টিকটক ব্যবহারকারীদের আরও উন্নত সেবা দিতে নতুন ফিচার এনেছে ছোট ভিডিওর প্ল্যাটফর্ম টিকটক। ‘ফর ইউ’ ফিড নামে এই ফিচারের মাধ্যমে পছন্দের কন্টেন্ট ও ক্রিয়েটরদের সহজেই খুঁজে পাবেন। এক সংবাদ বিজ্ঞপ্তি এমনটাই জানিয়েছে টিকটক।
এই ফিচারের মাধ্যমে মাহিমমেক্সের রান্নার ভিডিও হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করছে। আবার সাবা চৌধুরীর ফ্যাশন এবং লাইফ স্টাইল নিয়ে কন্টেন্ট দিয়ে জনপ্রিয়তা পাচ্ছে। রথি আহমেদ এবং নাদির অন দ্যা গো এর মত ক্রিয়েটররা সংস্কৃতি ও ভ্রমণ নিয়ে কন্টেন্ট দিয়ে প্রাণবন্ত কমিউনিটি গড়ে তুলেছেন। আবার আয়মান সাদিক শিক্ষামূলক কন্টেন্ট লক্ষ লক্ষ ইউজারদের সহযোগিতা করছে।
টিকটকের অপারেশনস ও ট্রাস্ট অ্যান্ড সেফটি বিভাগের প্রধান অ্যাডাম প্রেসার জানিয়েছেন, ‘এই ফিডের মাধ্যমে টিকটক একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। যেখানে ইউজাররা তাদের নতুন আগ্রহ বা পছন্দের কমিউনিটি খুঁজে পায়।’
এখন থেকে এই ফিড আরও কাস্টমাইজ করা যাবে। নতুন ফিচারগুলোর মধ্যে আছে, টপিক সিলেক্ট করার ফ্রিকোয়েন্সি কাস্টমাইজ করতে যুক্ত হয়েছে ‘ম্যানেজ টপিকস’ ফিচার। এছাড়াও কনটেন্ট নিয়ন্ত্রণের জন্য আছে ‘এআই-চালিত স্মার্ট কিওয়ার্ড ফিল্টার’। আর শিক্ষামূলক গাইড যা ইউজারদের তাদের ‘ফর ইউ’ ফিডের অভিজ্ঞতা উন্নত করতে সাহায্য করবে।
‘ম্যানেজ টপিকস’ ফিচারের মাধ্যমে, ইউজাররা তাদের ফিডে দশটির বেশি জনপ্রিয় বিষয়ের মধ্যে কন্টেন্টের ফ্রিকোয়েন্সি কাস্টমাইজ করতে পারবেন। যেমন ক্রিয়েটিভ আর্টস, ভ্রমণ, প্রকৃতি এবং খেলা ইত্যাদি। এই ফিচারটি বর্তমান ট্রেন্ড গুলোর সাথে মিল রেখে ফিড সাজানোর পাশাপাশি ইউজারদের আগ্রহের ভিত্তিতে ফিড কাস্টমাইজ করার সুযোগ দিবে।
এছাড়াও নতুন ‘স্মার্ট কিওয়ার্ড ফিল্টার’ টিকটকের আগে থেকে থাকা কীওয়ার্ড ফিল্টার টুলকে এআইয়ের মাধ্যমে আরও উন্নত করেছে।
ইউজাররা এখন দেখতে পারবেন কোন কীওয়ার্ডগুলো ফিল্টার করা হয়েছে। আর তারা নিজেরাই এই ফিল্টার কাস্টমাইজ করতে পারবেন।
‘ফর ইউ ফিড’ সহজেই বোঝা এবং ম্যানেজ করার জন্য টিকটক এডুকেশনাল গাইড চালু করেছে। যেখানে সব টিপস ও টুলস এক জায়গায় পাওয়া যাবে। ইতিমধ্যে এই ধরনের এডুকেশনাল ভিডিও গ্লোবালি ১৮০ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে।