ইলন মাস্কের এআই প্রতিষ্ঠান এক্সএআই নতুন করে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ উত্তোলনের পরিকল্পনা করেছে। তবে এর জন্য তাঁরা ইক্যুইটি শেয়ার বা মালিকানার অংশ শেয়ার করবে না বিনিয়োগকারীদের সাথে। বরং ৫ বিলিয়ন ডলার ঋণ হিসেবে পেতে চাইছে স্টার্টআপটি। তাঁদের ব্যাংকার মরগ্যান স্ট্যানলি’র দেওয়া তথ্যের ভিত্তিতে সম্প্রতি (৫ জুন) এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
মাস্কের এআই প্রতিষ্ঠানের জন্য নতুন বিনিয়োগ উত্তোলনের দায়িত্বে আছে আমেরিকান বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান মরগান স্ট্যানলি। তাঁদের লক্ষ্য ‘ডেট সেল’ প্রক্রিয়ায় এক্সএআই’র জন্য ৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ উত্তোলন করা।
‘ডেট সেল’ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান ঋণের উপকরণ (ডেট ইনস্ট্রুমেন্ট) ইস্যু করে এবং তা বিক্রি করে অর্থ উত্তোলন করে। অর্থাৎ, ঋণের উপকরণের (ডেট ইনস্ট্রুমেন্ট) বিনিময়ে অর্থ উত্তোলন করা হয়। একে তাই বিনিয়োগ উত্তোলনের পরিবর্তে ঋণ উত্তোলনও বলা যেতে পারে।
মরগান স্ট্যানলি’র তত্ত্বাবধানে ঠিক এই প্রক্রিয়াতেই ৫ বিলিয়ন ডলার ঋণ উত্তোলন করতে চাইছে ‘গ্রোক’ এআই চ্যাটবটের নির্মাতা প্রতিষ্ঠানটি। বিষয় সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, অন্তত ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী এমন বিনিয়োগকারীদেরকে এক্সএআই’র আর্থিক প্রতিবেদন দেখার সুযোগ দিচ্ছে মরগান স্ট্যানলি।
বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করতে ২০২৯ সালের মধ্যে বছরে ১৩ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এক্সএআই। এ বছরই তাঁরা ১ বিলিয়ন ডলার আয় করবে বলে আশা করছে।
তবে ব্লুমবার্গের প্রতিবেদনে এও বলা হয়েছে যে, সম্ভাব্য বিনিয়োগকারীদেরকে এক্সএআই’র পূর্ণাঙ্গ পরিসংখ্যান দেখতে দিচ্ছে না মরগান স্ট্যানলি। প্রতিষ্ঠানটির রাজস্ব, আয়, নগদ অর্থের প্রবাহ (ক্যাশ ফ্লো) ও আর্থিক পূর্বাভাস (প্রোজেকশন) সম্পর্কিত সীমিত তথ্য ও পরিসংখ্যানই প্রদান করা হচ্ছে সম্ভাব্য বিনিয়োগকারীদেরকে।
সম্প্রতি কর ও ব্যয় সম্পর্কিত বাজেট বিলকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ইলন মাস্কের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। একেঅন্যের বিরুদ্ধে তাঁরা বিষোদ্গার করেছেন সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, গতকাল এনবিসি নিউজকে ট্রাম্প বলেছেন, মাস্কের সাথে তাঁর সম্পর্ক শেষ হয়ে গেছে।
এখন দেখার বিষয় ট্রাম্পের সাথে সম্পর্কচ্ছেদের নেতিবাচক প্রভাবে এক্সএআই’র ঋণ উত্তোলন বাধাগ্রস্ত হয় কি-না।
তথ্যসূত্র: ব্লুমবার্গ, রয়টার্স,