সেকশন

শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
Independent Television
 

মাত্র ৫০ ডলারে এআই মডেল বানালেন গবেষকরা!

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪১ পিএম

চারিদিকে যেন এআই মডেল তৈরির হিরিক পড়ে গেছে। গত মাসে চীনের ডিপসিক এআই ল্যাব তাদের ‘আর১’ (আর ওয়ান) রিজনিং এআই মডেলটি নিয়ে আসার পর এআই বিশ্ব নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে। অতি অল্প খরচে তৈরি হলেও ডিপসিকের এআই মডেলটি চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই-এর উন্নত ‘০১’ রিজনিং এআই মডেলের প্রায় সমকক্ষ। এবারে ডিপসিককেও ছাপিয়ে গেছে নতুন এক এআই মডেল যার নাম ‘এস১’ (এস ওয়ান)। অবিশ্বাস্য হলেও এর খরচ ৫০ ডলারেরও কম। আর পারফরম্যান্স? গণিত (ম্যাথ) ও কোডিংয়ে ‘এস১’ মডেলটি ডিপসিকের ‘আর১’ ও ওপেনএআই’র ‘০১’-কেও অনায়াসে চ্যালেঞ্জ জানাতে পারে!

‘এস১’ মডেলটি তৈরি করেছেন আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের একদল গবেষক। তবে রিজনিং সক্ষমতার এই মডেলটি তৈরিতে গবেষকরা গুগল ও আলিবাবার তৈরি এআই মডেল ব্যবহার করেছেন। ‘এস১’ এআই মডেলটি এবং এর প্রশিক্ষণে ব্যবহৃত ডেটা ও কোডিং-এর সবই বর্তমানে সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে জনপ্রিয় ডেভেলপার প্ল্যাটফর্ম গিটহাবে। 

যেভাবে তৈরি করা হয়েছে ‘এস১’ এআই মডেল
‘এস১’ তৈরিতে প্রথমে একটি বেজ মডেলকে গবেষকরা প্রশিক্ষণের জন্য বেছে নিয়েছেন। এরপর এই বেজ মডেলটিকে ডিস্টিলেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ডিস্টিলেশন বা নলেজ ডিস্টিলেশন হচ্ছে এমন এক পদ্ধতি যার মাধ্যমে বড় ও শক্তিশালী কোনো এআই মডেলের আউটপুট দিয়ে ছোট কোনো মডেলকে প্রশিক্ষণ দেওয়া হয়। 

ডিস্টিলিং-এর সুবিধা হচ্ছে বড় মডেলের প্রশিক্ষণে ব্যবহৃত বিপুল পরিমাণ ডেটাসেটের প্রয়োজন পড়ে না ছোট মডেলের প্রশিক্ষণে, তবে কার্যক্ষমতার দিক থেকে ছোট মডেলটি কোনো অংশেই কম নয় বড় মডেলটির তুলনায়। আরেকটি সুবিধা হচ্ছে ছোট মডেল ব্যবহারে কম্পিউটিং পাওয়ার তুলনামূলকভাবে অনেক কম প্রয়োজন হয়। 

‘এস১’ মডেলটি তৈরিতে নলেজ ডিস্টিল করা হয়েছে গুগলের জেমিনি ২.০ ফ্ল্যাশ মডেলটি থেকে। গুগলের এই থিংকিং এক্সপেরিমেন্টাল মডেলটির আউটপুট বা উত্তর দিয়েই প্রশিক্ষণ দেওয়া হয়েছে এস১-কে। ফলে এস১ মডেলটির ‘রিজনিং’ সক্ষমতা জেমিনি ২.০ এআই মডেলের অনুরূপ। উল্লেখ্য, ঠিক এই প্রক্রিয়াতেই গত মাসে বার্কলের একদল গবেষক মাত্র ৪৫০ ডলার খরচ করে তৈরি করেন একটি রিজনিং এআই মডেল। এবারে ‘এস১’ তৈরি হলো আরও কম খরচে, মাত্র ৫০ ডলারে। 

‘টেস্ট-টাইম স্কেলিং’ অনুসরণ
এস১ মডেলটি তৈরিতে ডিস্টিলেশন পদ্ধতির পাশাপাশি গবেষকরা ‘টেস্ট-টাইম স্কেলিং’ প্রক্রিয়াটিও অনুসরণ করেছেন। এই প্রক্রিয়ায় প্রশিক্ষণ দেওয়ার সময় এআই মডেলটিকে কোনো কিছু জেনারেট করার আগে অতিরিক্ত কিছু সময় চিন্তা করতে নির্দেশ দেওয়া হয়। এর ফলে মডেলের রিজনিং পারফরম্যান্স আরও ভালো হয়, নির্ভুল হয়।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চে প্রকাশিত গবেষণাপত্রে গবেষকরা বলেছেন, ‘টেস্ট-টাইম স্কেলিং হচ্ছে ল্যাংগুয়েজ মডেলিংয়ের নতুন এক পদ্ধতি যেখানে অতিরিক্ত টেস্ট-টাইম কম্পিউট করার মাধ্যমে পারফরম্যান্সের উন্নতি করা হয়।’ গবেষকদের উদ্দেশ্য ছিল টেস্ট-টাইম স্কেলিংয়ের এমন একটি সরলতম উপায় বের করা যার মাধ্যমে টেস্ট-টাইম স্কেলিং প্রক্রিয়া অনুসরণ করে শক্তিশালী ও কার্যকর ‘রিজনিং’ সক্ষমতা অর্জন করা যায়। 

‘এস১’ এআই ‘রিজনিং’ মডেলটি যে বার্তা দিচ্ছে
কম খরচের পাশাপাশি ‘এস১’ এআই মডেলটি আরও বেশ কয়েকটি বার্তা দিচ্ছে। ‘রিজনিং’ সক্ষমতার এই মডেলটি তৈরি করে গবেষকরা দেখিয়ে দিলেন যে, ডিস্টিলেশন প্রক্রিয়ায় অপেক্ষাকৃত ছোট ডেটাসেট ও সুপারভাইজড ফাইন-টিউনিং (এসএফটি) পদ্ধতি অনুসরণ করে কার্যকর ‘রিজনিং’ এআই মডেল তৈরি করা যায়। এক্ষেত্রে এআই মডেলটিকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে করে এটি অন্য একটি মডেলের ডেটাসেটের নির্দিষ্ট বৈশিষ্ট্যকে অনুকরণ করতে পারে।

বাংলাদেশের বাজেটের প্রায় অর্ধেক পরিমাণ অর্থ খরচ করে একটি প্রতিষ্ঠান কিনতে যাচ্ছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। সাইবার নিরাপত্তা (সাইবার সিকিউরিটি) প্রতিষ্ঠান ‘উইজ’-কে অধিগ্রহণের জন্য রেকর্ড ৩২ বিলিয়ন...
নতুন ফিচার নিয়ে আসার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ তাঁদের ব্যবহারকারীদের চাহিদা ও প্রয়োজনকে প্রাধান্য দিয়ে থাকে, যাতে করে ব্যবহারকারীদের অভিজ্ঞতায় ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা যায়। এই লক্ষ্যেই গত বছরের...
ভারত সরকারের বিরুদ্ধে দেশটির কর্ণাটক হাই কোর্টে মামলা দায়ের করেছে বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (পূর্বের টুইটার)। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারত...
গত ৯ মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেই (আইএসএস) কাটিয়েছেন সুনিতা ও বুচ। ২৮৬ দিনের এই মহাকাশ সফরে তাঁরা কী কী করেছেন, চলুন সেটাই জেনে নেওয়া যাক।
দেশে আর ফ্যাসিস্টদের আস্তানা করতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘আর কোনো ভোট ডাকাতির রাজত্ব কায়েম ও দিনের ভোট রাতে করতে দেওয়া হবে না।’
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে সুষ্ঠুভাবে উত্তরণ নিশ্চিত করার জন্য যথাসম্ভব সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.