সেকশন

শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
Independent Television
 

আইফোন আমেরিকায় তৈরি হলে দাম কত হবে, জানালেন বিশেষজ্ঞরা

আপডেট : ১৬ মে ২০২৫, ০৬:৩৪ পিএম

আমেরিকার স্থানীয় উৎপাদন বাড়াতে ইতোমধ্যেই নানা পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মাসে তাঁর পালটা শুল্কনীতি ঘোষণার পেছনেও স্থানীয় উৎপাদন বৃদ্ধির বিষয়টি প্রণোদনা হিসেবে কাজ করেছে বলে ধারণা অনেকের। এবার অ্যাপল সিইও টিম কুককে আমেরিয়ায় উৎপাদন বাড়ানোর পরামর্শ দিয়েছেন ট্রাম্প। কিন্তু অ্যাপলের সবচেয়ে জনপ্রিয় পণ্য আইফোন যদি আমেরিকায় তৈরি হয় তাহলে এর প্রতি ইউনিটের দাম কত হতে পারে সেটাই এবার জানালেন বাজার বিশ্লেষকরা।

বাজার বিশ্লেষকদের ধারণা অনুযায়ী আইফোন যদি আমেরিকায় তৈরি হয় তাহলে এর খরচ তিনগুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রে ১ হাজার ডলার মূল্যের আইফোনের বিক্রয়মূল্য উঠতে পারে ৩ হাজার ডলার পর্যন্ত। আর এমনটা হলে আইফোনের চাহিদায় এর নেতিবাচক প্রভাব পড়ার সমূহ সম্ভাবনা আছে।

উল্লেখ্য, গত মাসে চীন-আমেরিকা শুল্কযুদ্ধের প্রেক্ষাপটে অ্যাপল তাঁদের আইফোনের উৎপাদন চীন থেকে ভারতে স্থানান্তরের পরিকল্পনা করে। ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল ২০২৬ সালের মধ্যে আমেরিকায় বিক্রি হওয়া সকল আইফোন ভারতে তৈরির সিদ্ধান্ত নেয়। 

কিন্তু টিম কুক ও অ্যাপলের পরিকল্পনার বিষয়ে গতকালই (বৃহস্পতিবার) নিজের অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। ভারতের বিনিয়োগের বিষয়টি ভারতের ওপর ছেড়ে দিয়ে টিম কুককে আমেরিকায় নিজেদের উৎপাদন বাড়াতে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন তিনি। 

কিন্তু সমস্যা হচ্ছে ভারতের পরিবর্তে আমেরিকায় উৎপাদন করতে হলে আইফোনের মতো উচ্চ মূল্যের পণ্যের দাম ভোক্তা সাধারণের নাগালের বাইরে চলে যেতে পারে। ভারতের তুলনায় আমেরিকায় শ্রমিকের মজুরি কয়েক গুণ বেশি, ফলে সার্বিকভাবে ইউনিট প্রতি উৎপাদন খরচ বৃদ্ধি পাবে। এর ফলে অ্যাপলকে হয় তাঁদের মুনাফার পরিমাণ (প্রফিট মার্জিন) কমাতে হবে, অথবা বর্ধিত উৎপাদন খরচের ভার গ্রাহকের ওপর চাপিয়ে দিতে হবে বিক্রয়মূল্য বৃদ্ধির মাধ্যমে।

ভারতে মহারাষ্ট্র-ভিত্তিক ব্যবসায়ীদের সংগঠন এমসিসিআইএ-এর ডিরেক্টর জেনারেল প্রশান্ত গিরবানে আশা করছেন মার্কিন প্রশাসন ও অ্যাপলের কর্তাব্যক্তিরা আমেরিকায় আইফোন উৎপাদনের বিষয়টি আরও ভালোভাবে যাচাইবাছাই করবেন। তিনি বলেন, ‘...প্রথমত, চীন, ভারত, অথবা ভিয়েতনামের পরিবর্তে তাঁরা (অ্যাপল) যদি আমেরিকায় আইফোন উৎপাদনের সিদ্ধান্ত নেয় তাহলে ১ হাজার ডলার মূল্যের আইফোনের দাম হবে ৩ হাজার ডলার। আমেরিকার গ্রাহকরা কি আইফোনের জন্য ৩ হাজার ডলার খরচ করতে আগ্রহী হবে?’ 

তিনি আরও বলেন যে, উৎপাদন ও কর্মসংস্থান আমেরিকা থেকে ভারতে আসছে না। এগুলো বরং চীন থেকে ভারতে আসছে যাতে করে অ্যাপলের সরবরাহ ব্যবস্থা আরও বেশি বৈচিত্র্যময় হয়, এবং আমেরিকান প্রতিষ্ঠান ও গ্রাহকরা এমন একটি দেশের আধিপত্যবাদ থেকে সুরক্ষিত থাকে যাদের সাথে আমেরিকার বাণিজ্য সম্পর্ক বন্ধুত্বপূর্ণ নয়। 

ভারতে অ্যাপলের বিশাল বিনিয়োগের বিষয়ে ট্রাম্পের মন্তব্যের পরেও গিরবানে মনে করেন যে, পরিস্থিতি অচিরেই স্বাভাবিক হয়ে আসবে।

টেলিফোন খাতের ব্যবসায়ীদের সংগঠন টেমা’র চেয়ারম্যান এনকে গোয়েল বলেছেন, ‘ইতোমধ্যেই বিশ্ব ও ভারত জেনে গেছে যে, মার্কিন প্রেসিডেন্টের বিবৃতির প্রতিক্রিয়া জানানোর আগে আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। অ্যাপলের কথা বলতে গেলে, তাঁরা গত এক বছর ২২ বিলিয়ন ডলারের আইফোন ভারত থেকে আমদানি করেছে। ইতোমধ্যেই ভারতে আপলের তিনটি কারখানা (ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি) আছে, আরও দুটি তৈরির পরিকল্পনা করা হয়েছে।’ 

গোয়েল মনে করেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় অ্যাপল ভারত থেকে তাঁদের উৎপাদন আমেরিকায় স্থানান্তর করবে না। এমনটা করলে বড় ধরণের ক্ষতির সম্মুখীন হতে হবে তাঁদেরকে, কেননা শুল্কজনিত নিষেধাজ্ঞা বিশ্বজুড়েই প্রযোজ্য হবে এবং এগুলো সদা পরিবর্তনশীল। 

বর্তমানে আইফোনের মোট উৎপাদনের ৮০ শতাংশই হয় চীনে, যার ফলে দেশটিতে প্রায় ৫০ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। কিন্তু মার্কিন-চীন শুল্কযুদ্ধের নেতিবাচক প্রভাব এড়াতে অ্যাপল এবার আইফোনের উৎপাদন চীন থেকে ভারতে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে। উল্লেখ্য, ভারত গত বছর ৪০ মিলিয়ন আইফোন অ্যাসেম্বল করেছে এবং সেটা চলতি বছরই উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ার কথা। 

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, ব্লুমবার্গ

চীনের বাজারে স্মার্টফোন বিক্রিতে আবারও শীর্ষে উঠে এল অ্যাপলের আইফোন। মে মাসে দেশটিতে সর্বাধিক বিক্রিত স্মার্টফোন ছিল জনপ্রিয় এই ফোনটি। শুধু তাই নয়, এপ্রিল ও মে মাসে আইফোনের বৈশ্বিক বিক্রিও ১৫ শতাংশ...
গত সপ্তাহে বাজারে আসে জাপানের গেমিং জায়ান্ট নিনটেন্ডো’র সুইচ ২ গেমিং কনসোলটি। বহুল-প্রতীক্ষিত এই কনসোলটিকে নিয়ে গেমারদের আগ্রহ যে তুঙ্গে ছিল তার আঁচ পাওয়া গেছে প্রথম দিনে ডিভাইসটি কেনার জন্য...
মঙ্গল গ্রহ নিয়ে মানুষের আগ্রহের কোনো কমতি নেই। এই লাল গ্রহটিকে জয় করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনাও আছে মানুষের। স্পেসএক্সের স্বত্বাধিকারী ইলন মাস্ক মঙ্গল গ্রহে বসতি স্থাপনের লক্ষ্যের কথা জানিয়েছেন...
ইউরোপের প্রথম এআই রিজনিং মডেল নিয়ে এসেছে ফ্রান্সের এআই স্টার্টআপ মিসট্রাল। অন্যান্য রিজনিং এআই মডেলের মতোই এটি যৌক্তিকভাবে চিন্তা করে উত্তর দিতে (রেসপন্স করতে) সক্ষম। আজ বুধবার বার্তা সংস্থা...
বর্তমানে, করোনাভাইরাস সাধারণ জ্বর, সর্দি বা মৌসুমি ইনফ্লুয়েঞ্জার রূপ নিয়েছে। বহনকারীদের বেশির ভাগ পরীক্ষা করছেন না। ফলে সংক্রমণের সঠিক চিত্র পাওয়া যাচ্ছে না। প্রকৃত করোনা রোগী অনেক বেশি ধারণা করা...
যমুনা সেতুতে সড়ক দুর্ঘটনা ও অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কে প্রায় ১৭ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন ধীরগতিতে চলছে। আজ শনিবার ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের অংশের যমুনা সেতু থেকে...
মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে। ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে, এতে এখন পর্যন্ত ৮০ জন নিহত হয়েছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্রকে ইসরায়েল সরাসরি...
খাগড়াছড়ির দীঘিনালায় মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে মো. আরিয়ান (৮) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কবাখালি বাজার সংলগ্ন মাইনি নদীর মুখে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.