সেকশন

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
Independent Television
 

ফেসবুকে সকল ভিডিও এবার রিলস হিসেবে গণ্য হবে

আপডেট : ১৮ জুন ২০২৫, ১০:৩২ পিএম

ফেসবুকে ভিডিও কনটেন্ট সম্পর্কিত বড় এক পরিবর্তন আসতে চলেছে। জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিতে শেয়ার হওয়া সকল নতুন ভিডিও অচিরেই রিলস হিসেবে বিবেচিত হবে। গতকাল মঙ্গলবার (১৭ জুন) ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস আসন্ন নতুন এই আপডেট সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা বলেছে, ভিডিও’র ক্ষেত্রে এবার থেকে ফেসবুকে দৈর্ঘ্য ও ফরম্যাট সম্পর্কিত কোনো বিধিনিষেধ বা সীমাবদ্ধতা থাকবে না। এর ফলে ছোট (শর্ট), লম্বা (লং) ও লাইভ- সকল প্রকার ভিডিও কনটেন্টই ফেসবুক রিলসের অন্তর্ভুক্ত হবে। 

নতুন এই আপডেটের মাধ্যমে ফেসবুকে ভিজ্যুয়াল কনটেন্ট প্রকাশের প্রক্রিয়াটি আগের তুলনায় আরও সহজ হতে যাচ্ছে। মেটা এও জানিয়েছে, নতুন আপডেটে বর্তমান ভিডিও ট্যাবটির নাম পরিবর্তন করে রাখা হবে রিলস ট্যাব। এই ট্যাবের অধীনেই সকল ভিডিও কনটেন্ট পাওয়া যাবে। 

অর্থাৎ, নতুন আপডেট আসার পর ফেসবুকে ভিডিও কনটেন্ট মাত্রই রিলস হিসেবে শ্রেণীবদ্ধ হবে বা ক্ল্যাসিফায়েড হবে। তবে পুরোনো ভিডিওগুলো আগের মতোই থাকবে। কেবলমাত্র নতুন পোস্ট করা ভিডিও’র ক্ষেত্রেই প্রযোজ্য হবে আসন্ন এই আপডেট।

ফেসবুকের নতুন এই আপডেটের অংশ হিসেবে বেশ কয়েকটি উদ্ভাবনী (ক্রিয়েটিভ) টুলও পেতে যাচ্ছেন ব্যবহারকারীরা। এছাড়া আপডেটটি যুক্ত হওয়ার পর ব্যবহারকারীদেরকে তাঁদের অডিয়েন্স সেটিং নিশ্চিত করতে বলা হবে। অর্থাৎ, একটি ভিডিও ফেসবুকে কাদের সাথে শেয়ার করতে চাইছেন তা ব্যবহারকারীকে নির্বাচন করে দিতে হবে। 

উল্লেখ্য, ফেসবুকের অডিয়েন্স সেটিংয়ে ‘পাবলিক’, ‘ফলোয়ারস অনলি’, ‘ক্লোজ ফ্রেন্ড’-এর মতো বেশ কিছু অপশন রয়েছে। ফিড পোস্ট ও রিলসের জন্য আগে থেকে একই অডিয়েন্স সেট করা থাকলে ব্যবহারকারী চাইলে তা পরিবর্তন করে ভিন্ন ভিন্ন অডিয়েন্স সেট করে দিতে পারেন। 

আগামী কয়েক মাসে পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থান করা সকল ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইল ও পেজে যুক্ত হতে যাচ্ছে ভিজ্যুয়াল কনটেন্ট সম্পর্কিত নতুন এই আপডেট। এমনটাই জানিয়েছেন মেটা।

তথ্যসূত্র: মেটা, রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির নিত্যনতুন সব ব্যবহার সম্পর্কে জানা যাচ্ছে প্রায় প্রতিদিনই। এবারে জানা গেল, এআই শেফ পরিচালিত একটি রেস্টুরেন্ট চালু হতে যাচ্ছে দুবাইতে। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন...
ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিন্ডা ইয়াকারিনো পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার (৯ জুলাই) তিনি জানান প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহীর পদ ছাড়ছেন তিনি।...
চারিদিকে যখন এআই প্রযুক্তির জয়জয়কার তখন শীর্ষ এআই চিপ নির্মাতা এনভিডিয়া’র শেয়ারে ঊর্ধ্বগতি দেখা যাবে, এটাই স্বাভাবিক। হচ্ছেও তা-ই। আজ (৯ জুলাই) এনভিডিয়া হয়ে উঠলো বিশ্বের প্রথম ৪ ট্রিলিয়ন ডলার...
অ্যাপলের নতুন চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ভারতীয় বংশোদ্ভূত সাবিহ খানকে। প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে জেফ উইলিয়ামসের কাছ থেকে অপারেশনস প্রধানের দায়িত্ব...
প্রাথমিকভাবে অপরাধে সংশ্লিষ্টতা না পেলে আসামি খালাস দিতে পারবেন ম্যাজিস্ট্রেট, সিআরপিসিতে নতুন ধারা যুক্ত করে অধ্যাদেশ জারি করেছে সরকার।
হামজা চৌধুরী, সামিত সোমদের আগমণে র‍্যাঙ্কিংয়ে এগোনোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে আজ ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমেছে বাংলাদেশ। মেসির আর্জেন্টিনা শীর্ষে, ব্রাজিল পাঁচ নম্বরে, রোনালদোর পর্তুগাল...
পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা। বৃহস্পতিবার ইসিতে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে কমিশনার আবুল ফজল সানাউল্লাহ জানান, জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে ইভিএমের ব্যবহার থাকছে না। এছাড়া...
শ্রীলঙ্কাকে ১৫৫ রানের লক্ষ্য দিয়ে বাংলাদেশ যদি বল হাতে লড়াই করার কিঞ্চিত আশা দেখে থাকেও-বা, সেটা মিটিয়ে দিতে শ্রীলঙ্কার পাওয়ার প্লে-র বেশি লাগল না! ততক্ষণেই যে ম্যাচের ভাগ্য নিয়ে অনিশ্চয়তা শেষ!...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.