দেশের বাজারে নতুন ফোন এ৫এক্স এনেছে অপো। ১৫ মে থেকে শুরু হলো ফোনটির প্রি-অর্ডার। অগ্রিম ক্রেতাদের জন্য অপোতে থাকছে লটারি। যেখানে জিতে নিতে পারেন আরও একটি ফোন। এছাড়াও থাকছে এক মাসের বঙ্গ সাবস্ক্রিপশন এবং নিশ্চিত কম্বো গিফট বক্স। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অপো’র দাবি, মেলিটারি-গ্রেড ড্রপ প্রটেকশন এবং ফ্ল্যাগশিপ লেভেল বিভিন্ন ফিচারের সমন্বয়ে ফোনটি মিলবে সাশ্রয়ী দামে। এই দামের সেগমেন্টের স্মার্টফোনে স্থায়িত্ব বা ডিউরাবিলিটি বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হয় না। তাদের অভিনব ওয়াটার স্প্ল্যাশ টাচ প্রযুক্তির কারণে ফোন ভেজা থাকলেও নিখুঁত স্ক্রিন রেসপন্স দিতে পারে। তাই ভেজা হাত, এমনকি হালকা বৃষ্টিতেও নির্বিঘ্নে স্মার্টফোন ব্যবহার করা যায়। এছাড়াও গ্লাভস ব্যবহার করেও ফোনে স্ক্রল করা যায়।
এই স্মার্টফোনে আরো রয়েছে ফ্ল্যাগশিপ লেভেল এআই ফিচার। যা খুব কম এন্ট্রি লেভেল স্মার্টফোনগুলোতে দেখা যায়। ফোনটিতে থাকছে ৩২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭-ইঞ্চি ডিসপ্লের ফোনটি ব্যবহারকারীদের দেবে উজ্জ্বল ভিজ্যুয়াল। ফোনে দ্রুত ও নিরাপদ এক্সেসের জন্য রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
অপো বাংলাদেশ অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়ং বলেন, ‘যেসব ব্যবহারকারীরা বাইরে অনেকটা সময় কাটান তাদের কথা মাথায় রেখেই ফোনটি ডিজাইন করা হয়েছে। পানি, ধুলো ও ড্রপ রেজিস্ট্যান্স এই স্মার্টফোনটি প্রতিটি মুহূর্তেই নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে পাশে থাকে। এটির স্লিম ডিজাইন সারাদিনব্যাপী কমফোর্ট দিয়ে ইউজারের পাশে থাকে।’
দুইটি বাহারি রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি। একটি লেজার হোয়াইট এবং অপরটি মিডনাইট ব্লু। অপো এ৫এক্স ৪জিবি র্যাম এবং ৬৪জিবি রমের এই ফোনটির দাম ১৩ হাজার ৯৯০ টাকা। আজ থেকে (১৫ মে) ফোনটি প্রি-অর্ডার করতে পারবেন গ্রাহকরা। আর প্রি-অর্ডারের গ্রাহকরা জিতে নিতে পারেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, ১ মাসের বঙ্গ সাবস্ক্রিপশন বা নিশ্চিত কম্বো গিফট বক্স।