সেকশন

বুধবার, ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

৫৩ বছর পর পৃথিবীতে ফিরে আসছে মহাকাশযান!

আপডেট : ০৯ মে ২০২৫, ০৪:১৩ পিএম

সোভিয়েত রাশিয়ার পতন হয়েছে সেই ১৯৯১ সালে। কিন্তু সোভিয়েত আমলের একটি মহাকাশযান এখনও ঘুরে বেড়াচ্ছে মহাকাশে। এবার এই মহাকাশযানের একটি অংশই সুদীর্ঘ ৫৩ বছর মহাশূন্যে কাটানোর পর চলতি সপ্তাহে পৃথিবীতে ফিরে আসতে যাচ্ছে। সম্প্রতি এমনটাই জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

‘কসমস ৪৮২’ নামের মহাকাশযানটি শুক্র গ্রহের উদ্দেশ্যে যাত্রা করে ১৯৭২ সালে। শুক্র গ্রহ অন্বেষণ মিশনের অংশ হিসেবে একে মহাকাশে পাঠায় সাবেক সোভিয়েত ইউনিয়ন। নাসা’র দেওয়া তথ্য অনুযায়ী, শুক্র পৃষ্ঠে অবতরণের লক্ষ্য থাকলেও দুর্ভাগ্যবশত পৃথিবীর নিম্ন কক্ষপথও অতিক্রম করতে পারেনি এটি। শুধু তাই নয়, নিম্ন কক্ষপথেই মহাকাশযানটি চার টুকরো হয়ে যায়।

মহাকাশযানের চারটি টুকটোর একটি এবার পৃথিবীর দিকে ফিরে আসছে বলে জানিয়েছে নাসা। ধারণা করা হচ্ছে এই টুকরোটি হচ্ছে মহাকাশযানের ল্যান্ডার প্রোব। উল্লেখ্য, ল্যান্ডার প্রোব হচ্ছে গবেষণার উদ্দেশ্যে অন্য গ্রহের পৃষ্ঠে অবতরণে সক্ষম মানবহীন নভোযান বা মহাকাশযান। 

‘কসমস ৪৮২’ এর ল্যান্ডার ক্যাপসুলটি একটি শক্ত, গোলাকার বস্তু, যেটি ১ মিটার চওড়া এবং এর ওজন অর্ধটন। এটাকে এমনভাবেই তৈরি করা হয়েছিল যাতে করে এটি শুক্রের প্রচণ্ড তাপ ও চাপ সহ্য করে টিকে থাকতে পারে। এজন্যই এতে রয়েছে শক্তিশালী হিট শিল্ড (তাপপ্রতিরোধী ঢাল) এবং এর গঠন যথেষ্ট টেকসই। 

নাসা বলছে, ‘কসমস ৪৮২’ মহাকাশযানের এই অংশটি আনুমানিক আগামী ১০ মে তারিখে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে। অর্থাৎ, অর্ধ শতাব্দীরও বেশি সময় মহাকাশে কাটিয়ে এবার পৃথিবীতে অবতরণ করতে চলেছে এটি। পৃথিবীতে ফিরে আসতে আসতে এর একটি বড় অংশই আগুনে পুরে যাওয়ার কথা। তবে নাসা আশা করছে এর কিছু অংশ অন্তত অক্ষত থাকবে।

নাসাসহ বিভিন্ন মহাকাশ সংস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ‘কসমস ৪৮২’ মহাকাশযানের অংশটিকে। তবে এই বস্তুটি পৃথিবীর ঠিক কোথায় অবতরণ করতে পারে সে সম্পর্কে এখনও সুস্পষ্ট কোনো ধারণা দিতে পারেনি মহাকাশ সংস্থাগুলো। কিন্তু প্রশ্ন হচ্ছে, অর্ধটন ওজনের এই টুকরোটির আঘাতে পৃথিবীবাসীর ক্ষতির সম্ভাবনা কতটুকু। 

এক্ষেত্রে অবশ্য আশার বাণীই শোনাচ্ছেন ইউরোপিয়ান মহাকাশ সংস্থার মহাকাশযান ধ্বংসাবশেষ বিষয়ক বিশ্লেষক স্টিজিন লেমেনস। একজন ব্যক্তির লটারি জেতার সম্ভাবনা যতটুকু মহাকাশযানের এই টুকরোর আঘাতে ক্ষতির সম্ভাবনা ততটুকোই দেখছেন তিনি। 

ভূপৃষ্ঠে থাকা জনবসতির ক্ষতির সম্ভাবনা খুবই কম। ল্যান্ডার ক্যাপসুলটি ৫১.৭ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে যেকোনো স্থানে অবতরণ করতে পারে। সে হিসেবে এর সম্ভাব্য অবতরণক্ষেত্র হতে পারে উত্তরে লন্ডন থেকে শুরু  করে দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্তের মধ্যকার যেকোনো অঞ্চল।

উল্লেখ্য, এই মহাকাশযানটি’তে প্যারাসুট সিস্টেমও সন্নিবেশিত ছিল, যাতে করে শুক্র পৃষ্ঠে এটি নিরাপদে অবতরণ করতে পারে। কিন্তু গত ৫০ বছরেরও বেশি সময় মহাকাশে থাকায় এর প্যারাসুট সচল ও কার্যকর থাকায় কথা নয়। ফলে এর নিয়ন্ত্রিত অবতরণের সম্ভাবনা নেই বললেই চলে।  

তবে অনিয়ন্ত্রিত অবতরণ করলেও সোভিয়েত আমলের মহাকাশযানটির ধ্বংসাবশেষটির হারিয়ে যাওয়ার সম্ভাবনা কম। কেননা মানুষের বসতি আছে এমন অঞ্চলেই এর অবতরণের সম্ভাবনা রয়েছে। 

মহাকাশ থেকে পৃথিবীর বুকে বিভিন্ন ধ্বংসাবশেষের অনিয়ন্ত্রিত অবতরণ অবশ্য নতুন কিছু নয়। প্রতি সপ্তাহেই বড় কোনো মহাকাশযানের ধ্বংসাবশেষ পৃথিবীর বায়ুমণ্ডলে চলে আসে, আর ছোট মহাকাশযানের ক্ষেত্রে এমনটা বলতে গেলে প্রায় প্রতিদিনই ঘটে থাকে। 

উদাহরণস্বরূপ, চীনের লং মার্চ ৫বি বুস্টার ভারত সাগরের ওপরে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করে ২০২২ সালে, এবং তাঁদের তিয়ানগং-১ মহাকাশ স্টেশন প্রশান্ত মহাসাগরের ওপরে প্রায় পুরোপুরি পুড়ে যায় ২০১৮ সালে। উল্লেখ্য, পৃথিবীর ভূপৃষ্ঠে পতনের আগে বায়ুমণ্ডলেই এই বস্তুগুলো সাধারণত আগুনে পুড়ে যায়।

তথ্যসূত্র: বিবিসি

মহাকাশে ইলন মাস্কের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। ক’দিন আগেই তাঁর বাণিজ্যিক মহাকাশযান নির্মাণ প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারশিপ রকেটের পরীক্ষামূলক ফ্লাইট টানা তৃতীয়বারের মতো ব্যর্থ হয়েছে। এবার আর...
সাম্প্রতিক সময়ে আমেরিকার রাজনীতিতে অনেক বেশি সক্রিয় হলেও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মূল পরিচয় প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে। একবিংশ শতাব্দীর প্রাক্কালে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘পেপাল’...
ইলন মাস্কের মহাকাশযান নির্মাণ প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারশিপ রকেট আবারও বিধ্বস্ত হয়েছে মহাকাশে। মঙ্গলবার (মে ২৭) টেক্সাসের স্টারবেজ ফ্যাসিলিটি থেকে নবম পরীক্ষামূলক উৎক্ষেপণের পর স্টারশিপ...
বিশ্বের রেইনফরেস্টগুলোকে পৃথিবীর ফুসফুস বলা হয়ে থাকে। এরা কোটি কোটি টন কার্বন সঞ্চয় করে। এতে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে সাহায্য করে। কিন্তু দেড় ট্রিলিয়নেরও বেশি গাছ ঠিক কতটা কার্বন সঞ্চয়...
দিনাজপুরের বোচাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সাধক চন্দ্র রায় (২৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে বোচাগঞ্জ উপজেলার রনটি গ্রামের একটি পুকুর  থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে মেহেরপুর শহরের অদূরে বন বিভাগের সামনে এই দুর্ঘটনা ঘটে। 
আবার আন্দোলন শুরু হলে নগর ভবন পেরিয়ে তা রাজপথে গড়াবে বলে সতর্ক করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আজ বুধবার দুপুর ১টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আগামী ২ জুলাই শুরু হচ্ছে ২০২৫ নারী ইউরো। ১৬ দলের এই টুর্নামেন্টের আয়োজক সুইজারল্যান্ড।  দেশের মাটিতে হতে যাওয়া টুর্নামেন্টের জন্য প্রস্তুত হচ্ছেন আলিসা লেমান ও তাঁর দল। কিন্তু সে প্রস্তুতি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.