সেকশন

বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১
Independent Television
 

পিরামিড তৈরির রহস্য উন্মোচনের দাবি বিজ্ঞানীদের

আপডেট : ১৭ মে ২০২৪, ১২:২৩ পিএম

মিশরের ৩০টির বেশি পিরামিডের পাশেই ছিল নীল নদের একটি বড় শাখা। আর এ পথ দিয়েই রহস্যময় এই স্থাপনা তৈরির বিশাল পাথরের খণ্ড আনা হয়েছিল বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। বৃহস্পতিবার প্রকাশিত একটি গবেষণায় এ তথ্য জানানো হয়েছে। গবেষণাটি কমিউনিকেশন আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট নামের একটি সাময়িকীতে প্রকাশিত হয়। 
 
গবেষণায় বলা হয়, বিজ্ঞানীদের আবিষ্কার করা ৬৪ কিলোমিটার দীর্ঘ নীল নদের শাখাটি শুকিয়ে মরুভূমির নিচে চাপা পড়েছিল। এই নদী থেকে এখন বিজ্ঞানীরা বের করার চেষ্টা করছেন যে কেন গিজা পিরামিড কমপ্লেক্সের ৩১টি পিরামিড এই মরুভূমিতে এক সারিতে তৈরি করা হয়েছিল। বিজ্ঞানীরা বলছেন, এই পিরামিডগুলো ৪ হাজার ৭০০ থেকে ৩ হাজার ৭০০ বছরের পুরানো। 

এর আগেও প্রত্নতাত্ত্বিকদের ধারণা ছিল যে, প্রাচীন মিশরীয়রা পিরামিড তৈরিতে ব্যবহৃত দৈত্যাকার সামগ্রীগুলো সরানোর জন্য নিকটবর্তী জলপথ ব্যবহার করেছিল। তবে এ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য তাদের কাছে ছিল না। 

এ প্রসঙ্গে গবেষণার প্রধান লেখক যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিট অব নর্থ ক্যারোলাইনার গবেষক ঈমান ঘোনেইম বলেন, এই বড় জলপথের অবস্থান, আকৃতি, আকার সম্পর্কে কেউ নিশ্চিত ছিল না। গবেষকরা স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি থেকে এই নদের শাখাটি শনাক্ত করে। পরে ফিল্ড সার্ভে ও সেখান থেকে পাওয়া পলি থেকে বিজ্ঞানীরা নদীর শাখা থাকার বিষয়টি নিশ্চিত হন।

বিজ্ঞানীদের ধারণা, ৪ হাজার ২০০ বছর আগে শুরু হওয়া খরার কারণে পিরামিডের পাশে থাকা নদের শাখাটি মরুভূমিতে পরিণত হয়েছে।  

চারিদিকে যেন এআই মডেল তৈরির হিরিক পড়ে গেছে। গত মাসে চীনের ডিপসিক এআই ল্যাব তাদের ‘আর১’ (আর ওয়ান) রিজনিং এআই মডেলটি নিয়ে আসার পর এআই বিশ্ব নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে। অতি অল্প খরচে তৈরি হলেও ডিপসিকের...
ভূপৃষ্ঠের গভীরে এভারেস্টের চেয়েও ১০০ গুণ বড় দুই ‘পর্বত’ আবিষ্কার করার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। এ সংক্রান্ত একটি গবেষণা বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত হয়েছে।
নাসার মার্স রিকানিসেন্স অরবিটর (এমআরও) মঙ্গল গ্রহে হিমায়িত বালির অনেক টিলার অত্যাশ্চর্য কিছু ছবি তুলেছে। স্যাটেলাইট ছবিতে শিমের বীজের (কিডনি বিনস) মতো দেখতে এসব টিলায় গ্রহটির জলবায়ু ইতিহাস ও...
সীমানাপ্রাচীর নির্মাণ করে বিশ্ব রেকর্ড করা চীন এবার মহাকাশেও বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে। দেশটির সরকার জানিয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুতের জোগান রাখতে তারা এ উদ্যোগ নিয়েছে।
জাতিসংঘের প্রতিবেদনের বরাত দিয়ে আনাদোলু জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধে গত দেড় বছরে গাজা এতটাই বিধ্বস্ত হয়েছে, এটির প্রাথমিক পুনর্গঠন কাজ করতে প্রথম তিন বছরে ২০০ কোটি ডলার প্রয়োজন হবে। আর...
তিতাস গ্যাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বৃহস্পতিবার দিবাগত...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.