মিশরের ৩০টির বেশি পিরামিডের পাশেই ছিল নীল নদের একটি বড় শাখা। আর এ পথ দিয়েই রহস্যময় এই স্থাপনা তৈরির বিশাল পাথরের খণ্ড আনা হয়েছিল বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। বৃহস্পতিবার প্রকাশিত একটি গবেষণায় এ তথ্য জানানো হয়েছে। গবেষণাটি কমিউনিকেশন আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট নামের একটি সাময়িকীতে প্রকাশিত হয়।
গবেষণায় বলা হয়, বিজ্ঞানীদের আবিষ্কার করা ৬৪ কিলোমিটার দীর্ঘ নীল নদের শাখাটি শুকিয়ে মরুভূমির নিচে চাপা পড়েছিল। এই নদী থেকে এখন বিজ্ঞানীরা বের করার চেষ্টা করছেন যে কেন গিজা পিরামিড কমপ্লেক্সের ৩১টি পিরামিড এই মরুভূমিতে এক সারিতে তৈরি করা হয়েছিল। বিজ্ঞানীরা বলছেন, এই পিরামিডগুলো ৪ হাজার ৭০০ থেকে ৩ হাজার ৭০০ বছরের পুরানো।
এর আগেও প্রত্নতাত্ত্বিকদের ধারণা ছিল যে, প্রাচীন মিশরীয়রা পিরামিড তৈরিতে ব্যবহৃত দৈত্যাকার সামগ্রীগুলো সরানোর জন্য নিকটবর্তী জলপথ ব্যবহার করেছিল। তবে এ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য তাদের কাছে ছিল না।
এ প্রসঙ্গে গবেষণার প্রধান লেখক যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিট অব নর্থ ক্যারোলাইনার গবেষক ঈমান ঘোনেইম বলেন, এই বড় জলপথের অবস্থান, আকৃতি, আকার সম্পর্কে কেউ নিশ্চিত ছিল না। গবেষকরা স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি থেকে এই নদের শাখাটি শনাক্ত করে। পরে ফিল্ড সার্ভে ও সেখান থেকে পাওয়া পলি থেকে বিজ্ঞানীরা নদীর শাখা থাকার বিষয়টি নিশ্চিত হন।
বিজ্ঞানীদের ধারণা, ৪ হাজার ২০০ বছর আগে শুরু হওয়া খরার কারণে পিরামিডের পাশে থাকা নদের শাখাটি মরুভূমিতে পরিণত হয়েছে।