প্রকাশ : ০১ মার্চ ২০১৮, ০৬:৫৪ পিএমআপডেট : ০১ মার্চ ২০১৮, ০৬:৫৫ পিএম
কোচ খালেদ মাহমুদ সুজন
আন্তর্জাতিক সার্কিটে নামার জন্য এখন প্রস্তুত নন মোসাদ্দেক সৈকত বলছেন ঘরোয়া ক্রিকেটে তাঁর দলের কোচ খালেদ মাহমুদ সুজন। চোখের সমস্যায় লম্বা সময় বাইরে থাকার প্রভাব পড়েছে তাঁর পারফর্মেন্সে। এসব সমস্যা নিয়েই তাঁর সাথে কাজ করছেন সুজন, তাঁর বিশ্বাস দ্রুতই ছন্দে ফিরবেন সৈকত।
সাকিব-তামিমদের পর টাইগার ক্রিকেটের কান্ডারি ওরা। হাতে গোনা যে কজনকে নিয়ে বাজি ধরবেন আপনি তার মধ্যে নিশ্চয় মোসাদ্দেক সৈকতের নামও থাকবে। অথচ তিনি সুযোগ পাচ্ছেন না আন্তর্জাতিক সার্কিটে?
সবশেষ ওডিআই আর টি-টোয়েন্টি খেলেছেন গত বছর। চোখের সমস্যার কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে কিছুদিন। মাঠে ফিরেছেন শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে। লম্বা সময়ের বিরতির পর তাল মেলাতে পারেননি। নিদাহাস ট্রফির দলে জায়গা হয়নি।
উপেক্ষার জবাব দেয়ার প্ল্যাটফর্ম ঢাকা প্রিমিয়ার লিগেও ব্যর্থ এই ক্রিকেটার। পাঁচ ম্যাচে তাঁর সংগ্রহ ১০৯ রান। বল হাতেও অনুজ্জ্বল সৈকত। ঘরোয়া ক্রিকেটের কোচ খালেদ মাহমুদ সুজন তাঁকে দেখছেন কাছ থেকে। কাজ করছেন সমস্যা নিয়ে।
/টি-আই/
সৈকত-মিরাজ-মুস্তাফিজদের নিয়েই দীর্ঘ পরিকল্পনা বিসিবির। এসব প্রতিভাবান ক্রিকেটারদের পরিচর্যাটাও করতে হবে আন্তরিকতার সাথে, তবে সেই সাথে তাঁদের নিজেদেরও হতে হবে আরো সচেতন।
আইপিএলের নিলামে প্রথমে দল না পাওয়া বশকে পিএসএল ড্রাফট থেকে দলে টেনেছিল পেশোয়ার জালমি। কিন্তু আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের লিজার্ড উইলিয়ামস চোটে পড়ার পর মুম্বাই বশকে দলে টানতে চেয়েছে। বশও জালমির...
গোপনে একটি টি-টোয়েন্টি ক্রিকেট লিগ আয়োজনের পরিকল্পনা করছে সৌদি আরব। সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদনে জানা গেছে, এক বছর ধরে এই লিগ সৃষ্টির কাজ চলছে এবং এই লিগের মূল পরিকল্পনাকারী হিসেবে কাজ...
দুই দফা এগিয়ে গিয়েও ড্রয়ের ম্যাচে দুটো অনাকাঙ্ক্ষিত রেকর্ডে যুক্ত হয়েছে গার্দিওলার নাম। দীর্ঘ ১৭ বছরের কোচিং ক্যারিয়ারে এই প্রথম লিগে এক মৌসুমে ৪০ গোল হজম করল তাঁর দল। সেখানেই শেষ নয়, তাঁর অধীনে...
ওমেনস প্রিমিয়ার লিগ বা মেয়েদের আইপিএল মাত্রই শেষ হলো। তৃতীয় সংস্করণে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ানস। শিরোপা জয়ে যেমন পরিচিত দলকে দেখা যাচ্ছে, পারফরম্যান্সেও মুখদেরই খোঁজ মিলছে।...
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। ডাক্তারি পরীক্ষা সম্পন্নের জন্য ওই নারীকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জাতিসংঘ মহাসচিব সংস্কারে সহযোগিতার আশ্বাস দিলেও প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন, সংস্কার হবে বাংলাদেশের নিজস্ব প্রক্রিয়ায়। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে শফিকুল আলম এ কথা বলেন। প্রেস উইং থেকে আরো...
চট্টগ্রাম নগরীর টেরিবাজারে একটি মার্কেটে কাপড়ের গুদামে আগুন লেগে পুড়ে গেছে বেশ কয়েকটি গুদামের কাপড়। রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা...
আন্তর্জাতিক মঞ্চের জন্য তৈরি নন সৈকত: সুজন
সাকিব-তামিমদের পর টাইগার ক্রিকেটের কান্ডারি ওরা। হাতে গোনা যে কজনকে নিয়ে বাজি ধরবেন আপনি তার মধ্যে নিশ্চয় মোসাদ্দেক সৈকতের নামও থাকবে। অথচ তিনি সুযোগ পাচ্ছেন না আন্তর্জাতিক সার্কিটে?
সবশেষ ওডিআই আর টি-টোয়েন্টি খেলেছেন গত বছর। চোখের সমস্যার কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে কিছুদিন। মাঠে ফিরেছেন শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে। লম্বা সময়ের বিরতির পর তাল মেলাতে পারেননি। নিদাহাস ট্রফির দলে জায়গা হয়নি।
উপেক্ষার জবাব দেয়ার প্ল্যাটফর্ম ঢাকা প্রিমিয়ার লিগেও ব্যর্থ এই ক্রিকেটার। পাঁচ ম্যাচে তাঁর সংগ্রহ ১০৯ রান। বল হাতেও অনুজ্জ্বল সৈকত। ঘরোয়া ক্রিকেটের কোচ খালেদ মাহমুদ সুজন তাঁকে দেখছেন কাছ থেকে। কাজ করছেন সমস্যা নিয়ে।
/টি-আই/
সৈকত-মিরাজ-মুস্তাফিজদের নিয়েই দীর্ঘ পরিকল্পনা বিসিবির। এসব প্রতিভাবান ক্রিকেটারদের পরিচর্যাটাও করতে হবে আন্তরিকতার সাথে, তবে সেই সাথে তাঁদের নিজেদেরও হতে হবে আরো সচেতন।