সেকশন

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

দেড় লাখেই ঘুরে আসুন মহাকাশে! 

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৮:০৭ পিএম

মহাকাশে নতুন মাইলফলক অর্জন করল বিলিয়নিয়ার জেফ বেজোসের মহাকাশ প্রতিষ্ঠান ব্লু অরিজিন। ১৯৬৩ সালের পর এই প্রথম কোনো মহাকাশযাত্রা হলো পুরুষ যাত্রী ছাড়াই। ছয় নারী ঘুরে এলেন মহাকাশ থেকে। এর মধ্যে রয়েছেন পপ শিল্পী কেটি পেরিও। এই সময় আবারও আলোচনা শুরু হয়েছে মহাকাশে ভ্রমণ করা নিয়ে। 

এ ঘটনার পর মহাকাশে যেতে হলে কত টাকা খরচ করতে হবে? আর মহাকাশযাত্রায় কী শর্ত রয়েছে? এসব প্রশ্ন আবারও সামনে এল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, মহাকাশে যেতে হলে কত টাকা থাকতে হবে–সেই শর্ত কখনো দেয়নি জেফ বেজোসের মহাকাশ প্রতিষ্ঠান ব্লু অরিজিন। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১৮ বছরের বেশি বয়সী যে কেউ মহাকাশে যাওয়ার জন্য তাদের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। 

এ জন্য কিছু তথ্য দিতে হবে আবেদনকারীকে। এসব তথ্যের মধ্যে রয়েছে–নাম, বয়স, জন্মসাল। এ ছাড়া নিজেকে নিয়ে ৫০০ শব্দের একটি লেখা দিতে হবে। খরচের তথ্য প্রকাশ না করলেও ব্লু অরিজিন আবেদনের সময় জানিয়ে রাখে, ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (১ কোটি ৮২ লাখ টাকা) জামানত দিতে হবে। এই জামানত দেওয়ার পর প্রক্রিয়া শুরু করবে ব্লু অরিজিন।  

তবে মহাকাশের প্রথম যাত্রায় একটি বিশেষ নিলাম আহ্বান করেছিল ব্লু অরিজিন। ওই সময় একটি আসনের জন্য ২ কোটি ৮০ লাখ ডলার চাওয়া হয়। এক প্রতিবেদনে এমন তথ্যই দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

ব্লু অরিজিনের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিক ২ লাখ থেকে ৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অফার করে থাকে।

তবে সবাইকেই যে টাকা দিয়ে মহাকাশে যেতে হবে–এমন নয়। অনেকে ফ্রি মহাকাশ ঘুরে আসতে পারেন। এসব ক্ষেত্রে তারকারা বেশি সুবিধা পান।

মহাকাশ ভ্রমণ বুকিং কোম্পানি স্পেসভিআইপির সহ-প্রতিষ্ঠাতা রোমান চিপোরুখা সংবাদমাধ্যম দ্য অবজারভারকে বলেন, ‘এটা টাকার বিষয় নয়। আপনি কে, আপনার সামাজিক মূলধন, আপনি তাদের উৎক্ষেপণের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা–তা নিয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত আসে। এটি এক ধরনের প্যাকেজ চুক্তি।’

গত সোমবার যে ছয়জন নারী মহাকাশ ঘুরে এসেছেন, তাদের মধ্যেও কেউ কেউ ফ্রি এই সুযোগ পেয়েছেন। কারা কারা এই সুযোগ পেয়েছেন, তা অবশ্য জানানো হয়নি। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, সোমবারের যাত্রায় মহাকাশে থাকাকালীন ক্রুরা প্রায় তিন মিনিটের মতো ওজনহীনতায় মহাকাশে ভেসে বেড়ান ও ক্যাপসুলের বড় জানালা থেকে পৃথিবীর দৃশ্য উপভোগ করেন। এরপর তিনটি প্যারাসুট ব্যবহার করে ক্রু ক্যাপসুলটি পৃথিবীতে ফিরে আসে।

আমেরিকার ওয়েস্ট টেক্সাসের ‘লঞ্চ সাইট ওয়ান’ থেকে স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৮টায় পুনরায়ব্যবহারযোগ্য স্বচালিত এ রকেটটি উৎক্ষেপণের মাধ্যমে শুরু হয় ছয় নারীর এই যাত্রা। ১০ মিনিট পর তাঁরা পৃথিবীতে ফিরে আসেন।

এই ছয়জন হলেন পপ তারকা কেটি পেরি, লেখক ও বেজোসের বাগদত্তা লরেন সানচেজ, সাংবাদিক ও টিভি উপস্থাপক গেইল কিং, নাগরিক অধিকার কর্মী আমান্ডা এনগুয়েন, নাসার সাবেক রকেট বিজ্ঞানী আয়িশা বোয়ে এবং চলচ্চিত্র নির্মাতা কেরিয়ান ফ্লিন।

এ মিশনের নেতৃত্বে ছিলেন বেজোসের বাগদত্তা সানচেজ। ‘নিউ শেপার্ড’ প্রোগ্রামের অংশ হিসেবে এখন পর্যন্ত ৫২ জনকে মহাকাশে নিয়ে গেছে মার্কিন বিলিয়নিয়ার ও ই–কমার্স কোম্পানি অ্যামাজনের প্রধান নির্বাহী বেজোসের কোম্পানিটি, যার মধ্যে তিনি নিজেও ছিলেন। ২০২১ সালে নিউ শেপার্ডের প্রথম যাত্রায় যোগ দিয়েছিলেন বেজোস।

ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজে পেতে বহু বছর ধরে গবেষণা চালিয়ে আসছেন বিজ্ঞানীরা। বিভিন্ন সময় সাফল্য কিছু পেলেও নিশ্চিতভাবে প্রাণের অস্তিত্ব আছে এমন অকাট্য প্রমাণ এখনও কোথাও পাওয়া যায়নি। তবে এবারে...
চীনে উচ্চ পর্যায়ের (অ্যাডভান্সড) সাইবার হামলা চালিয়েছে আমেরিকা। গত ফেব্রুয়ারিতে এশিয়ান উইন্টার গেমস চলাকালীন সময়ে দেশটির গুরুত্বপূর্ণ শিল্পগুলোতে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ চীনের। আজ মঙ্গলবার...
এই প্রথম একসঙ্গে মহাকাশে ঘুরে পৃথিবীতে ফিরে এসেছেন ৬ নারী। মহাকাশে পৌঁছানোর পর তাঁদের একজন পপ শিল্পী কেটি পেরিকে গান গাইতেও শোনা গেছে। ১৯৬৩ সালের পর এর আগে মহাকাশের কোনো যাত্রায় পুরুষ ছিলেন না–এমন...
আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র বাজেট উল্লেখযোগ্যহারে কমানোর প্রস্তাব দিয়েছে ডোনাল্ড ট্রাম্প সরকার। এই সিদ্ধন্তের সমালোচনা করে শুক্রবার (১১ এপ্রিল) বিষয়টিকে ‘উদ্বেগজনক’ আখ্যা দিয়েছেন শীর্ষ...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.