একের পর এক ফিচার আনছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন নতুন ফিচার এনে রীতিমতো ব্যবহারকারীদের চমকে দিচ্ছে প্ল্যাটফর্মটি। সম্প্রতি ক্যামেরা জুম কন্ট্রোল ফিচার আনার খবর দিয়েছে হোয়াটসঅ্যাপ।
প্রযুক্তিবিষয়ক সাইট গ্যাজেটস ৩৬০ জানায়, আইওএস বিটা ভার্সানে নতুন জুম কন্ট্রোল ফিচারটি চোখে পড়েছে। অর্থাৎ আইফোন ব্যবহারকারীরা ফিচারটি আগে ব্যবহারের সুযোগ পাচ্ছেন। এই ফিচারের সুবাদে এখন থেকে হোয়াটসঅ্যাপের ক্যামেরা অন করে ছবি তুললে আরও অনায়াসে ক্যামেরা জুম করা যাবে। অ্যাপটির ২৪.৯.১০.৭৫ আপডেট ভার্সনে এই নতুন জুম কন্ট্রোল ফিচারটি পাবেন ব্যবহারকারীরা।
হোয়াটসঅ্যাপের এই ফিচারের মাধ্যমে সহজে জুম লেভেল অ্যাডজাস্ট করা যাবে। এর আগে ভিডিও রেকর্ডের জন্য ক্যামেরা বাটনে জোর দিয়ে প্রেস করে সোয়াইপ আপ কিংবা ডাউন করে জুম করতে হতো। কিন্তু এখন সহজে জুম কমানো কিংবা বাড়ানো যাবে।
জনপ্রিয়তা ধরে রাখতে নিত্যনতুন সুবিধা যুক্ত করে চলেছে হোয়াটসঅ্যাপ। এর মধ্যে ডায়ালার ফিচার আনার খবরে বেশ সাড়া পড়েছিল। ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা অপরিচিত নম্বরে সাধারণ কল করতে পারবেন। এমনকি নম্বর সেভ না করেই কল করা যাবে।
ডায়ালার ফিচারে কল হবে ওয়াইফাই অথবা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে। অর্থাৎ বেশ কম খরচেই ভয়েস কলিংয়ের সুবিধা নিতে পারবেন। কল যেহেতু এন্ড-টু-এন্ড এনক্রিপটেড তাই আশা করা হচ্ছে, ডায়ালার অ্যাপে কলারের তথ্য নেবে না হোয়াটসঅ্যাপ।
আরও পড়ুন: