ঈদে নতুন ক্যাম্পেইন নিয়ে হাজির হয়েছে স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। ‘কুলেস্ট ঈদ এভার’ ক্যাম্পেইনে নির্দিষ্ট মডেলের ভিভো স্মার্টফোন কিনলেই ক্রেতারা লাকি ড্রয়ের মাধ্যমে পেয়ে যাবেন এসি ও ফ্রিজসহ নিশ্চিত উপহার। যেখানে থাকছে স্মার্ট ওয়াচ, নেকব্যান্ড, রিরো ভাউচার ও ডাটা বোনাসের সুবিধাও। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে ভিভো।
১৭ মে থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি চলবে আগামী ১০ জুন পর্যন্ত। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভিভো ওয়াই১৯এস, ভিভো ওয়াই২৯, ভিভো ভি৫০ লাইট কিংবা ভিভো ভি৫০ ফাইভজি মডেলের যেকোনো একটি ফোন কিনলেই থাকছে লাকি ড্রতে অংশ নেওয়ার সুযোগ। দেশের যেকোনো ভিভো অথরাইজড স্টোর বা ব্র্যান্ড শপ থেকে ফোন কিনে এই ক্যাম্পেইনে অংশ নেওয়া যাবে।
দৈনিক লাকি ড্রয়ের মাধ্যমে বিজয়ীরা পেতে পারেন এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, রিরো ডব্লিউ১, ডব্লিউ২ স্মার্টওয়াচ, রিরো টিডাব্লিউএস এল১৮ ও রিরো বি১০ নেকব্যান্ড এবং রিরোর বিশেষ ডিসকাউন্ট ভাউচার। এছাড়াও গ্রামীণফোন ব্যবহারকারীদের জন্য ৫ জিবি এবং বাংলালিংক ব্যবহারকারীদের জন্য থাকছে ১৮ জিবি ডাটা বোনাসের সুবিধা।
ভিভো জানিয়েছে, উৎসবের আনন্দ সবার জন্য, এই ভাবনা থেকেই ভিভোর ‘কুলেস্ট ঈদ এভার’ ক্যাম্পেইন। তাই এই ক্যাম্পেইনের একটি অংশ তারা উৎসর্গ করবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য। সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার লক্ষ্যেই মূলত এই উদ্যোগ। যাতে কেউই উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না থাকে।