সেকশন

সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ‘মেসেজ সামারি’

আপডেট : ২৬ জুন ২০২৫, ০৮:১৫ পিএম

জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন একটি ফিচার: এআই মেসেজ সামারি। এই ফিচারটির কল্যাণে এআই প্রযুক্তির সহায়তায় অপঠিত (আনরেড) মেসেজগুলোর একটি সামারি বা সারাংশ তৈরি করা যাবে। ফলে ব্যস্ততার মাঝেও ব্যবহারকারীরা এক নজরে দেখে নিতে পারবেন তাঁদের কাছে আসা মেসেজগুলোর মূল বিষয়বস্তু। 

গতকাল বুধবার (২৫ জুন) এক ব্লগ পোস্টে নতুন এই ফিচারটির আগমনের কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা। অপঠিত বা আনরেড মেসেজের এআই সামারি তৈরিতে ‘মেটা এআই’ প্রযুক্তি ব্যবহার করা হবে। উল্লেখ্য, ‘মেটা এআই’ হচ্ছে মেটার নিজস্ব এআই প্রযুক্তি যেটা চলতি বছরের এপ্রিলে রিলিজ করেছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান। 

‘মেটা এআই’ ব্যবহার করে বিভিন্ন এআই ফিচার বাস্তবায়ন করতে পারছে এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট। তবে এর ফলে ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘন বা মেসেজ এনক্রিপশন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না বলেই জানিয়েছে মেটা। মেসেজ সামারি তৈরির ফিচারটি ঐচ্ছিক বা অপশনাল, তাই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চাইলে এটি ব্যবহার করতে পারেন, আবার না-ও করতে পারেন। 

নতুন এই ফিচারের আরেকটি দিক হচ্ছে, মেটা এআই দিয়ে তৈরি মেসেজ সামারি কেবলমাত্র ব্যবহারকারীই দেখতে পাবেন, অন্য কেউ নয়। এমনকি যিনি মেসেজ পাঠিয়েছেন তিনিও এই সামারি দেখতে পাবেন না এবং জানবেন না যে তার প্রেরিত মেসেজের একটি সামারি তৈরি করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন ফিচার, অপঠিত (আনরেড) মেসেজের সামারি বা সারাংশ তৈরি করা যাবে সহজেই। ছবিসূত্র: মেটামেসেজ সামারি ফিচারটির ঘোষণা দিয়ে করা ব্লগ পোস্টে মেটা জানিয়েছে, ‘মেসেজ সামারি (ফিচারটি) প্রাইভেট প্রসেসিং প্রযুক্তি ব্যবহার করে থাকে। এর মাধ্যমে মেটা এআই একটি উত্তর (রেসপন্স) তৈরি করে দিতে পারে যেখানে মেটা বা হোয়াটসঅ্যাপ আপনার মেসেজ বা প্রাইভেট সামারি দেখতে পাবে না। আপনার চ্যাটে অন্য কেউ-ই দেখতে পাবে না যে, আপনি অপঠিত মেসেজগুলোর সামারি তৈরি করেছেন।’ 

স্বয়ংক্রিয়ভাবে (বাই ডিফল্ট) মেসেজ সামারি ফিচারটি বন্ধই থাকবে। তবে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে ছোট একটি আইকন দেখতে পাবেন যেটি মেসেজ সামারি অপশনের উপস্থিতি জানান দিবে। ফলে ব্যবহারকারী সহজেই জেনে যাবেন যে, তাঁরা চাইলে আনরেড মেসেজগুলোর সামারি তৈরির সুযোগ আছে।

এআই-সক্ষমতার মেসেজ সামারি সুবিধাটি প্রাথমিকভাবে আমেরিকায় ইংরেজি ভাষার জন্য চালু হতে যাচ্ছে। তবে চলতি বছরের শেষ দিকে বিশ্বের আরও কিছু দেশে এবং আরও কয়েকটি ভাষায় এই ফিচারটি আসবে বলে মেটার তরফ থেকে জানানো হয়েছে।

এখন পর্যন্ত, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নিজেদের চ্যাটে ‘মেটা এআই’ টুলটি অ্যাক্সেস করতে পারছেন এবং এটি ব্যবহার করে সাধারণ বিভিন্ন প্রশ্ন করতে পারছেন। শুধু তাই নয়, একটি মেসেজকে ট্যাগ করে ‘মেটা এআই’ চ্যাটবটটিকে প্রেক্ষাপট বা কনটেক্সট প্রদান করারও সুযোগ রয়েছে। তবে মেটা এআই নিজে থেকে ব্যবহারকারীর কোনো মেসেজ পড়তে বা আক্সেস করতে পারে না বলেই দাবি করেছে মেটা।

তথ্যসূত্র: মেটা, টেকক্রাঞ্চ

আরও পড়ুন:

গত বুধবার (১৩ জুলাই) উন্মোচিত হয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড ৭ ও জেড ফ্লিপ ৭ স্মার্টফোন দুটি। তার একদিন পর, অর্থাৎ বৃহস্পতিবারই জানা যায়, চলতি বছরই একটি ট্রাই-ফোল্ড বা তিন ভাঁজ ফোন বাজারে...
ইলন মাস্কের মহাকাশযান নির্মাণ প্রতিষ্ঠান স্পেসএক্স এবার বিনিয়োগ করতে যাচ্ছে তাঁরই মালিকানাধীন এআই স্টার্টআপ এক্সএআই-তে। শেয়ার মালিকানার বিনিময়ে ৫ বিলিয়ন ডলার নতুন বিনিয়োগ উত্তোলনের যে পরিকল্পনা...
নিজেদের বিজনেস মডেলে আর কোনো পরিবর্তন না আনার সিদ্ধান্ত নিয়েছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস। এ বিষয়ে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে শুক্রবার (১১ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে,...
ইলন মাস্কের এআই স্টার্টআপ প্রতিষ্ঠান ‘এক্সএআই’ বিনিয়োগকারীদের কাছ থেকে আরও অর্থ উত্তোলনের পরিকল্পনা করছে। পরবর্তী বিনিয়োগ উত্তলনের রাউন্ডে নিজেদের বাজারমূল্য ১৭০ থেকে ২০০ বিলিয়ন ডলার ধার্য করতে...
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসান খান শাহেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন আগামীকাল সোমবার বিকেল ৫টা থেকে বন্ধ থাকবে। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি...
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরেফিন সিদ্দিক সুজনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.