গত সপ্তাহে বাজারে আসে জাপানের গেমিং জায়ান্ট নিনটেন্ডো’র সুইচ ২ গেমিং কনসোলটি। বহুল-প্রতীক্ষিত এই কনসোলটিকে নিয়ে গেমারদের আগ্রহ যে তুঙ্গে ছিল তার আঁচ পাওয়া গেছে প্রথম দিনে ডিভাইসটি কেনার জন্য ক্রেতাদের লম্বা লাইন দেখে। গতকাল বুধবার নিনটেন্ডো জানাল, বিক্রি শুরুর প্রথম চার দিনেই সুইচ ২ বিক্রি হয়েছে সাড়ে তিন মিলিয়ন বা ৩৫ লাখ ইউনিট।
এর মধ্য দিয়ে নিনটেন্ডোর ইতিহাসে সবচেয়ে দ্রুতগতিতে বিক্রি হওয়া গেমিং ডিভাইসে পরিণত হয়েছে সুইচ ২। গত মাসেই নিনটেন্ডো জানিয়েছিল, চলতি অর্থবছরে (আগামী বছর মার্চ পর্যন্ত সময়ে) ১৫ মিলিয়ন বা দেড় কোটি সুইচ ২ গেমিং কনসোল বিক্রি হতে পারে।
সুইচ ২ ডিভাইসটির প্রথম চার দিনের বিক্রি ইঙ্গিত দিচ্ছে, নিনটেন্ডোর নিজের পূর্বাভাসকেও ছাড়িয়ে যেতে পারে কনসোলটির পারফরম্যান্স।
নিনটেন্ডোর আমেরিকা প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার ডগ বাউসার এক বিবৃতিতে বলেছেন যে, বিশ্বজুড়ে গেমাররা ঘরে ও বাইরে গেমস খেলার উন্নত ডিভাইস হিসেবে নিনটেন্ডো সুইচ ২ কনসোলের প্রতি আকৃষ্ট হচ্ছেন।
২০১৭ সালে বাজারে আনার পর থেকে নিনটেন্ডো এখন পর্যন্ত ১৫২ মিলিয়ন বা ১৫ কোটিরও বেশি সুইচ গেমিং কনসোল বিক্রি করেছে। কোভিড অতিমারি’র সময় এই কনসোলটিতে বেশ কয়েকটি গেম জনপ্রিয়তা পায়, যার মধ্যে আছে ‘দ্য লিজেন্ড অব জেলডা’ ও ‘এনিমেল ক্রসিং: নিউ হরাইজনস’।
এবারে নিনটেন্ডো তাঁদের সুইচ কনসোলের দ্বিতীয় প্রজন্মের সংস্করণটি নিয়ে এসেছে। সুইচ ২ ডিভাইসটির বিক্রি শুরু হয় গত ৫ জুন। প্রথম প্রজন্মের সাথে দ্বিতীয়টির অনেক দিক দিয়ে মিল থাকলেও নতুন সংস্করণে গেমাররা আরও বড় স্ক্রিন ও উন্নত গ্রাফিক্স পাচ্ছেন। সুইচ ২ কনসোলে থাকা গেমগুলোর মধ্যে আছে ‘মারিও কার্ট ওয়ার্ল্ড’ গেমটিও।
তথ্যসূত্র: রয়টার্স