সেকশন

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১
Independent Television
 

পৃথিবীর এমন ছবি আগে দেখা যায়নি

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৪:০২ পিএম

চাঁদের পৃষ্ঠে অবতরণের পর আমেরিকার অডিসিয়াস মহাকাশযানটি উল্টে গেছে বলে ধারণা করছে নির্মাতা প্রতিষ্ঠান ইনটিউটিভ মেশিনস ও নাসা। এবার জানা গেল এটি একটি নির্দিষ্ট সময় পর জেগে উঠতে পারে। এ জন্য লেগে যাবে কয়েক সপ্তাহ। 

এভাবে ‘নিষ্ক্রিয়’ হওয়ার আগে অবশ্য পৃথিবীর একটি ব্যতিক্রম ছবি পাঠিয়েছে মার্কিন মহাকাশযান অডিসিয়াসের ল্যান্ডার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা ছবিতে দেখা যায়, চাঁদের এবড়োথেবড়ো মাটি। একটু গভীরভাবে দেখলে একটু দূরে দেখা যাবে অর্ধচন্দ্রাকৃতির পৃথিবীর একটি ছায়া, এখানেই মানুষের বাস।

এক্সে শেয়ার করা ছবিতে ইনটিউটিভ মেশিনস বলছে, ‘নিস্তেজ হওয়ার আগে দারুণ এক কাজ করেছে অডিসিয়াস। গত ২২ ফেব্রুয়ারি এই ছবি তোলা হয়। আমাদের হাতে এল আজ। তাতে পৃথিবীকে দেখা যাচ্ছে। শুভরাত্রী ওডি। আশা করছি আবার তোমার কথা শুনতে পাবো।’

অ্যাপোলো চন্দ্রাভিযানের ৫০ বছর পর এই প্রথম চাঁদে কোনো মহাকাশযান পাঠায় আমেরিকা। গত মাসের শেষদিকে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করে এটি। পরে মহাকাশযানটির সঙ্গে সংযোগ স্থাপনে সক্ষম হয় নির্মাতা প্রতিষ্ঠান। 

এর মধ্য দিয়ে বিশ্বে প্রথম কোনো বেসরকারি প্রতিষ্ঠানের মহাকাশযান চাঁদে পৌঁছায়। 

অভিযানটি নাসার একটি প্রকল্পের অংশ। এর আওতায় চাঁদে সরঞ্জাম নিতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে অর্থ দিচ্ছে তারা। অডিসিয়াস অভিযান পরিচালনায় ইনটিউটিভ মেশিনসকে ১১ কোটি ৮০ লাখ ডলার দিয়েছে নাসা।

গত ১৫ ফেব্রুয়ারি স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে অ্যারোস্পেস কোম্পানি ইনটুইটিভ মেশিনসের মুন ল্যান্ডার ‘নোভা-সি’ উৎক্ষেপণ করা হয়। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘আইএম-১ মিশন’। হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে মহাকাশযানটি চাঁদের উপরিভাগে পৌঁছায়।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই অভিযানের সঙ্গে সরাসরি যুক্ত নয়। চাঁদে মহাকাশযানটি পাঠিয়েছে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স। নোভা-সি ল্যান্ডারে নাসার ছয়টি ব্যক্তিগত পেলোড রয়েছে। এসব পেলোড চাঁদের আবহাওয়া সম্পর্কে অনুসন্ধান চালাবে। 

চলতি দশকের শেষে চাঁদে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা রয়েছে নাসার। এর আগে উপগ্রহটির পরিবেশ ও আবহাওয়া সম্পর্কে খুঁটিনাটি গবেষণার জন্য স্পেসএক্সের অভিযানকে কাজে লাগানো হচ্ছে।

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পৃথিবী’তে ফিরে আসছেন মহাকাশে আটকে পড়া দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, পূর্ব-নির্ধারিত সময়ের চেয়ে প্রায়...
মহাকাশে স্যাটেলাইট পাঠানো এখন যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স-এর জন্য। তাঁরা এবার নতুন করে ২১টি স্টারলিংক স্যাটেলাইট পৃথিবীর...
এসে গেছে নতুন বছর ২০২৫! ২০২৪ সালের শেষ দিনটিতে (৩১ ডিসেম্বর) ঘড়ির কাঁটায় ১২টা বাজতেই নতুন বছর উদযাপন শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। দিন-রাতের সময়ের পার্থক্যের কারণে বিশ্বজুড়ে ২০২৫-এর আগমন...
মহাকাশে নিজেদের ‘ডকিং সক্ষমতার প্রমাণ দিতে চলেছে ভারত। এর মাধ্যমে আমেরিকা, চীন ও রাশিয়ার পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে মহাকাশে ডকিং সক্ষমতা অর্জন করতে যাচ্ছে দেশটি। গত সোমবার (৩০ ডিসেম্বর) ভারতীয়...
টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা বাংলাদেশে চালু করার ব্যাপারে আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ...
বিলিয়নিয়ার ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় বৃহস্পতিবার এ দুজনের মধ্যে বৈঠক হয়েছে। এ সময় মহাকাশ, প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আলোচনা করেন নরেন্দ্র মোদি ও...
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিয়েবাড়িতে গান শোনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বল্লমের আঘাতে ময়না নামে ১২ বছরের এক শিশু নিহত হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার পত্তন ইউনিয়নের...
টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের সঙ্গে ফোনে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে এই ফোনালাপ হয়। তবে কী নিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.