স্বল্প দৈর্ঘ্যের ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের জন্য ক্রেতা পাওয়ার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রোববার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে ট্রাম্প বলেছেন যে, ‘এক দল ধনী ব্যক্তি’ টিকটকের আমেরিকা অংশের মালিকানা কিনতে যাচ্ছেন। তবে তিনি ক্রেতাদের পরিচয় প্রকাশ করেননি।
চীনের বাইটড্যান্সের মালিকানাধীন টিকটকের ওপর গত বছর থেকেই ঝুলছে নিষেধাজ্ঞার খড়গ। বিগত বাইডেন সরকার প্রণীত জাতীয় নিরাপত্তা সম্পর্কিত এক আইন অনুযায়ী, নিষেধাজ্ঞা এড়াতে টিকটকের আমেরিকা অংশের ব্যবসায়ের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে আমেরিকান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে। সেটা বাইটড্যান্স এখনও করে উঠতে পারেনি।
ফলে চলতি বছরের ১৯ জানুয়ারি আমেরিকায় নিষিদ্ধ হওয়ার কথা ছিল টিকটক। কিন্তু দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্পের হস্তক্ষেপে সে যাত্রায় রক্ষা পায় আমেরিকায় ১৭ কোটি ব্যবহারকারীর এই প্ল্যাটফর্মটি। এরই মধ্যে ট্রাম্প পর পর তিনবার টিকটকের নিষেধাজ্ঞা কার্যকরের সময়সীমা পিছিয়ে দিয়েছেন, যার সর্বশেষ ঘোষণাটি এসেছে গত ১৯ জুন। দু’বার ৭৫ দিন করে সময় বাড়ানোর পর এবার ট্রাম্প ৯০ দিন অতিরিক্ত সময় দিয়েছেন জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমটিকে।
ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘যাইহোক, টিকটকের জন্য আমারা ক্রেতা পেয়েছি।’ তবে তিনি এও মনে করিয়ে দিয়েছেন যে, টিকটক বিক্রির চুক্তি তখনই বাস্তবায়ন হবে যখন এতে চীনের শি জিনপিং সরকারের অনুমোদন মিলবে।
তবে চীন সরকারের অনুমোদন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। ট্রাম্প বলেন, ‘সম্ভবত আমার চীনের (সরকারের) অনুমোদনের প্রয়োজন হবে। আমার মনে হয় প্রেসিডেন্ট শি [জিনপিং] সম্ভবত এটি করবেন।’
এখনই ক্রেতাদের নাম প্রকাশ না করলেও আগামী দু সপ্তাহের মধ্যে তাদের পরিচয় প্রকাশ করবেন বলে জানিয়েছেন ট্রাম্প। জানুয়ারি’তে প্রথমবার টিকটক নিষিদ্ধের সময়সীমা বাড়ানোর পর ট্রাম্প বলেছিলেন তাঁর প্রাথমিক পরিকল্পনা হচ্ছে টিকটকের বর্তমান মালিক ও আমেরিকান ক্রেতার মধ্যে একটি জয়েন্ট ভেঞ্চার চুক্তি করা, যেখানে আমেরিকান ক্রেতার নিয়ন্ত্রণে থাকবে ৫০ শতাংশ শেয়ার।
অর্থাৎ, তিনি নিশ্চিত করতে চাইছেন যে, প্ল্যাটফর্মটির আমেরিকা অংশের ব্যবসার নিয়ন্ত্রণ থাকবে আমেরিকান মালিকের হাতে। এখন দেখার বিষয়, সম্ভাব্য ক্রেতার সাথে ট্রাম্পের চুক্তিটি ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী সম্পাদিত হয় কি-না।
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে আমেরিকার প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলসহ দেশটির শীর্ষ ধনী ব্যবসায়ি ল্যারি এলিসন ও ইলন মাস্কের মতো ব্যক্তিদের নাম টিকটকের সম্ভাব্য ক্রেতা হিসেবে গণমাধ্যমে উঠে এসেছে।
তথ্যসূত্র: ফক্স নিউজ, টেকক্রাঞ্চ