটি হতে চলেছে। ফোনটির বাজারে আসার সম্ভাব্য তারিখ নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা জল্পনা-কল্পনা। প্রযুক্তি বাজারের তথ্য ফাঁস করেন এমন পরিচিত একটি সূত্র দাবি করছে গ্যালাক্সি এস২৫ এজ ফোনটি উন্মোচিত হতে পারে ১৩ মে তারিখে।
প্রযুক্তি বিশ্বের গোপন তথ্য প্রদানকারী হিসেবে বেশ সুনাম রয়েছে ইভান ব্ল্যাসের। সম্প্রতি ব্ল্যাস তাঁর এক্স অ্যাকাউন্ট থেকে ফাঁস হওয়া একটি ডকুমেন্ট পোস্ট করে দাবি করেন যে এজ মডেলটি ১৩ মে উন্মোচিত হতে যাচ্ছে। তাঁর দাবি অনুযায়ী, ফোনটি সাউথ কোরিয়া ও চীনের বাজারে আসবে ২৩ মে এবং আমেরিকাসহ বিশ্বের অন্যান্য দেশের রিটেইল স্টোরগুলোতে ৩০ মে থেকে আসতে শুরু করবে।
তবে গ্যালাক্সি এস২৫ এজ উন্মোচনের সম্ভাব্য তারিখ নিয়ে করা ইভান ব্ল্যাসের পোস্টটি পরবর্তীতে সরিয়ে নিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স। কপিরাইট হোল্ডারের অভিযোগের ভিত্তিতেই এক্স এমনটা করেছে বলে ধারণা করা হচ্ছে। আর তাই যদি হয়ে থাকে তাহলে ব্ল্যাসের ফাঁস করা তথ্যটি সঠিক বলেই প্রতীয়মান হচ্ছে। কেননা তথ্যটি সঠিক না হলে, পোস্টটি সরিয়ে নেওয়ার প্রয়োজন পড়ত না।
অর্থাৎ, ১৩ মে উন্মোচনের তারিখটি সঠিক বলেই স্যামসাং বাধ্য হয়েছে এক্স প্ল্যাটফর্মের কাছে অভিযোগ জানাতে এবং পোস্টটি সরিয়ে নিতে। অন্যথায় এমনটা করার প্রয়োজন পড়ত না। তবে ইভান ব্ল্যাসের ফাঁস করা তথ্যটি আসলেই সঠিক কি-না তা জানতে স্যামসাংয়ের তরফ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
উল্লেখ্য, গত জানুয়ারিতে স্যামসাং আনপ্যাকড ইভেন্টে গ্যালাক্সি এস২৫ এজ ফোনটির টিজার প্রদর্শিত হয়। একই ইভেন্টে উন্মোচিত হয় স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের তিনটি মডেল- গ্যালাক্সি এস২৫ (বেজ মডেল), এস২৫ প্লাস ও এস২৫ আলট্রা।
তথ্যসূত্র: জিএমএম অ্যারেনা, এক্স